ওয়াশিকুর রহমান বাবুকে জবাই করে, কুপিয়ে হত্যা করাকে যারা সমর্থন করেছিলো তারা এখন দেশজুড়ে হেফাজতে বসবাস করে।
মানবতার পক্ষে দাড়িয়েছিল বাবু, সাধারণ মানুষের জন্য কলমে লড়েছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে বাবুকে খুন করে ফেলা হলো।
ওয়াশিকুর বাবুর দু’একটি উদ্ধৃতিঃ
– “এক সময় সবাই মানুষ ছিল। তারপর ঈশ্বরের আবির্ভাব হল; মানুষ হয়ে গেল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ………… ” ।
– ” ধর্মানুভূতি দিয়ে চাষাবাদ হয় না, উৎপাদন হয় না, শিক্ষা হয় না, গবেষণা হয় না, শিল্প-সাহিত্য হয় না। ধর্মানুভূতি দিয়ে সাম্প্রদায়িকতা হয়, দাঙ্গা হয়, লুটপাট হয়, ধর্ষণ হয়, নোংরা রাজনীতি হয়'” ।
– “স্বাধীন নয় কৃষক-শ্রমিক,
স্বাধীন নয় কথিত সংখ্যালঘু-আদিবাসী,
স্বাধীন নয় মুক্তচিন্তার মানুষ,
স্বাধীন নয় মানুষ হতে চাওয়া মানুষগুলো” ………
মুক্তমনা ব্লগের পক্ষ থেকে ওয়াশিকুর রহমান বাবু’র পরিবার, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের জন্য ভালোবাসা। মুক্ত চিন্তার জয় হোক, যুক্তি আনুক মুক্তি।
#ওয়াশিকুর রহমান বাবু
Leave A Comment