পাঠিয়েছেনঃ বন্যা আহমেদ।
ভিডিও ক্লিপঃ এলিয়েন নিয়ে আমাদের আগ্রহের কোন শেষ নেই। এলিয়েনদের কি আসলেই কোন অস্তিত্ব আছে? এলিয়েনরা বহু আলোকবর্ষ দূর থেকে কি সত্যিই পৃথিবীতে এসেছিল? অনেকের ধারণা, মিশরের পিরামিড, মায়াদের পিরামিড, নাজকা লাইন্স, এলিয়েন প্রকৌশল দিয়ে বানানো হয়েছে। কিন্তু আসলে কি তাই? আবার কেনইবা আমাদের মানসে এলিয়েনদের দেখি আগ্রাসী ভূমিকায়? প্রশ্ন জাগে যে আমাদের গ্রহে আসতে হলে এলিয়েনদের কী রকম প্রযুক্তি ব্যবহার করতে হবে? চলুন জ্যোতির্বিদ ডঃ দীপেন ভট্টাচার্যের সাথে ঘুরে আসি এলিয়েন সম্পর্কিত আলোচনায়।
ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।
মতামত দেয়ার / লেখার মত জানাশোনা নেই এ বিষয়ে, আছে শুধু জানার আগ্রহ। আলোচনা উপভোগের সময় ” ব্রেইন স্টোর্ম” হচ্ছিলো।
আমরা কিন্তু চিন্তাও করছি আমাদের যতটুকু আবিষ্কার তার মধ্যে থেকে। কিছু প্রশ্ন জেগেছিলো মনে , এমনকি হতে পারেনা যে এলিমেন্ট এর সংখ্যা আরো অনেক অনেক বেশি , আরো অনেক অজানা ম্যাটার-এন্টিম্যাটারের মত কিছু থাকতে পারে, আলোর গতিই হয়তো সর্বোচ্চ গতি নয় … আমরা পদার্থ বিজ্ঞানের মাধ্যমে যে শক্তিগুলোর কথা জানি , সেগুলো ছাড়াও আরো অনেকরকমের শক্তি আছে …
অধীর আগ্রহে থাকবো পরবর্তী আলোচনা শোনার জন্য।