লিখেছেন – দেব মুখার্জি
মনে পড়ে সেই রক্তের নদী,
বুকের ভেতর চলছে সে স্রোত
আজো নিরবধি।
সবুজ-শ্যামল বাংলা আমার;
যেদিক তাকাই ছড়িয়ে আছে
লাশের পাহাড়।
যেদিক তাকাই শুধুই ধ্বংস।
শেয়ালেরা টানে পিতার দেহ,
ছিন্ন-ভিন্ন মাংস।
আকাশেতে উড়ছে শকুন-দল,
ভায়ের লাশখানা ধারালো নখে
ছিঁড়ে-কুঁড়ে খায়,
আর ঐ ছোট প্রিয় বোনটা
হায়েনার হাতে পালায় হয়
সে ধর্ষিত, হায়!
বেয়নটে কাটা অর্ধেক স্তন!
দেখে আজ আর বুক কাঁপে না,
কাঁদে না এ মন।
বাতাসে আজো যে লাশের গন্ধ
ভাসে। তাই আমি শোধের তরে
হয়েছি যে অন্ধ।
রক্তের শোধটা রক্তেই নেবো,
আর শরীরের দাম শরীরে।
জয় বাংলা বলে চিৎকার জুরে
বাঙালি ওঠোগো আজকে ফিরে।
দেব মুখার্জি
[[email protected]]
রক্তের মূল্য আর কত চোকাবে বাংলাদেশ? আলাউদ্দিন আল আজাদ যেমন লিখেছেনঃ
লেখককে ধন্যবাদ!
ভাল লিখেছেন দেব মুখার্জি ভাই । আপনার লেখাটি ফেইসবুক শেয়ার ও ডাঊণলোড করলাম ।
বেশ লাগলো । লেখা চালু থাক।
কবিতা টির ছন্দ বেশ ভালো এবং বাস্তববাদি
কবিতাটি সুন্দর কিন্তু ‘বাতাসে আজো যে লাশের গন্ধ ভাসে’ – এই জায়গাটায় গিয়ে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কবিতাটার সাথে মিল খুঁজে পেলাম। হয়ত কাকতালীয়।
মুক্তমনায় লেখা পাঠানোর জন্য ধন্যবাদ।