থিংক বাংলা কুইজ : ফেব্রুয়ারি ২০২২
অভিজিৎ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকীতে থিংক বাংলা ঘোষণা করছে মাসিক কুইজ প্রতিযোগিতা।
কুইজে অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে এখানে চাপুন: https://quiz.thinkschool.org
কুইজে অংশগ্রহণের নিয়মাবলী :
১) ফেব্রুয়ারি ২০২২ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
২) প্রতি মাসের শেষ শনিবার (যেমন ফেব্রুয়ারি ২৬, মার্চ ২৬) নতুন প্রশ্ন আসবে থিংক বাংলার ওয়েবসাইটে; কুইজের ঘোষণা দেয়া হবে ফেইসবুকে, ইউটিউবে এবং ওয়েবসাইটে।
৩) উত্তর দেয়ার সময় থাকবে এক সপ্তাহ। অর্থাৎ ফেব্রুয়ারি ২৬ তারিখ যে কুইজ ঘোষণা করা হবে, তার উত্তর দেয়া যাবে মার্চের ৪ তারিখ, রাত ১১:৫৯ (বাংলাদেশ সময়) পর্যন্ত।
৪) সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত প্রথম ৩জনের জন্য থাকছে পুরস্কার
প্রথম পুরস্কার: ১০০০ টাকার বই ও সার্টিফিকেট
দ্বিতীয় পুরস্কার: ৫০০ টাকার বই ও সার্টিফিকেট
তৃতীয় পুরস্কার: ৩০০ টাকার বই ও সার্টিফিকেট
৪) বিজয়ীদের পুরস্কার পাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র/আইডি বা জাতীয় পরিচয়পত্রের ছবি পাঠাতে হবে।
৫) পরিচয়পত্রের নাম আর কুইজের ফর্মে জমা দেওয়া নাম মিলতে হবে।
৬) প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট দেয়া হবে। ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না।
৭) যদি একাধিক জন সমান পয়েন্ট পায়, তাহলে যে আগে উত্তর দিয়েছেন, তাকে আগে রাখা হবে।
৮) পরপর দুই মাস কেউ জিতলে তিনি পুরস্কার পাবেন না। তারপরের জনকে পুরস্কার দেয়া হবে। তবে তিনি ৩য় মাসে গিয়ে আবার পুরস্কার পেতে পারেন।
৯) এক ব্যক্তির একাধিক উত্তর থাকলে শুধু প্রথম উত্তর গ্রহণ করা হবে।
১০) বাংলাদেশের বাইরে থেকেও অংশগ্রহণ করা যাবে। তবে বাংলাদেশের বাইরে কেউ বিজয়ী হলে তাকে পুরস্কার পাঠানো সম্ভব নাও হতে পারে (যদিও আমরা সর্বোচ্চ চেষ্টা করব)। তবে তাকে অনলাইন সার্টিফিকেট দেওয়া হবে।
১১) বিজয়ীর আপত্তি না থাকলে তার নাম ও ছবিসহ ফলাফল প্রকাশ করা হবে।
১২) প্রশ্ন, উত্তর ও ফলাফলের ব্যপারে থিংক বাংলা প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তারা কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে বাধ্য নয়।
কুইজের ১ম পর্বের উত্তর দেয়ার সময়সীমা: মার্চ ৪, রাত ১১:৫৯ (বাংলাদেশ সময়) পর্যন্ত
Leave A Comment