দেখতে দেখতে আবারো চলে এলো সেই অমর একুশে বইমেলা। প্রতিবারের মত এবারেও মুক্তমনা সদস্যরা প্রগতিশীল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার সাথে সংগতিপূর্ণ বইপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি আছে প্রবন্ধ-সংকলন,গল্প, কবিতা এবং উপন্যাসের নানা গ্রন্থও। এর বাইরে লিটল ম্যাগাজিন কিংবা সাময়িকীও প্রকাশিত হচ্ছে অনেক। ইতোমধ্যেই মুক্তমনা লেখকদের বইগুলো চলে এসেছে পাঠকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন। এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন। বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন – ইমেইলে ([email protected] – এই ঠিকানায়)। বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান। সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো –
বইয়ের সম্পূর্ণ শিরোনাম
বইয়ের লেখক বা সহলেখকদের নাম
বইয়ের বিষয়/ধরণ
বইয়ের পৃষ্ঠা সংখ্যা
বইয়ের প্রকাশকের নাম
বইয়ের প্রচ্ছদ-শিল্পীর নাম এবং
বইয়ের মুদ্রিত মূল্য
বরাবরের মতোই মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি আমরা বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতার জন্য মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ, এবং বইমেলা উপলক্ষে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের আগাম উষ্ণ অভিনন্দন। (F)
মুক্তমনা লেখকদের যে ক’টি বইয়ের খবর এর মধ্যে আমরা জেনেছি সেগুলো এই পোস্টে আপডেট করে দেয়া হল। নতুন বইয়ের খবর আসা মাত্র আমরা সেগুলো তালিকায় সংযুক্ত করে দেবো।
বই | তথ্য |
বিশ্বাসের ভাইরাসলেখক: অভিজিৎ রায় (বিজ্ঞান ও দর্শন বিষয়ক গ্রন্থ) প্রকাশক: জাগৃতি মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২২০ প্রচ্ছদ: ফয়সল আরেফিন
|
|
ইলেক্ট্রালেখক: ফরিদ আহমেদ (গল্পগ্রন্থ) প্রকাশক: জনান্তিক প্রকাশনী মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: নিলীম আহসান
|
|
গণিতের সৌন্দর্যলেখক: ইমতিয়াজ আহমদ [বেঙ্গলেনসিস] (বিনোদনমূলক গণিত) প্রকাশক: ছায়াবীথি মুদ্রিত মূল্য: ১৩০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৯৬ প্রচ্ছদ: ফায়জা আহমেদ
|
|
কোয়ান্টাম ভালবাসালেখক: প্রদীপ দেব (বিজ্ঞান বিষয়ক গল্পগ্রন্থ) প্রকাশক: মীরা প্রকাশনী মুদ্রিত মূল্য: ৩০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৬০ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
রেডিয়াম ভালবাসালেখক: প্রদীপ দেব (বিজ্ঞান বিষয়ক গল্পগ্রন্থ) প্রকাশক: মীরা প্রকাশনী মুদ্রিত মূল্য: ২৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
উপমহাদেশের ১১জন পদার্থবিজ্ঞানী (বিজ্ঞানীদের জীবন)লেখক: প্রদীপ দেব (বিজ্ঞান বিষয়ক গল্পগ্রন্থ) প্রকাশক: শুদ্ধস্বর মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: []
|
|
পৃথিবীর পথে পথেলেখক: তারেক অণু (ভ্রমণ কাহিনি) প্রকাশক: ছায়াবীথি মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৩৩৫ প্রচ্ছদ: স্যাম
|
|
বাঁশে প্রবাসেলেখক: ভজন সরকার (রম্য প্রবন্ধ সংকলন) প্রকাশক: নন্দিতা প্রকাশ মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: মামুন আল হাসান
|
|
আমার কারাবাস, শাহবাগ এবং অন্যান্যলেখক: আসিফ মহিউদ্দীন (প্রবন্ধ সংকলন) প্রকাশক: গুরুচণ্ডালি মুদ্রিত মূল্য: ৬০ পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: সুমেরু মুখোপাধ্যায়
|
|
আদিবাসী সাতকাহনলেখক: ভজন সরকার (প্রবন্ধ সংকলন) প্রকাশক: মুক্তচিন্তা প্রকাশনী মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: []
|
|
শূন্য থেকে মহাবিশ্বলেখক: মীজান রহমান ও অভিজিৎ রায় (বিজ্ঞান) প্রকাশক: শুদ্ধস্বর মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: []
|
|
শাহবাগের রাষ্ট্রপ্রকল্পলেখক: পারভেজ আলম (রাজনৈতিক গবেষণাগ্রন্থ) প্রকাশক: শুদ্ধস্বর মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: []
|
|
জীবনের গল্পলেখক: রিফাৎ আরা (গল্পগ্রন্থ) প্রকাশক: মীরা প্রকাশন মুদ্রিত মূল্য: ৩০০ পৃষ্ঠা সংখ্যা: ১৬০ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
চতুষ্পদী কষ্টগুলিলেখক: রণদীপম বসু(কবিতা) প্রকাশক: শুদ্ধস্বর মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: []
|
|
থাকে শুধু অন্ধকারলেখক: ফারসীম মান্নান মোহাম্মদী (বিজ্ঞান বিষয়ক) প্রকাশক: সংহতি [প্রকৃতি পরিচয়] মুদ্রিত মূল্য: ১২০ টাকা পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
|
শাহবাগ জণজাগরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বই –
বই: শাহবাগ রাজনীতি। ধর্ম। চেতনা
লেখক: বিধান রিবেরু
বই: শাহবাগ ২০১৩
লেখক: শাহাদুজ্জামান
প্রকাশক: আগামী
বই: গণআদালত থেকে গণজাগরণমঞ্চ
লেখক: শাহরিয়ার কবির
প্রকাশক: চারুলিপি প্রকাশ
বই: শাহবাগ আন্দোলন দশ বুদ্ধিজীবীর চোখে
সম্পাদক: আরিফ রহমান
বই: শাহবাগ থেকে হেফাজত
লেখক: জিয়া হাসান
প্রকাশক: আদর্শ প্রকাশনী
বই: শাহবাগের রাষ্ট্রপ্রকল্প
লেখক: পারভেজ আলম
প্রকাশক: শুদ্ধস্বর
বই: শাহবাগের গণজাগরণ
সম্পাদক: একরামুল হক শামীম
প্রকাশ: শুদ্ধস্বর
বই: জাগরণের পূর্বাপর
লেখক: কবির য়াহমদ
প্রকাশক: অনুপ্রাণন প্রকাশ
বই: মুক্তির সংগ্রাম গণজাগরণ এবং অন্যান্য প্রসঙ্গ
লেখক: অভিনু কিবরিয়া ইসলাম
প্রকাশক: জাতীয় সাহিত্য প্রকাশনী
বই: গণজাগরণ ও ইতিহাসের দায়
সম্পাদনা: ইমরান এইচ সরকার
মুক্তমনাদের সাথে একদিন আড্ডায় বসতে চাই। জ্ঞানগর্ভ কথাবার্তা শুনে একটু ঋদ্ধ হতে চাই। এরকম আয়োজন করা যায় না একটা?
সহ ব্লগার আসিফ মহিউদ্দীনের “আমার কারাবাস, শাহবাগ এবং অন্যান্য” শিরোনামের হালকা-পাতলা গড়নের বইটির প্রকাশক গুরুচণ্ডালী ডটকম। এর প্রচ্ছদ এঁকেছেন সুমেরু মুখোপাধ্যায়। ভারতে এর দাম ৩০ রুপি, বাংলাদেশে ৬০ টাকা।
@ অ্যাডমিন, বিনীত অনুরোধ, এই তথ্যগুলো সংশ্লিষ্ট বইয়ের প্রচ্ছদের পাশের তথ্য-ছকে যুক্ত করার।
জয় হোক! (Y)
@বিপ্লব রহমান,
পৃষ্ঠা সংখ্যা কত? এই আমলে মোটে ৬০ টাকা??
@আদিল মাহমুদ,
চটি টাইপের বই, সম্ভবত একারনেই দাম কম।
@বেঙ্গলেনসিস,
প্রায় ঠিক বলেছেন। গুরুচণ্ডালী ডটকম-এর লেখক হিসেবে যতদূর জানি, আসিফের বইটি “চটি টাইপের” নয়, এটি পুরোপুরি চটি বই, গুরুহণ্ডালি’র চটি সিরিজ প্রকাশার এটি একটি। কিন্তু তাই বলে আমরা “চটি বই” বলতে যে রসময়গুপ্ত কোং বুঝে থাকি, গুচ’র এই সিরিজটি মোটেই তা নয়। রীতিমত একেকটি সিরিয়াস সব বই। বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত বইই চটি আকারে প্রকাশিত হয়েছে। তবে এপারে হালে চটি লেখক হিসেবে নাম কামিয়েছেন শুধু গুপ্ত বাবু! :lotpot:
বইটির পৃষ্ঠা সর্ম্পকে আমার জানা নেই।
@বিপ্লব রহমান,
চটি বলতে আপনি যা বোঝেন আমিও মোটামুটি তা-ই বুঝি। আমার কমেন্টের ‘টাইপের’ শব্দটা কিঞ্চিৎ বিভ্রান্তি তৈরি করে ফেলেছে! 😀
@বিপ্লব রহমান,
‘আমার কারাবাস, শাহবাগ এবং অন্যান্য’ বইটির প্রচ্ছদে ‘বাংলা চটি সিরিজ’ লেখা দেখে একটু বিভ্রান্ত হয়েছিলাম। এখন খোলাসা হলো; ধন্যবাদ। 🙂
মুক্তমনার লেখকদের ঝকঝকে নতুন বইগুলো দেখে ভাল লাগছে। লেখকদের আন্তরিক অভিনন্দন!
@আদিল মাহমুদ,
আগ্রহের জন্য আপনাকে সাধুবাদ। অ/ ট: অনেকদিন আপনার লেখা পড়ি না। 😕
—
@ অ্যাডমিন, আপডেটের জন্য ধন্যবাদ। বিনীত অনুরোধ, আন্তর্জাতিক মাতৃভাষার সঙ্গে সর্ম্পকিত একটি নতুন ব্যানার করার। (Y)
বিজ্ঞান আর গণিত নিয়ে অনেক দারুণ দারুণ বই আছে মনে হচ্ছে :)) । এছাড়া ফরিদদা আর তারেক অণুর বই দুটোও কেনার আগ্রহ বোধ করছি। লেখকদের অভিনন্দন।
আমার বইগুলোর কিছু তথ্যঃ
রেডিয়াম ভালোবাসা (মেরি কুরি ও আইরিন কুরির কাহিনি)
পৃষ্ঠা সংখ্যা – ১৪৪
মুদ্রিত মূল্য – ২৫০ টাকা
প্রচ্ছদ শিল্পী – নাসিম আহমেদ
কোয়ান্টাম ভালোবাসা (বিজ্ঞানীদের অনুরাগের কাহিনি)
পৃষ্ঠা সংখ্যা – ১৬০
মুদ্রিত মূল্য – ৩০০ টাকা
প্রচ্ছদ শিল্পী – নাসিম আহমেদ
উপমহাদেশের ১১জন পদার্থবিজ্ঞানী (বিজ্ঞানীদের জীবন)
(প্রফেসর অজয় রায়ের ভূমিকা সম্বলিত)
প্রকাশক – শুদ্ধস্বর
পৃষ্ঠা সংখ্যা – চূড়ান্তভাবে কত হয়েছে এখনো জানি না
প্রচ্ছদ – কে করছেন আমাকে এখনো জানানো হয়নি।
মূল্য – এখনো জানি না।
(প্রকাশক বলেছেন এবারের বইমেলায় বইটি প্রকাশিত হবেই)
আরেকজন মুক্তমনা লেখকের গল্পগ্রন্থ প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়
বইয়ের নাম – জীবনের গল্প (গল্পগ্রন্থ)
লেখক – রিফাৎ আরা
প্রকাশক – মীরা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা – ১৬০
মুদ্রিত মূল্য – ৩০০ টাকা।
প্রচ্ছদ শিল্পী – নাসিম আহমেদ।
@প্রদীপ দা,
পরের বার দেশে গেলে আপনার বই জোগাড়ের চেষ্টা করব অবশ্যই।
আমার বইটি আগে থেকেই যুক্ত করা আছে দেখে একই সাথে আনন্দিত এবং বিমোহিত। দুটি কারেকশন আছে। মুদ্রিত মূল্য ১৫০ টাকার স্থলে পরিবর্তন করে ১৩০ টাকা করা হয়েছে। এবং প্রচ্ছদ শিল্পী: ফায়জা আহমেদ।
@বেঙ্গলেনসিস,
ফেসবুক পেইজটি শিরোনামে লিংক হিসেবে দিতে পারেন।
https://www.facebook.com/gonitersoundorjyo
@বেঙ্গলেনসিস,
দুঃখিত, লক্ষ্য করিনি, লিংক ইতিমধ্যই দেওয়া আছে। 🙂
অভিনন্দন মুক্ত-মনার লেখকদের। চট্টগ্রামের বাতিঘরে কি বইগুলো বিক্রির ব্যবস্থা করা যায় না? প্রদীপ দেবের বই এখানে পাওয়া যায় অবশ্য।
মুক্তমনার সব লেখকদের অভিনন্দন। মুক্তমনাদের বইগুলো খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ুক সবার মাঝে; ছুঁয়ে যাক অনেক, অনেক পাঠক হৃদয়। ভাষার এই অমিত শক্তির মাসে মুক্তমনা সব শুভানুদ্ধায়ী, পাঠক, ব্লগার, লেখক, মডারেটর ও পৃষ্টপোষকদের জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা