কবিদের এমন হয়। এমন হয়।
উৎসব দিনেও আমাবস্যা।
এমন হয়। পূর্নিমা অন্ধকার
ভালো লাগে তার।
মাঝ দুপুরেতে মন পাতে
হয়ত, আলোর প্রত্যাশায়।
এমন তো হয়।

ভাবনার কিছুটা সে লেখে
অনর্থক খেয়ালিপনা ও
কাব্য ভালোবেসে, অসমাপ্ত
কবিতার পংতিমালা খোঁজে,
বসন্ত-ভাবে, এমন হয়।

মানুষেরা কেউ কবি হয়,
কবিদের তো এমন হয়।

অসমাপ্ত কবিতার মত,
যুক্তিহীন ঔদ্ধত্যের মত
খামোখা এমন পাগলামো,
কারো হয় তো। এমন হয়।

আনন্দ বেদনার ভাবনায় সময়
ক্লিষ্ট কবিরা আসলে ছায়া খোঁজে
ভরা দুপুরে সে মন পাতে প্রত্যাশায়।
অনেকেরই এমন হয়।