লেখক: মাসুদ সজীব
আমি খাপ খাইনি
বুকের মানচিত্র ঢেকে দেওয়া জামার বোতামে
পদচিহ্ন মুছে দেওয়া জুতোর বাহারি ডিজাইনে।
এমনকি আমি খাপ খাইনি
সুগন্ধিভরা কোন সুদৃশ্য বোতলে।
একাশ্বর প্রেমিকার শীতল চুম্বনে
কিংবা গভীর কোন আলিঙ্গনে
আমি চিরকাল অনাস্থা রেখেছি সযতনে।
দল থেকে উপদলে, সংঘ থেকে সমাজে
কোথাও আমি খাপ খাওয়াতে পারিনি
নিজেকে আপোসের চাদরে ঢাকতে হবে বলে।
ব্যর্থ হতে চেয়েছিলাম বলেই
আরোপিত বিশ্বাস কিংবা প্রথাগত শ্রদ্ধাবোধে
আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এক জীবনে।
আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন
ছিলো অবিশ্বাসের মেঘে ঢাকা দমকা হাওয়া।
যে হাওয়া স্থির নত হতে শিখায় না,
মানিয়ে নেওয়ার সূত্র মুখস্থ করায় না।
আমি তাই অমিমাংসিত ভাগফল
আমার ভেতর জ্বলতে থাকে অনন্ত অনল।
এক কথায় অসাধারণ।
আপনার কবিতাটি ভাল লেগেছে।
ব্যর্থ হতে চেয়েছিলাম বলেই
আরোপিত বিশ্বাস কিংবা প্রথাগত শ্রদ্ধাবোধে
আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এক জীবনে।
যে হাওয়া স্থির নত হতে শিখায় না,
মানিয়ে নেওয়ার সূত্র মুখস্থ করায় না।
আমি তাই অমিমাংসিত ভাগফল
আমার ভেতর জ্বলতে থাকে অনন্ত অনল।
দারুণ অনুভূতি। আমার ও ।