অন্ধ হয়ে গেলে মন ;
কিছুই দেখতে পায় না তখন।
যারে দেখবার;
সে তো নদীর অপার।
ভাবের ঘোরে;
বৃথাই ডাকি নদীরে।
মাঝি নয়;
ভেসে আসে ভয়।
আর বুঝি নেই সময়।
যতটুকু ছিল; হল না উদয়।
সন্ধ্যাবেলার বাতাস;
সংগোপনে ফেলে যায় দীর্ঘশ্বাস।
অন্ধ হয়ে গেলে মন ;
কিছুই দেখতে পায় না তখন।
যারে দেখবার;
সে তো নদীর অপার।
ভাবের ঘোরে;
বৃথাই ডাকি নদীরে।
মাঝি নয়;
ভেসে আসে ভয়।
আর বুঝি নেই সময়।
যতটুকু ছিল; হল না উদয়।
সন্ধ্যাবেলার বাতাস;
সংগোপনে ফেলে যায় দীর্ঘশ্বাস।
প্রতিটা লাইন খুব সুন্দর।
মাঝি নৌকা মাঝে আমায় নিলে কই
আজি নিরবে তাই ব্যথায় ব্যথিত হই
মনে হচ্ছে ভুল করে, আপনি এখানে মন্তব্য করে ফেলেছেন। তবুও নৌকায় উঠার আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জনাব মনু মিয়া।
যেইখানে তোর সারা বেলা কাটে
সেইখানে আমি কই?
হাতড়ায়ে কভু পাবি কি-রে সখি
মনের মাঝে যে রই।।
বাঃ! চমৎকার বললেন, আগের মতোই।
অন্ধত্বর আস্থা নেই, তবুও অন্ধ।