অন্ধ হয়ে গেলে মন ;
কিছুই দেখতে পায় না তখন।
যারে দেখবার;
সে তো নদীর অপার।

ভাবের ঘোরে;
বৃথাই ডাকি নদীরে।

মাঝি নয়;
ভেসে আসে ভয়।
আর বুঝি নেই সময়।
যতটুকু ছিল; হল না উদয়।

সন্ধ্যাবেলার বাতাস;
সংগোপনে ফেলে যায় দীর্ঘশ্বাস।