পাঠিয়েছেন: বন্যা আহমেদ
এলিয়েন নিয়ে এই দ্বিতীয় পর্বে জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্য বলছেন, এলিয়েন যদি আমাদের গ্যালাক্সিতে থেকেই থাকে তাহলে তাদের আমরা দেখছি না কেন? এই যে UFO নিয়ে এত খবর শুনি তাদের কি কোন ভিত্তি আছে?
এলিয়েনদের আবিষ্কার করার জন্য যতদিন আমাদের সভ্যতাকে বেঁচে থাকতে হবে ততদিন কি আমরা থাকবো? মহাবিশ্বের সুবিশাল অঙ্গণে পৃথিবীর মত আরো গ্রহের অস্তিত্বই কি স্বাভাবিক না? কিংবা সেখানে মানুষের চাইতেও সচেতন প্রাণীর অস্তিত্ব কি সম্ভব? অন্য গ্যালাক্সিগুলোতো অনেক অনেক দূরে, কিন্তু আমাদের গ্যালাক্সিতে কি আমাদের চাইতেও উন্নত প্রাণী বা এলিয়েন রয়েছে? চলুন জেনে নেই এই প্রশ্নগুলোর উত্তর।
.
.
.
.
এলিয়েনের প্রথম পর্বটি না দেখে থাকলে এখান থেকে দেখে নিতে পারেনঃ
ধন্যবাদ আপনাদের, অনেক তথ্যসমৃদ্ধ, আনন্দদায়ক, কৌতুহল উদ্দীপক এবং কৌতুহল নিবারক আলোচনা উপহার দেয়ার জন্য। আজকের পর্বটি অনেক গুছানো ছিলো যা চোখের, কানের, এবং মস্তিস্কের জন্য অনেক আরামদারয়ক হয়েছে।
একেবারে শুরুর প্রশ্নটি এবং তার উত্তরের যে সম্মোহনী ক্ষমতা তা যেকোন শ্রতা-দর্শককে আলোচনার শেষ পর্যন্ত নিয়ে সক্ষম।