আমায় নিয়ে গল্প লিখো না।
আমি গল্প নই, আমি বাস্তবতা।
আমায় নিয়ে ছন্দ লিখো না।
আমি ছন্দ নই, জীবন্ত সত্ত্বা।
পড়ন্ত বিকেলের নিবিষ্ট
হয়ে থাকা একটুকরা যত্ন,
সাতরঙ্গের স্বপ্নে আকা রংধনু।
বিষাদ নীল গগনে
ভেসে চলা এক বিহঙ্গ।
মুক্ত চেতনায় উদ্দীপ্ত কোন শক্তি।
আমি কোন কাব্য নই।
কাব্যের সংকীর্নতা
আমায় ছোঁয়া দেয় না।
আমায় নিয়ে কাব্য লিখো না।
আমি কাব্য নই,
আমি চলমান ধারা।
হাজারো মৌলবাদের ভীড়ে,
আমি হারিয়ে যাওয়া সেই মানবতা,
যাকে চোখ মেলে দেখে না ধর্মান্ধরা।
আমি সম্পদের অট্টালিকায় হারিয়ে যাওয়া,
কিছু বিষাদ নীল সময়ের অভিজ্ঞতা।
আমি সেই অবহেলায় পড়ে থাকা
দারিদ্রের এক টুকরো হাসি।
আমি পরাজয় ভুলে জেগে উঠা,
শৃঙ্খলভাঙ্গা তারুণ্য সর্বনাশী।
আমায় নিয়ে গল্প লিখো না।
আমি গল্প নই, আমি বাস্তবতা।
আমায় নিয়ে ভেব না।
আমি আজ জাগ্রত চেতনা।
.
লিখেছেন: ইন্দিরা দাস
Leave A Comment