একের পর এক নাস্তিক, মুক্তমনা ব্লগার, লেখক, প্রকাশ, সংস্কৃতিকর্মী, মানবাধীকার কর্মী, সচেতন মানুষদের নিয়ম করে হত্যা করা হচ্ছে বাংলাদেশে। একদিকে ইসলামি জঙ্গিদের চাপাতির আক্রমণ অন্যদিকে সরকারের হত্যার ব্যাপারে উদাসীনতা, নিহতকে দায়ি করে মন্তব্য প্রদান, ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে উলটো আক্রান্তকে আরও বেশি আক্রান্ত করা আজ বাংলাদেশের প্রতিটি দিন। মুক্তমনা লেখক নাস্তিকের ধর্মকথা বাংলাদেশের নিহত, আক্রান্ত মুক্তমনা মানুষদের কথা, তাদের উপর হামলার কারণ, সরকারের দায়হীনতা নিয়ে তৈরি করেছিলেন তথ্যচিত্র “রেজর’স এজ”। তথ্যচিত্রটি ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় ‘সিটিজেন জার্নালিজম’ বা নাগরিক সাংবাদিকতা বিভাগে পুরস্কার জিতেছে। ডয়চে ভেলের ওয়েবসাইটে বলা হয়েছে-
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় এ বছর চারটি ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে৷ সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে বব্সের জুরিমণ্ডলী চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন৷ প্রতিযোগিতার ‘সিটিজেন জার্নালিজম’ বা নাগরিক সাংবাদিকতা বিভাগে পুরস্কার জিতেছে ব্লগার হত্যা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘‘রেজর’স এজ৷” বাংলাদেশে মুক্তমনাদের উপর ক্রমাগত হামলা নিয়ে তৈরি ভিডিও তথ্যচিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে৷
চরম নিরাপত্তাহীনতার মুখে দেশ ছাড়া ‘নাস্তিকের ধর্মকথা’ পুরষ্কার লাভের পর ডয়চে ভেলকে বলেছেন-
ডকুমেন্টারিটি আমাদের কাছে, কেবলই একটি ডকুমেন্টারি বা শিল্প প্রচেস্টা নয়, বরং অ্যাক্টিভিজমের মাধ্যম৷ বর্তমানে বাংলাদেশে যেভাবে একের পর এক মুক্তমনা, নাস্তিক, সেক্যুলার লেখক, ব্লগার, প্রকাশক হত্যার মহোৎসব শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটকে আমরা তুলে ধরতে চেয়েছি এর মাধ্যমে৷
রেজর’স এজ নিয়ে পড়ুন মুক্তমনায় নাস্তিকের ধর্মকথার লেখা।
মুক্তমনা পরিবারের পক্ষ থেকে নাগরিক সাংবাদিকতা বিভাগে জুরি পুরষ্কার অর্জন করায় নাস্তিকের ধর্মকথাকে অভিনন্দন। মুক্তমনা ইউটিউবে চ্যানেলে থাকা তথ্যচিত্রটির অনলাইন সংস্করণ দেখুন-
অনেক অনেক অভিনন্দন।
সাবাস! এগিয়ে যান।
অভিনন্দন
মুক্তচিন্তা এভাবেই এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। নাস্তিকের ধর্মকথাকে অনেক অনেক অভিনন্দন।
মন্তব্য…মুক্তচিন্তা এভাবেই এগিয়ে যাবে আর বিশ্বকে জয় করবে এটাই প্রত্যাশা । নাস্তিকের ধর্মকথাকে অনেক অনেক অভিন্দন।
অভিনন্দন— অভিনন্দন এবং অভিনন্দন।
:yahoo:
এমন করেই এগিয়ে যাবে মুক্তচিন্তা। অনেক অনেক অভিনন্দন।
আন্তরিক অভিনন্দন!!
নাস্তিকের ধর্মকথা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
নাস্তিকের ধর্মকথাকে অভিনন্দন।