আজ ইসলামী মৌলবাদীদের হাতে নিহত ব্লগার ও অনলাইন এক্টিভিষ্ট ওয়াশিকুর বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী। বেঁচে থাকলে এখন বাবুর বয়স হতো ২৮ বছর। বাবুকে নৃশংসভাবে হত্যার পর থেকে ওর পরিবারকে ফোন করে তাদের খোঁজ-খবর নেবার চেষ্টা করেছি। তারা ভাল নেই। পরিবারের একমাত্র পুত্র সন্তান, বাবা-মায়ের ভবিষ্যত স্বপ্ন আর ভরসা, আর বোনের একমাত্র ভাইকে এমন নৃশংসভাবে কেড়ে নেয়া হলে, একটি পরিবারের সঙ্গে রাষ্ট্র, সমাজ এবং ধর্ম কর্তৃক এতটা ভয়াবহ অন্যায় আচরণ করা হলে সেই পরিবারটির আর ভাল থাকার কথা নয়।
বাবুর জন্ম বাংলাদেশের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে। সামাজিক ও পারিবারিক ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে আসা বাবুর জন্য খুব সহজ ছিল না। আর্থিক অসচ্ছলতার কারনে নাম করা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা বা ভবিষ্যতের কথা ভেবে বড় কোন প্রশিক্ষণে শিক্ষালাভ করা বাবুর পক্ষে সম্ভব হয়নি। তারপরও পারিবারিক ও সামাজিক প্রতিকূল অবস্থা থেকে বের হয়ে আসার অবিরাম সংগ্রাম করেছে সে। যে দেশে এই বয়সের বেশিরভাগ তরুণেরা আড্ডা আর হাসি-তামাশা করে সময় কাটায়, সেখানে সে বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সঙ্গে জড়িয়ে নিজেকে প্রস্তুত করছিলো ভবিষ্যতের জন্য।
২০১৩ সালে যখন বাংলাদেশের চার ব্লগারকে গ্রেফতার করা হয়, তখন অনেক বড় বড় ব্লগার, লেখক আর বুদ্ধিজীবিরা সেই অন্যায়ের প্রতিবাদ না করে ভয়ে চুপ করেছিলেন। ওয়াশিকুর বাবু সেই মানুষদের একজন যে সেই সময়ে ঢাকা প্রেসক্লাবের সামনে উপস্থিত থেকে প্রতিবাদ করার সাহস দেখিয়েছিল। যার প্রমাণ পাওয়া যায় নিহত ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটিতে। এমনকি ২৬ ফেব্রুয়ারি যেদিন বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে বইমেলায় নৃশংসভাবে হত্যা করা হলো, তখনও বাবু রাস্তায় নেমে মৌলবাদী খুনীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্ভয়ে প্রতিবাদে করেছিল।
আমাদের অনেকের মতো বাবুর পরিবারের সদস্যদের মনে আজও সেই একই প্রশ্ন,- এই ছোট-খাট রুগ্ন দেহের ছেলেটা ইসলামের কি এমন ক্ষতি করেছিল, যে তাকে এত বড় পরিকল্পনা করে খুন করতে হলো? অথচ বাবুর নামতো জঙ্গীদের তালিকাতেও ছিল না। তাদের কি করে বোঝাই, এই অল্প বয়সী রুগ্ন ছেলেটি যে ধর্মের ভীত ধরে কত জোরে নাড়া দিতে সক্ষম হয়েছিল, তা দেশের শক্তিশালী আর প্রতিষ্ঠিত অনেক লেখক, সাহিত্যিক আর বুদ্ধিজীবিরাও পারেননি।
এই রুগ্ন ছেলেটির মাথায় বুদ্ধি ছিল, কথায় যুক্তি ছিল, লেখায় ধার ছিল। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আর ধর্মান্ধতা এবং ধর্ম-ব্যবসা নির্মূল করার প্রশ্নে সে মোটেও দূর্বল ছিল না। কোটি কোটি মগজহীন ধর্মান্ধদের দেশে শক্তিশালী প্রতিপক্ষ হবার জন্য বাবু একাই যথেষ্ট ছিল। বাবুর যৌক্তিক লেখা আর প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ এ অন্ধ- বর্বর জঙ্গী বিশাল জনগোষ্ঠীর হাতে বাবুকে খুন করাই ছিল একমাত্র সমাধান।
বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে ইসলামী মৌলবাদীরা হত্যার করার পর বাবু তার ফেসবুকে লিখেছিল ” কথার মৃত্যু হয় না”। কিন্তু তখনও বুঝতে পারেনি তার নিজের শক্তিশালী যৌক্তিক কথাগুলো অন্তর্জালে অমরত্ব পাবে। বাবুর ছোট ছোট যৌক্তিক লেখা আর প্রশ্নগুলো অন্তর্জালের মাধ্যমে এখন মানুষ আগের চেয়ে অনেক গুণ বেশি পড়ছে। বাবুর যৌক্তিক লেখাগুলো পড়ে যে সকল নতুন নতুন তরুণেরা ধর্মের অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোকিত জীবনের সন্ধান পাচ্ছে, কিংবা আমরা যারা বাবুকে ভালবাসি তারাই বাবুকে অমর করে রাখবো। বাবুর লেখার মৃত্যু নেই।
বাবুহীন এক বছর। বাবুকে হত্যা করে বাংলাদেশ, তার রাষ্ট্রধর্ম, আর ধর্মের কৃতদাসেরা গত এক বছরে কি অর্জন করেছে তা আমার জানা নেই। সেই দিনটি দেখার অপেক্ষায় রইলাম, যেদিন অভিজিৎ, অনন্ত, নীল, রাজীব, দীপন আর বাবুকে হত্যার ফল বাঙলাদেশ অবশ্যই ভোগ করবে; তা এখনও উপলব্ধি করার সময় আসেনি। বাবু হত্যার বিচার হয়তো বাংলাদেশ রাষ্ট্র কোনদিনই করবে না। কিন্তু মাত্র ২৭ বছরের রুগ্নদেহী এই তরুণ সারা বিশ্বের মানুষকে নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছে কিভাবে মেধা, যুক্তি আর সাহস দিয়ে কুংস্কার, ভন্ডামী, ধর্মান্ধতা আর ধর্ম-ব্যবসার বিরুদ্ধে লড়াই করতে হয়। বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ শুধুই বাবুর স্মৃতির প্রতি অনেক শ্রদ্ধা ও ভালবাসা রইলো।
অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে আলোকিত বিশ্ব গড়তে বাবু এক নির্ভিক যোদ্ধা, অন্ধকারের দেশে এক আলোর পথের যাত্রী। ওয়াশিকুর রহমান বাবু হত্যার বিচার চাই।
ফারজানা কবীর খান স্নিগ্ধা (৩০ মার্চ, ২০১৬)
ওয়াসিকুর বাবু সহ নিহত মুক্তমনা ব্লগারদের কারো অবদানই বৃথা যায়নি, যাবেনা। তাদের মৃত্যুর মধ্যে দিয়েই তাদের হত্যাকারীরা প্রমান করেছে এদের কলমের জবাব তাদের কাছে নেই। এও এক বিজয়। কিন্তু বড় দাম দিয়ে কেনা। আমরা সরব না হয়ে উঠলে আরো বেশি দাম দিতে হবে। ওয়াসিকুর বাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
কথার যে মৃত্যু হয়না তার প্রমান আমি নিজেই। একটা সময় আমার ব্লগ সম্পর্কে কোনো ধারনাই ছিল না। মুলত অভিজিৎ রায়কে হত্যার পর আমার মনে কৌতুহল সৃষ্টি হয়,তিঁনি এমন কি লিখেছেন যে জন্য তাকে হত্যা করতে হল? মুলত এই প্রশ্নের উত্তর খোজার জন্য মুক্ত মনায় পড়তে শুরু করলাম। কিন্তু এখানে এসে দেখলাম এক ভিন্ন জগৎ। মনে হলো এখানে যারা লেখেন তাদের আবেগের পরিমান কম তবে যুক্তিতে তারা তীক্ষ্ণ। া অতঃপর আমার আবেগ আর বিশ্বাস এবং তঁদের যুক্তিকে নিজের বিবেক দ্বারা মূল্যায়ন করতে লাগলাম। দেখলাম আমার বিশ্বাস গুলো যুক্তির কাছে হার মানতে লাগল। এক পর্যায় আমিও সংশয় বাদীদের দলে ভিড়তে লাগলাম।
চমৎকার লেখা আপুনি/ আরও বেশী লেখা দেন/
বাবুরা বার বার জন্ম নেয় না ,তাই তারা সময়ের স্রোতে প্রবাহমান।
বাবুরা জানত জীবন ক্ষনস্থায়ী,কচুপাতার উপর টলটলে পানি,তাই জীবনের কথা ,সুন্দরের কথা , মানবিকতার কথাই তার কাছে বড় ছিল।
তাকে তাই বায়বীয় আবেগ ধর্মের চেয়ে জীবনের বোধের কথা বলতে গিয়ে অকালে চাপাতিওয়ালাদের হাতে প্রান দিতে হল।
তার এই প্রান দেওয়া বৃথা যাবে না।
বাবুর প্রতি অনন্ত ভালবাসা থাকল আর তার পরিবারের প্রতি রলো একবুক সমবেদনা.. 😥 ….।।
বাবু’র জন্য ভালবাসা। অনেক অনেক মানুষের ভেতর থেকে ওয়াশিকুর বাবু’র মত পরিস্কার সাহসী মানুষ মাত্র দু একজনই অন্যের ভালোর জন্য দাঁড়ায়। বাবু’রা সত্য ও সুন্দরের বন্ধু। বাবুকে যারা খুন করেছে এবং খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা ভন্ড, অসুন্দর, মিথ্যুক, নিচ, প্রতারক, সুবিধাবাদী এবং ভালোদের শত্রু। ওদের থেকে দুরে থাকুন। কৌতুহলপ্রিয়, সত্যসন্ধানী, সংশয়ী আর জিজ্ঞাসাপ্রিয় মানুষদের জন্য বাবু আরো একখানা উজ্জ্বল বাতিঘর।
বাবুকে নিয়ে মুক্তমনায় পোষ্ট দেবার জন্য স্নিগ্ধা’কে ধন্যবাদ।
প্রিয় কাজী রহমান ভাই,
ওয়াশিকুর রহমান বাবুর বড় বোন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বাবুর পরিবার খুব কৃতজ্ঞ যে আপনারা তাদের ছোট ছেলেটাকে মনে রেখেছেন।
আমি আপনাদের বলছি,- বাবু আমার ভাই- বাবু আমার পরিবারের সন্তান। আমিই বাবু। বাবু হত্যার বিচার চাই। বাবু বেঁচে থাকবে চিরদিন।
#কথার_মৃত্যু_হয়_না
শুভেচ্ছা স্নিগ্ধা
বাবু’র একান্ত পরিবারের ছোঁয়া পেয়ে গেলাম আমরা সবাই। ওরা নিরাপদে থাকুক সেটা নিশ্চই করে চাই সকলেই। আশা করছি মুক্তমনের সব মানুষ মিলিয়ে যে সুবিশাল পরিবার রয়েছে; সেখানে সবাই থাকবে খুব কাছাকাছি; সবসময়।
আমিই বাবু। বাবু হত্যার বিচার চাই। বাবু বেঁচে থাকবে চিরদিন।
#কথার_মৃত্যু_হয়_না