মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই সেই প্রাচীনকাল থেকে। তাই চাঁদ জয় করার পরপরই শুরু হয়ে যায় মঙ্গলে অভিযান। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে আমরা সশরীরে কিভাবে আসা যাওয়া করব সেটা এখনো একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে আছে, তবে তার চেয়েও বড় সমস্যা মানুষের জন্য অবসবাসযোগ্য এই গ্রহের চরম প্রতিকূল পরিবেশ। কিন্তু অজানাকে জানার এবং জয় করার বিস্ময়কর ক্ষমতা আজ বিজ্ঞানীদের মঙ্গল জয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এবং ধীরে ধীরে এই গ্রহটিতে মানব-বসতি স্থাপনের স্বপ্নও সত্যি হতে চলেছে।
মঙ্গল গ্রহে মানব বসতি কি এখনই সম্ভব? মঙ্গল অভিযান!
About the Author: বন্যা আহমেদ
গবেষক, লেখক এবং ব্লগার।
প্রকাশিত বইঃ 'বিবর্তনের পথে ধরে', অবসর প্রকাশনা, ২০০৭।
Leave A Comment