জার্মানির রাজধানী বার্লিনে দ্য বব্সের বিচারকমণ্ডলীর বৈঠকের পর ডয়চে ভেলেকে দেয়া বন্যা আহমেদের সাক্ষাৎকারটি মুক্তমনা পাঠকদের আলোচনার জন্য এখানে পোস্ট করা হলো।
ডয়চে ভেলেকে দেওয়া বন্যা আহমেদের সাক্ষাৎকারের ভিডিও
About the Author: মুক্তমনা সম্পাদক
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
স্বাধীন দেশে পরাধীন নাগরিকের মতো সব দেখেও না কানার ভান করছি। সব শুনেও বধিরের মতো থাকছি। পুলিশই যেখানে বিভ্রান্তি ছড়ায় সেখানে বিচার চাওয়া প্রহসন ছাড়া আর কি!
অসাধারন যৌক্তিক কথায় ভরপুর ওনার কথাগুলো