কয়েকদিন আগেই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস, যেদিন আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলেছি।  আমরা আনন্দিত যে, সেই সংগ্রামী নারীদের কথা স্মরণ করে মুক্তান্বেষার এবারের ৯ম সংখ্যা (পঞ্চম বর্ষ, ১ম সংখ্যা, জানুয়ারি ২০১২)  নারী অধিকার সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।  শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার মুখপত্র হিসেবে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। মুক্তান্বেষার এই নতুন সংখ্যাটিতে মুক্তমনার নিয়মিত ব্লগারদের অনেকের লেখাই প্রকাশিত হয়েছে । আর প্রায় প্রতিটি প্রবন্ধই না্রীদের চিন্তাভাবনা, তাদের অধিকার এবং তাদের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ব্যতিক্রমী এই সংখ্যাটি আগ্রহী পাঠকেরা আজিজ সুপার মার্কেটের তক্ষশিলা সহ অন্যান্য বুকস্টল থেকে ম্যাগাজিনটি সংগ্রহ করে নিতে পারেন।

:line:

যে রচনাগুলো নিয়ে বর্তমান সংখ্যাটি সাজানো হয়েছে সেগুলো হল –

সূচীপত্র

সম্পাদকীয় … ০৪

‘যৌন হয়রানি’, ‘যৌন নিপীড়ন’, ‘লিঙ্গভিত্তিক নির্যাতন’কে -‘না’ লীনা রহমান … ০৫ (ব্লগ)

নারী কেন শুধুই নারী রাহনুমা রাখী … ০৯ (ব্লগ)

বোরখা সংক্রান্ত কিছু বেয়াড়া প্রশ্ন সামির আহমদ আনন্দ … ১৩ (ব্লগ)

ঈর্ষার বিবর্তন এবং রুমানা মঞ্জুর উপাখ্যান অভিজিৎ রায় … ১৮ (ব্লগ)

রুমানা মঞ্জুর প্রসঙ্গ – কিছু কালো সাদা কথা বলতে চাই কাবেরী গায়েন … ২৯

আমাদের বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুরা ফরিদ আহমেদ … ৩২ (ব্লগ)

নারী উন্নয়ন নীতি ২০১১:সনদ, সংবিধান ও কোরান সুন্নাহর সমন্বয়ের ফসল?নাস্তিকের ধর্মকথা … ৪০ (ব্লগ)

জিম্মি (গল্প) ফরিদ আহমেদ … ৪৬ (ব্লগ)

তোমার ঘরে বসত করে কয়জনা কেয়া রোজারিও … ৫১ (ব্লগ)

দেশলাই কাঠির জন্য বারুদের সন্ধানে টেকি সাফি … ৫৩ (ব্লগ)

একবিংশ শতাব্দীর বাংলাদেশ শিক্ষানীতি এ এম হারুন অর রশীদ … ৫৬

রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা ড. আলী আসগর … ৬১

বিজ্ঞানে নারীদের অবদান খালেদা ইয়াসমিন ইতি … ৬৯ (ব্লগ)

শ্রদ্ধাঞ্জলি … ৭৫

:line:

ঢাকা থেকে প্রকাশিত মুক্তান্বেষা পত্রিকাটির সম্পাদনা পর্ষদে আছেন –

  • অধ্যাপক অজয় রায়
  • অধ্যাপক শহিদুল ইসলাম
  • অধ্যাপক হাসান আজিজুল হক
  • এবং অনন্ত বিজয় দাশ
  • সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান তপন, টেলিফোনঃ ০১৭১৬ ০১৫২৭০, ০১৫৫ ৬৩২৭৭৫৭
  • মুক্তান্বেষার জন্য নিয়মিত লিখুন, বিজ্ঞানমনস্ক প্রগতিশীল মনন গড়ে তুলতে সাহায্য করুন।

    মুক্তান্বেষার পূর্ববর্তী সংখ্যা গুলো পাওয়া যাবে এখানে – (১ম সংখ্যা | ২য় সংখ্যা | ৩য় সংখ্যা | ৪র্থ সংখ্যা| ৫ম সংখ্যা | ৬ষ্ঠ সংখ্যা | ৭ম সংখ্যা) । ৮ম সংখ্যা) ।

    :line:

    মুক্তান্বেষার আগামী সংখ্যার জন্য মুক্তমনা ব্লগারদের কাছ থেকে প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত লেখা আহবান করা হচ্ছে। লেখা ইউনিকোডে কিংবা বিজয়ে (সুতনী ফন্টে) পাঠানো যেতে পারে। ইমেইলে বিষয়ের ঘরে ‘মুক্তান্বেষা পত্রিকার জন্য লেখা’ বাক্যটি ব্যবহার করুন। লেখা পাঠানোর ঠিকানা – [email protected] এবং কপি করুন এই ইমেইলে – [email protected]

    :line:

    বিগত পাঁচ ধরে পত্রিকাটি বাজারে টিকে আছে মুলতঃ অধ্যাপক অজয় রায়, সাইফুর রহমান তপন সহ সম্পাদনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টা, মুক্তমনা ব্লগার মাহবুব সাঈদ মামুনের আর্থিক বদান্যতা এবং সর্বোপরি মুক্তমনা এবং মুক্তান্বেষার একনিষ্ঠ পাঠকদের অকুন্ঠ সমর্থনে। এই প্রগতিশীল পত্রিকাটিকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে প্রবাস থেকে পত্রিকাটির জন্য গ্রাহক হবার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে মুক্তমনা সদস্যদের সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। গ্রাহক হবার বার্ষিক মূল্যমান কত হতে পারে, এবং কারা কারা গ্রাহক হতে আগ্রহী এ নিয়ে দয়া করে আলোচনা করুন।