চৌদ্দ
রণাঙ্গন থেকে ঘরে ফেরা
১৬ ডিসেম্বর, ১৯৭১, শুক্রবার । সেদিনের আকাশ, বাতাস, সবকিছুই যেন অন্যরকম লাগছে । এমনকি সূর্যের আলোও যেন অধিকতর রক্তিমাভা ধারণ করেছে । আহা কি আনন্দ আকাশে বাতাসে-বলে নাচতে ইচ্ছা করছে আলমের । রাস্তায়, রাস্তায় ও রাস্তার দু’পার্শ্বে বিভিন্ন ভবনের ছাদে মানুষের উদ্বাহু নৃত্য ও আনন্দ-উল্লাস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ, জনতার অপ্রতিরোধ্য ঢল দেখতে দেখতে বাড়ির দিকে রওয়ানা দেয় আলম। । এত লোকের ভিড়ে আলমকে তেমন কেউ চিনতে পারছে না। পরিচিত যাদের সাথে পথ চলতে তার দেখা হল, তাদের অনেকেই জানে না আলম মুক্তিযুদ্ধে গিয়েছে কিনা। পরিবার পরিজনের কাছে ফিরে আসার আকুলতা দ্রুত পদবিক্ষেপে আলম কর্ণফুলীর তীরের রেল লাইন ধরে বাড়ির দিকে হেটে চলেছে-রাস্তায় কোন বাহন নেই। কখনো কখনো সে উল্লসিত জনতার মিছিলে মিশে যাচ্ছে। নৌ-ঘাটি থেকে ৯ নং হয়ে কৈল্লার হাটের রাস্তা ধরে আলম বাড়ির দিকে রওয়ানা দেয়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরিবেশ-পরিস্থিতির কী অদ্ভূত পরিবর্তন লক্ষ্য করে আলম । মাত্র একদিন আগেও গুপ্তখালের মুখে পানিতে কাঁটাতারের বেড়া, রাস্তার মুখে পাকসেনাদের চেকপোস্ট, বার্মা ইস্টার্ন লিঃ (বর্তমান পদ্মা অয়েল কোম্পানী লিঃ ) এর হাউজিং কলোনীর খেলার মাঠে ভূ-গর্ভস্থ জল্লাদখানা, সব মিলিয়ে এ এলাকা ছিল ভয়ঙ্কর আতঙ্কের জনপদ। অথচ একদিনের ব্যবধানে কেমন যেন হয়ে গেছে সব। কোন ভয়ভীতি নেই আজ কারো মনে। পাকসেনাদের সকল চেকপোস্ট, গার্ডরুম, অস্থায়ী ক্যাম্প সবই শূণ্য পড়ে আছে। পড়ে আছে তাদের কিছুক্ষণ পূর্বে ব্যবহৃত তৈজসপত্র, আধপোড়া সিগারেট, বিভিন্ন পানীয়ের বোতল ।শুধু হাওয়া হয়ে গেছে পাকসেনারা। সবাই আশ্রয় নিয়েছে নিকটস্থ নেভেল বেইজে। কৈল্লার হাট অতিক্রম করে আলম যখন বার্মা অয়েল কোম্পানীর সংলগ্ন সড়কে ওঠল, তখন সে দেখতে পেল সামনে থেকে একটি মিছিল আসছে শ্লোগান দিতে দিতে। এরা আলমের এলাকার লোক। আলম ভাবল অনেক পরিচিত মুখ সে এখানে দেখতে পাবে। মিছিলটি যখন কাছে আসল, তখন আলম ঠিকই দেখল মিছিলে অংশগ্রহণকারী প্রায় সকলেই তার এলাকার অধিবাসী। সবচেয়ে পরিচিত লোকটি মিছিলে শ্লোগান দিচ্ছিল । আলমের দূর সম্পর্কের মামা। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা, যার ভয়ে এলাকার মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয় স্বজনেরা প্রায় তটস্থ থাকত। আলম মুক্তিযুদ্ধে গিয়েছে কিনা সেটা জানার জন্য সে আলমের বাবাকেও বহু জেরা করেছে, ভয় দেখিয়েছে। তার কণ্ঠে বুলন্দ আওয়াজে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান আলমের কাছে কেমন যে বিসদৃশ লাগছে। শশ্রুমণ্ডিত আঝানুলম্বা আলখাল্লা পরা লোকটিকে কেমন যেন ভাঁড়ের মত দেখাচ্ছিল। আলম যত মিছিলের নিকটবর্তী হচ্ছিল, ঐ বৃদ্ধ শ্লোগান দাতার হস্ত সঞ্চালনের সাথে সাথে তার কণ্ঠের আওয়াজ ও বৃদ্ধি পাচ্ছিল। শ্লোগানদাতার চোখেমুখে অপরাধবোধের এক ধরনের ভয়ার্ত অভিব্যক্তি আলম স্পষ্ট দেখতে পাচ্ছিল। এক সময় নাতিবৃহৎ মিছিলটি আলমকে অতিক্রম করে চলে গেল। বাড়ির খুব সন্নিকটে পৌছে আনন্দ বেদনার এক মিশ্র প্রতিক্রিয়া আলমকে আচ্ছন্ন করে ফেলল।
বাড়ির ঘাটায় পৌঁছতেই কে যেন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠল-আ-ল-ম এসেছে-রে। বাড়ির আবাল-বৃদ্ধ-বনিতা যেন এমন একটি মুহুর্তের জন্য অপেক্ষা করছিল। হৈ হৈ রৈ রৈ করে সবাই বাড়ির ঘাটায় এসে আলমকে ঘিরে ধরল। সর্বাগ্রে আলমকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ওঠল আলমের বড় বোন। একে একে তার বাবা, মা, দাদী, ছোটবোন, ছোট ভাইসহ বাড়ির সবাই তার সাথে কোলাকুলি করল। ক্রমে এলাকার লোকজনও তাকে দেখার জন্য তার বাড়িতে জড়ো হতে লাগল। আলম জানতে পারল, তাকে ধরার জন্য তার বাড়ি ঘেরাও করে তার যে চাচাকে পাঞ্জাবীরা ধরে নিয়ে গিয়েছিল, তিনি এখনো ফিরে আসেন নি। তাই আনন্দ বেদনার এক মিশ্র প্রতিক্রিয়ার স্থানুর মত দাঁড়িয়ে কেবল অভ্যাগতদের সাথে কোলাকুলি করছে আলম।
স্বাধিকার আন্দোলনে পথ বেয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ-যুদ্ধের মধ্য দিয়ে একটি নৃতাত্ত্বিক জাতির পূনর্জন্ম-তার নিজস্ব একটি জাতিরাষ্ট্রের জন্মপ্রক্রিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করে, সদ্যজাত জাতিরাষ্ট্রকে ঘিরে বুকভরা একরাশ সোনালী স্বপ্ন কঁচি বুকে ধারণ করে আলম যেন তার জীবনের একটি প্রারম্ভিক অধ্যায় সফল পরিসমাপ্তি রচনা করল। কৈশোর পেরিয়ে যৌবণের অনুভূতি যখন আলমের শরীরে দোলা দেওয়া শুরু করেছে, তখন সে সদ্য যুদ্ধবিজয়ী এক মুক্তিযোদ্ধা। জীবন ও জগৎ সম্পর্কে স্বপ্নে বিভোর হওয়ার সময় তার। সে স্বপ্ন দেখে নিজেকে নিয়ে, নিজের সদ্য স্বাধীন দেশকে নিয়ে-যার স্বাধীনতার জন্য সে জীবন বাজি রেখেছিল। একটি স্বাধীন স্বদেশভূমি, একট গর্বিত জাতি, একটি উন্নত শোষণহীন সমাজ কাঠামো ইত্যাকার স্বপ্নে বিভোর হল আলম। তার সে স্বপ্ন কি পূরণ হবে আদৌ ? ভবিতব্য এর জবাব দেবে।চলবে—

পাদটীকাঃ (স্বপ্নভঙ্গের ইতিকথা নামক আত্মজৈবনিক স্মৃতিচারণ মূলক লেখাটি-যার ব্যাপ্তি সেই ১৯৬৫ ইং সালের পাক-ভারত যুদ্ধকালীন সময় থেকে আমাদের মুক্তিযুদ্ধ-উত্তরকালীন সময় পর্যন্ত বিস্তৃত-দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বের সমাপ্তি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে-যার মধ্য দিয়ে এক অখ্যাত কিশোরের স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটে । অতঃপর তার সে স্বপ্নের বাংলাদেশ কি আজকের বাংলাদেশ ? সে প্রশ্নের জবাব এ লেখার দ্বিতীয় পর্বে।)