ইউটিউবের লিঙ্ক

বুনোফুলে ঘুরছে কাঠপিঁপড়ে,
কয়েকটা ফড়িং, সঙ্কর সুঘ্রান,
ঘাসডোবা স্বচ্ছ জল; আর আমি,
থেমে পড়া বৃষ্টি। ব্যস্ত প্রজাপতি।

বেশ অনেকটা দিন পরের কথা। হয়ত সন্ধ্যা,
অট্টালিকা বা শালবন, বেলী না’হয় টিউলিপ,
দূরদেশে অনাবাসে, সাগরে নয়তো-বা মরুতে,
তন্দ্রাচ্ছন্ন আমি, ঝিমুনিতে আর নষ্টালজিয়ায়
বিশ্রাম খোঁজে মন। অতঃপর, থেমে যাই হঠাৎ।
ফিরে চাই বারেবার আমার প্রজাপতি, ফড়িঙ।

ধরা বৃষ্টিতে ঐ, ভেজা বাতাসেরা ফেরে,
নিয়ে নিঃশ্বাসে কত, প্রশান্তি নবায়ন।

কাজী রহমান – বিশ্রাম

আবৃত্তিঃ কাজী রহমান