আমার জন্য দোয়া কোরো প্লীজ…
আব্ধুল্লাহ-আল-মামুন
তোমরা যারা আমার কবিতা শুনছো,
তারা প্লীজ আমার জন্য দোয়া কোরো।
দোয়া কোরো যেন-
তার চুলের ছাঁয়ায় আমার আজীবন সন্ধ্যা নামে,
তার ওড়নায় ঘাম মুছে দিনের ক্লান্তি দূর হয়,
আমৃত্যু শুনে যায় তার আবেগ উদ্বেলিত কন্ঠস্বরের মধু কথা ।
ভালোবাসার অঞ্জলী সাজিয়ে তার নিস্পাপ চোখে চোখ রেখে,
তার জন্যে আজন্ম লালিত ভালবাসার শেষ বিন্দুটি দিয়ে,
তাকে তার চাইতেও বেশি ভালবাসতে পারি।
তার মমতা মাখা শাষণ আর নিস্পাপ ভালোবাসার
স্বর্গীয় মায়াজালে,
যৌবন, বার্ধ্যক্য কাটিয়ে তারই কোলে মাথা রেখে –
যাত্রা করতে পারি, অনন্তের উদ্দেশ্যে।
তোমরা যারা আমার কবিতা শুনছো,
তারা প্লীজ আমার জন্য দোয়া কোরো।
দোয়া কোরো যেন-
ঝুম বর্ষায়, বৃর্ষ্টির সাথে পাল্লা দিয়ে
তাকে ভালবেসে কাটাতে পারি।
শীতগুলো কাটাতে পারি, একই কম্বলের উত্তাপ নিয়ে,
একই মেঘ আর একই কোকিলের ডাক শুনে
যাতে আমাদের বসন্ত কাটে।
সারাদিন শরতের সাদা সাদা মেঘের ভেলা ভাসা দেখে,
কলংকিত চাদের ইর্ষা ঝলসানো আলোতে, তার
নিস্কলংক, নিস্পাপ রুপের সুধা পান করে আমার রাত্রি কাটে।
দোয়া কোরো যেন-
অফিস থেকে ফেরার পথে, তার জন্যে কেনা
লাল গোলাপটি দেখে সে আনন্দে উচ্ছলিত হয়ে
আমার বুকে এখন যেমন ঝাপিয়ে পড়ে,
আমাকে শক্ত করে ধরে
তার নিস্পাপ কন্ঠে ফিসফিস করে
ভালবাসার কথা বলে,
সারাজীবন ধরে তার জন্য লাল গোলাপ কিনতে কিনতে যেন,
পৃথিবীর সমস্ত গোলাপ তাকে দিয়ে দিতে পারি,
তার ভালবসার উস্নতা, চঞ্চলতা যাতে
সারাজীবন আমাকে উতসাহ দেয়,
আমাকে বাঁচতে শেখায়- তোমরা সেই দোয়া কোরো।
Leave A Comment