পৃথিবীর এই প্রান্তে যখন রাতের খাবার শেষে বিছানায় যাবার প্রস্তুতি নিচ্ছে প্রায় সবাই, ঠিক সেই সময়টাতে পৃথিবীর অন্যপ্রান্তের এক শ্যামল ভূমিতে, নিজের জান বাঁচানোর জন্য বনপোড়া হরিণীর মতো ঘাস মাড়িয়ে প্রাণপনে ছুটে চলেছে এক আহত, আতংকিত এবং রক্তাক্ত যুবক। তাকে ধাওয়া করে আসছে মৃতুর মতো কালো পোশাক পরা চার যমদূত। শুধু পোশাকই কালো নয় তাদের, কালো কাপড়ে ঢাকা তাদের মুখ, খোলা চোখে কুৎসিত জিঘাংসা। হাতে ঝিলিক দিচ্ছে রক্তমাখা চাপাতি। এ রক্ত পলায়নপর যুবকেরই দেহ থেকে নিঃসৃত। প্রথম সাক্ষাতেই পলায়নপর এই যুবকের গায়ে নির্দয়ভাবে চাপাতি চালিয়েছিলো যমদূত যুবকেরা। আহত যুবক পঞ্চাশ, ষাট গজ ছুটেই থমকে দাঁড়ায়। সামনে পুকুর। সাঁতার জানে না সে। পানিকে তার আজন্ম ভয়। এই ভয় পিছনে ধাবমান মৃত্যুদূতদের চেয়েও বেশি। পানির মধ্যে ঝাঁপ দেবার চেয়ে নিজেকে এদের হাতেই তুলে দেওয়াটাই শ্রেয় ভেবে নেয় সে। উপায়হীনতার কাছে পরাস্ত হয়ে অসহায় আত্মসমর্পণ করে সে। ঘাতকদের ধারালো চাপাতি অতি নির্মমভাবে একের পর হামলে পড়ে তার নধর দেহে। হাঁটু ভাঁজ করে ঘাসের উপর পড়ে যেতে যেতে যুবকের একবার হয়তো মনে পড়ে যায় প্রিয় দাদার কথা। তার মতোই চাপাতির আঘাত নিয়ে তিনিও চলে গেছেন এই ভূবন ছেড়ে। সামান্য সময়ের ব্যবধানে একই দৃশ্যের যেনো পুনরাবৃত্তি ঘটে চলেছে তার দাদা আর তার জীবনে।
যে ভয় এবং আতংক, যে দুঃশ্চিন্তা এবন দুঃস্বপ্ন তাকে প্রতিনিয়ত জাগিয়ে রাখতো রাত্রিবেলায়, আজ তার সবকিছুই বাস্তব হয়ে দেখা দিয়েছে। বিকারহীন এক অসহায় প্রতিবাদহীনতায় সে মেনে তার এই নিষ্ঠুর এবং অনিবার্য নিয়তিকে। ভুল সময়ে, ভুল মানুষদের মাঝে জন্মানোটা শুধু অপরাধই নয়, বিশাল এক পাপও বটে।সেই পাপের প্রায়শ্চিত্ত করেই সে আজ অকালে বিদায় নিচ্ছে এই সুন্দর পৃথিবী থেকে, তার প্রিয় মাতৃভূমি থেকে, তার প্রিয়তম কমলালেবুর সুবাসমাখা আদিভূমি থেকে। এই বিদায়ে অনন্ত আক্ষেপ আছে, আছে অনন্ত জিজ্ঞাসা, নেই শুধু অন্তিম সময়ের করুণ আর্তনাদ এবং অস্ফুট বিলাপ।
মাত্র আড়াই মাস আগে যখন বইমেলা থেকে ফেরার পথে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জনারণ্যে নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় বিজ্ঞান লেখক ও যুক্তিবাদী মানুষ অভিজিৎ রায়কে, তখনই শোকের সাথে সাথে অনন্তের শিড়দাঁড়া দিয়ে ভয়ের শীতল স্রোত নেমে গিয়েছিলো। শুধু অনন্তের একারই নয়, এই অনুভূতি হয়েছিলো সকল বাংলাদেশি যুক্তিবাদী লেখকেরই। এর পর মাত্র এক মাসের মাথায় যখন দিনে দুপুরে অসংখ্য মানুষের সামনে চাপাতি দিয়ে কোপানো হলো, হত্যা করা হলো ওয়াশিকুর রহমান বাবুকে, তখন সেই ভয় রূপান্তরিত হলো প্রবল আতংকে। সেই আতংকে কেউ কেউ লেখা ছেড়ে দিয়েছে, কেউ কেউ ছদ্মনামের আড়ালে চলে গেছে, আবার কেউ বা প্রবল ঔদাসিন্যে অনিয়মিত হয়ে গেছে লেখালেখির জগতে।
অনন্তও এর ব্যতিক্রম কেউ না। অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান বাবুর হত্যা পরবর্তী আতংকে আক্রান্ত হয়েছিলো সেও। জানতো, সে নিজেও নিরাপদ নেই এই ঘূর্ণিময় অশান্ত সময়ে। সে কারণে নিজেকে যতোখানি পারা যায় গুটিয়ে এনেছিলো সে। এক প্রকার পলাতক জীবনই যাপন করছিলো সে। কিন্তু, এই জীবনতো কোনো মানুষের নয়। প্রতি মুহুর্তে অস্বাভাবিক মৃত্যুর ভয় আর আতংক নিয়ে সুস্থভাবে বেঁচে থাকা যায় না। কাজেই, অনন্তও স্বাভাবিকভাবেই চেষ্টা করছিলো যত দ্রুত সম্ভব বিদেশে চলে আসার জন্য। এতে করে প্রাণপ্রিয় দেশ হারাবে সে, হারাবে প্রাণের প্রিয় বাবা-মা, ভাই-বোনকে, তারপরেও তো অন্তত স্বস্তির একটা নিঃশ্বাস নিতে পারবে, পারবে মুক্ত বাতাসে মুক্তভাবে বেঁচে থাকতে। এই ভাবনা থেকেই বাইরে চলে আসার জন্য জোর চেষ্টা নিয়েছিলো সে। নানা জায়গায় লেখালেখি করেছে এর জন্য। নানা লোককে বলেছে সুপারিশপত্র লিখে দিতে। এর মধ্যেও আমিও একজন।
অনন্তর হয়ে মুক্তমনার মডারেটর হিসাবে ইন্টারন্যাশনাল হিউমানিস্ট এন্ড এথিক্যাল ইউনিয়নের (IHEU) ডিরেক্টর অব কম্যুনিকেশনস বব চার্চিলকে একটা সুপারিশনামা লিখেছিলাম আমি। সেখানে উল্লেখ করেছিলাম যে, বিদ্যমান পরিস্থিতিতে সে বাংলাদেশে থাকা অত্যন্ত অনিরাপদ বোধ করছে এবং নিজেকে বাঁচিয়ে রাখতে নানা গোপন স্থানে থাকতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে আইএইচইইউ যেনো তার জন্য কিছু করে, যাতে সে দেশ ছেড়ে পশ্চিমা বিশ্বের নিরাপদ এলাকায় চলে আসতে পারে। আইএইচইইউ আমাকে আশ্বস্ত করেছিলো এই বলে যে, তারা তাদের সাধ্যের মধ্যে যতোটুকু আছে, ততোটুকু তারা করবে। আমার এই সুপারিশপত্রের কথা জানতে পেরে দারুণ খুশি হয়েছিলো অনন্ত। আমাকে একটা ব্যক্তিগত মেইলে লিখেছিলো, “ফরিদ ভাই, বব চার্চিলকে মেইলটি পাঠানোর জন্য আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। জানি না, আমার আবেদন IHEU এক্সেপ্ট করবে কিনা আদৌ, কারণ এখানে খুবই সীমিত সংখ্যক কোটা রয়েছে আর বিশ্বের বিভিন্ন দেশ থেকেই সহস্রাধিক আবেদন জমা পড়ে IHEU-এর কাছে। তথাপি চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়।“
এই দেখা যাক এর চুড়ান্ত পরিণতি এখন কী হয়েছে, তাতো আমরা সকলে দেখতে পাচ্ছি। চেষ্টা, অপেক্ষা সবকিছুর অনেক উর্ধ্বে সে এখন চলে গিয়েছে সবাইকে ফাঁকি দিয়ে।
অথচ, এই ছেলেটাই কী অসীম সম্ভাবনা নিয়েই না শুরু করেছিলো। মুক্তমনার একেবারে প্রথম দিকের লেখক সে। মাত্র ঊনিশ-বিশ বছরের বাচ্চা একটা ছেলে সে তখন। বয়সে বাচ্চা হলেও লেখালেখিতে বিন্দুমাত্র তার ছাপ ছিলো না কোনো। খুবই পরিণত এবং খুবই গুরুগম্ভীর তথ্যবহুল লেখা লিখতো সে। এধরনের লেখা লিখবার জন্য অনেক ধৈর্য, পরিণত মস্তিষ্ক আর প্রচুর পরিমানে পড়াশোনার প্রয়োজন। এতো অল্প বয়সে এগুলো সে কীভাবে অর্জন করেছিলো, সেটা এক বিস্ময়ই ছিলো আমাদের জন্য।
শুধু লেখালেখি নয়, একই সময়ে সে যুক্তিবাদ প্রসারের জন্য মাঠেও নেমে পড়ে সে। নানা ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম একটা কাজ ছিলো ‘যুক্তি’ নামের ষান্মাসিক একটা অসাধারণ মানের প্রগতিশীল পত্রিকা বের করা। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলো সে। ‘যুক্তি’ যাঁরা পড়েছেন, তাঁরা জানেন কীরকম অসাধারণ মানের একটা পত্রিকা ছিলো সেটি। সমস্ত ধরনের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলো যুক্তি। অনন্ত-র এই সমস্ত যুক্তিবাদী কর্মকাণ্ড এবং মুক্ত-চিন্তাকে সমাজের সর্বস্তরে সরিয়ে দেবার প্রচেষ্টাকে সম্মান জানানোর জন্য ২০০৫ সালে মুক্তমনা তাকে র্যাশনালিস্ট পুরস্কার দেয়।
এরকম একজন মেধাবী যুবককে, যার দেশকে, সমাজকে দিয়ে যাবার কথা ছিলো অসংখ্য কিছু, কয়জন ঘাতকের চাপাতির আঘাত নিয়ে বিদায় নিতে হলো অকালে। অনন্ত শুধু একা নয়, একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেরা মানুষগুলোকে বিদায় করছে মৌলবাদী জঙ্গী গোষ্ঠী। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ, মৃত্যুর মিছিল ক্রমশ বাড়ছেই।
বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে, সেটা এবং বাংলাদেশ সরকারের এইসব হত্যাকাণ্ডকে তেমনভাবে গুরুত্ব না দেবার প্রবণতা, এই দুইয়ে মিলে, একদিন আমাদেরকে জাতি হিসাবে পঙ্গু করে দেবে। আমাদের বুঝতে হবে যে, অসংখ্য মৌলবাদী জঙ্গী দেশের কোনো কাজেই আসবে না। কিন্তু যে মানুষগুলোকে এরা মুরগি কাটার মতো করে কেটে ফেলছে, তারা সবাই একেকজন সোনার টুকরো মানুষ। অকাল এবং অপঘাত মৃত্যুর কারণে শুধু এরাই যে হারিয়ে যাবে তাই নয়, মুক্ত-চিন্তার জায়গাটাতে ভবিষ্যতে আর কেউ আসতেই সাহস করবে না। আলোর শেষ রশ্মি নিভে যাবে, অন্তহীন এক অন্ধকার জগতে পতিত হবে দেশ এবং জাতি। সেই অন্ধকার থেকে মুক্তি পেতে আমাদের হয়তো অপেক্ষায় থাকতে হতে পারে কয়েক যুগ, কয়েক শতাব্দী। মৌলবাদীরা ঠিক এই কাজটাই করতে চাইছে আমাদের সমাজটাকে নিয়ে। আলোর থেকে দূরে সরিয়ে নিয়ে, পিছন দিয়ে হাঁটিয়ে, নিয়ে যেতে চাইছে অন্ধকার কোনো ভূবনে।
অনন্ত-র মতো যুবকেরা যে অনন্ত সম্ভাবনা নিয়ে আসে আমাদের জন্য, সেটাকে পরম মমতায় কাজে লাগানো উচিত আমাদের। আমাদের উচিত তাদেরকে এমন একটা নির্ভাবনাময় পরিবেশ দেওয়া, যেখানে তারা সতত ফুল হয়ে ফুটতে পারবে। তার বদলে যদি এদেরকে নিশ্চিহ্ন করে দেবার সুযোগ দেই, তবে অনন্ত আক্ষেপে পোড়া ছাড়া আর কোনো গতি নেই আমাদের। এই অনন্ত-র ক্ষেত্রে আক্ষেপে পুড়েছি আমরা, আত্মগ্লানিতে ভুগেছি, আত্মকষ্ট পেয়েছি। আর যেনো কখনো এমন না হয়, সেই প্রতিশ্রুতি থাকুক আজ এ’বেলায়।
A thoughtful writng
হত্যা কোন সমস্যার সমাধান হতে পারে না বরং আরও সমস্যা বৃদ্ধি করে।
আপনি যদি মনে করেন যে আপনার চিন্তা, ধারনা, বিশ্বাস সঠিক এবং আপনি যদি চান যে মানুষ আপনার শিক্ষায় শিক্ষিত হক তবে তা মানুষকে জানান, বোঝানোর চেষ্টা করুন। যদি আপনি বুঝাতে ব্যর্থ হন তবে নতুন যুক্তি নিয়ে আবার বোঝানোর চেষ্টা করুন। যে বোঝে না তাকে বার বার বোঝান। (খারপ ছাত্রদের পড়ানোর জন্য শিক্ষকরা এই কৌশল প্রয়োগ করে)
কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না। আপনার সে অধিকার নেই। তাকে হত্যা করার মাধ্যমে আপনি আপনার দর্শন প্রতিষ্ঠা করার একটা সুযোগ হারালেন এবং আপনি ব্যর্থ, অকৃতকার্য এবং কাপুরুষ তা প্রমান করলেন। শুধু তাই নয় এর অর্থ আরও আপনার চিন্তা, ধারনা, বিশ্বাস যে ভুল এবং মিথ্যা তা নিজে প্রমাণ করলেন।
আর একটা কথা, সত্য সব সময়ই সত্য। তাকে কখনো চাপা দিয়ে রাখা যায় না এবং কে তাতে বিশ্বাস করল বা না করল তাতে সত্যের কিছু যায় আসে না। আপনার বিশ্বাসে যদি আপনার বিশ্বাস থাকে তবে তাতে কাউকে জোর করার দরকার নাই। তা একদিন না একদিন অবশ্যই সকলের সামনে উন্মচিত হবে। বিশ্বাস রাখুন নিজের বিশ্বাসে, যুক্তি দিয়ে তা মানুষের সমানে উপস্থাপন করুন কাউকে হত্যা করে নয়। জয় আপনারই হবে।
Salute those believers who believe his belief.
যে লেখা পড়তে পড়তে চোখ ভিজে যায় – সে লেখা লিখতে গিয়ে লেখককে যে কী পরিমাণ কাঁদতে হয়েছে তা লেখক জানেন। স্বাভাবিক মৃত্যুর সান্তনা থাকে। কিন্তু এটা কী হচ্ছে বাংলাদেশে? তাদের ইচ্ছে হলো আর খুন করে ফেললো! কোন বিচার হলো না!! হবার সম্ভাবনা যে নেই সেটাও আমরা সবাই বিশ্বাস করে ফেলছি চরম বাস্তবতায়। অনন্ত থাকবে আমাদের মাঝে তার কাজ ও রচনার মধ্যদিয়ে। কিন্তু এভাবেই কি চলতে থাকবে? মুক্তমনারা এক এক করে তাদের চাপাতির শিকার হয়ে মরতে থাকবে? আর রাষ্ট্র মাথা নিচু করে হত্যাকারির তোষকদের দোয়া নিতে থাকবে?
তবুও কলম চলুক।
গত কয়েক বছর থেকে আমি মুক্ত চিন্তা করতে শিখেছি। অবশ্য এর জন্য আমার কয়েকজন বন্ধুর অবদান রয়েছে অনেক। তারা এখনো হয়তো জানে না যে, মুক্ত মনা নামের ব্লগ আছে। আমিও জানতাম না। জানার আগেই অভিজিতের লেখা বিশ্বাস ও বিজ্ঞান বই পড়েছি এখনো পড়ি। আমি বুঝেছি, মানুষের চিন্তা কতটা মুক্ত হতে পারে। মনের অজান্তেই মনে স্থান করে নিয়েছিল অভিজিত। যেদিন উনার জীবনের এমন ঘটনার খবর পেলাম, জানি না কেমন লেগেছিল, তবে এটুকু মনে হয়েছিল যে, নিজেকে খুব একা বোধ করছিলাম, আর বন্দি মনে করছিলাম। ধিক্কার দিচ্ছিলাম ধর্ম আর অস্ত্র হাতে এসব ধার্মিকদের। যারা ধর্মের কলংক।
আজকের মানুষ মনীষাদৃপ্ত , প্রজ্ঞাসমৃদ্ধ মানুষ। আজ সে দ্রুত পদবিক্ষেপে সমস্ত ভাবজড়তার বাধা ছিঁড়ে এগিয়ে চলতে চাইছে। আজ আর সে কোন সুবিধাবাদের বিভ্রান্তির জালে ধরা পড়বে না। পূর্ব আকাশে নতূন মানবতার অরুণালোক তার চোখের পাতায়,তার মর্মতন্ত্রীতে রঙ্ বুনতে শুরু করেছে । যারা এতদিন মানুষকে ভাব জড়তায় আটকে ‘ রাখার স্বপ্ন দেখেছিল তাদের দিন শেষ হয়ে এসেছে–তাদের সুখস্বপ্ন ভেঙে্ যাচ্ছে । বুদ্ধিদৃপ্ত সমস্ত মানুষকে আজ আহ্বান জানিযে বলি,তোমরা সাহসের সঙ্গে এগিযে চলো।মানবতা তোমাদের অপেক্ষায় বসে’আছে।তোমরা তাকে শীর্ষ মহিমায় প্রতিষ্ঠিত করো।
শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
আমরা ধীরে ধীরে পঙ্গুত্বের দিকেই এগুচ্ছি।
ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নহে, এই কথাটা গত কয়েকদিন লিখতে লিখতে ক্লান্ত । কথা হলো, সব ব্যাধিরই নিরাময় আছে কিন্তু ইসলাম ব্যাধি আপাতঃ অনিরমেয় বলে মনে হচ্ছে। কী বিপুল প্রাণের কি ভীষণ অপচয়। শুধু কোরআন নয় সব ধর্মগ্রন্থগুলোই চূড়ান্ত হত্যা জিঘাংসায় ভরা, আধুনিক মানুষ হিসেবে কোনটুকুকে ধারণ করতে হবে ধর্মবিশ্বাসীরা সেটা সম্পূর্ণ বিস্মৃত হয়ে শুধু গলাকাটার খেলা খেলছে। আমরা দর্শক, গ্যালারিতে বসে খেলা দেখছি এবং অনেকখানি অনুভূতিশূন্য হয়ে যাচ্ছি। দিনকে দিন। সত্যি কথা। অভিদা’র মৃত্যু যতো বেশি ভেঙ্গেচুরে দিয়েছিলো, বাবুর মৃত্যু ততোটা নয়, আবার এই অনন্ত বিজয় এর মৃত্যুতে আমরা সবাই কেমন পাথর হয়ে গেছি। সবাই জানি, কোনো বিচার হবেনা, প্রহসন হবে। আবারঅ একটা মৃত্যুর জন্য অপেক্ষা। বা আশংকা।
রক্তপিপাসা এমন জিনিস – সহজে শেষ হয়না।
যত দিন যাচ্ছে তত আরো বেশী করে অভিজিৎ দার অভাব অনুভব করছি … এর সাথে নতুন নতুন অভাব বোধ যোগ হচ্ছে আর আমাদের দায়িত্ব বেড়ে যাচ্ছে হাজার গুন …
আমাদের শক্ত থাকতেই হবে …
আমাদের যুদ্ধ চালিয়ে যেতেই হবে ……………………………
বর্তমান সরকার বাংলাদেশকে ধীরে ধীরে একটি ইসলামিক বিপ্লবের দিকে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে ।
রাজনৈতিক মেরুদণ্ডহীনতা আর বিভৎস নষ্টামিতে পচে যাচ্ছি আমরা। হারিয়ে যাচ্ছে আমাদের মেধা, বাঙলাদেশ ক্রমাগত ভাগাড়ে পরিণত হচ্ছে।
বহু আগে পোঁতা সর্বগ্রাসী আগাছার বীজে কেউ জল দিয়েছে সযত্নে, কেউ বা পরিণতি না ভেবেই। সেই বীজ ফেটে বের হওয়া চারা গাছটি কেউ রক্ষা করেছে আড়াল দিয়ে, কেউবা আবার শিকড় সমেত উপড়ে ফেলার সুযোগ পেয়েও স্বার্থ-সিদ্ধির লালসায় এড়িয়ে গেছে অবশ্য-কর্তব্য। আমাদের মাটির প্রাণরস শুষে চারা গাছ বড় হয়ে এখন ডালপালা মেলেছে, ছড়িয়ে দিচ্ছে প্রাণঘাতী বিষফল। অনেক দেরী হয়ে গেছে; হয়তো এখনও সময় আছে কিছু করার; হয়তো নেই, এই বিষফলের বিষ থেকে আমাদের কারও নিস্তার নেই।
আমি ক্লাস সেভেন থেকে মুক্তমনা পরছি। অভিজিৎ রায়, অনন্ত বিজয় এদের হৃদয় দিয়ে ভালবাসতাম। আমি লুকিয়ে লুকিয়ে মুক্তমনা পড়েছি।
রাতে ঘুমাই নি। আমি জানি না আমি কে!
আমি এখন জানতে চাই। আমি জীবন কে বুঝতে শিখেছি। আপনাদের জন্য।
আমি বিশ্বাস করি অভিজিৎ – বিজয় রা মরে না।
আমার খুব কান্না পেয়েছিল অভিজিৎ রায়ের মৃত্যুতে।
আমি SSC পরীক্ষার হলে বসে আমার সুপার হিরোর কথা ভেবেছি।
এবার SSC দিলাম।
মনে হচ্ছে আমার লিখতে হবে।
ভাবতেই অবাক লাগে আপনি আর কখনো অভিজিৎ রায়ের সাথে একত্রে বই লিখবেন না।
আমি যদি আপনাদের বই না পড়তাম, তাহলে আমার পৃথিবী আজও অন্ধকারে থাকতাম।
আমি আর কি বলবো?
আমি আরও অনেক কিছু বলতে চাই।
ওরা কয়টা অভিজিৎ মারবে শুনি!
মুক্তমনার সকল লেখকের জন্য ভালবাসা…