কবিদের এমন হয়। এমন হয়।
উৎসব দিনেও আমাবস্যা।
এমন হয়। পূর্নিমা অন্ধকার
ভালো লাগে তার।
মাঝ দুপুরেতে মন পাতে
হয়ত, আলোর প্রত্যাশায়।
এমন তো হয়।
ভাবনার কিছুটা সে লেখে
অনর্থক খেয়ালিপনা ও
কাব্য ভালোবেসে, অসমাপ্ত
কবিতার পংতিমালা খোঁজে,
বসন্ত-ভাবে, এমন হয়।
মানুষেরা কেউ কবি হয়,
কবিদের তো এমন হয়।
অসমাপ্ত কবিতার মত,
যুক্তিহীন ঔদ্ধত্যের মত
খামোখা এমন পাগলামো,
কারো হয় তো। এমন হয়।
আনন্দ বেদনার ভাবনায় সময়
ক্লিষ্ট কবিরা আসলে ছায়া খোঁজে
ভরা দুপুরে সে মন পাতে প্রত্যাশায়।
অনেকেরই এমন হয়।
ভাল লাগলো কবিচিন্তার কথা কবিতায় পড়ে
@শশি আলিওশা,
আচ্ছা চমৎকার আধুনিক এই লেখাটা কি আপনার নাকি?
ঝাঁকুনি দিয়ে চিন্তাগাড়ি থেমে গেলে
মনে আসে
সুকন্যা হয়তো এখন ব্যস্ত
মুঠোফোনে
শব্দের সঙ্গমে
অন্য কোন ফড়িঙের সাথে।
…… অন্যরকম, খোলামেলা আর আজকের; তাই না?
@কাজী রহমান,
অনেক দিন পরে এসে আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগল।
@আফরোজা আলম,
অনেকদিন পর কেন? প্রায়ই নয়? আপনার মন্তব্য বা লেখাও তো কিছু দেখছি না অনেক দিন।
ভালো থাকুন (C)
অনেকদিন আগে ‘কবি’ নামে একটা বই পড়েছিলাম, যতদূর মনে পড়ে হুমায়ুন আজাদের লেখা। সেখানে দেখানো হয়েছে কবিরা অন্তর্গত ভাবে ভীষন একাকী। কিন্তু শূন্য নয়। তাদের জগতে তারা মহারাজা। নিজেকে স্থান দেন সবার উপরে, কিন্তু অন্যকে ছোট ভাবেন না কষ্মিনকালেও। বইটা আমার খুব ভাল লেগেছিল। আপনার কবিতাটার শেষের দিকে এমন একটা ছায়া আছে- ভাল লেগেছে।
@শাখা নির্ভানা,
আমার ধারণা কবিরা বহুমাত্রা ছুঁয়ে বেড়াতে চায় অবিরাম। কখনো গোঁড়া স্পর্ধায়, কখনো নিতান্তই কৌতুহলে। সেই কবিই হয়ত একাকী সাগরতীরের মিশেল আভায় রঙ খুঁজে বেড়ায়; আর সবার জন্যে।
বেশ অনেকদিন পর দেখলাম আপনাকে শাখা নির্ভানা। খুব সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ (D)
বাহ কাজী ভাই দারুন কবিতা লেখেন দেখছি। আপনার মেলা কবিতাই পড়েছি। এইটা আমার মতে অন্যতম সেরা। শুভেচ্ছা নেন (F) , আর সাথে (C) এইটাও। যদিও আমি এখন চা খাচ্ছি, কারন আমি কফি খাইনা তেমনটা।
@অর্ফিউস,
আপনার মন্তব্যের চোটেই কানটান গরম হয়ে গেছে। তার উপর আবার গরমা গরম ফুলকফি :))
মন ভালো করা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
অনেকেরই বলতে কাদের বোঝালেন, রহমান ভাই? সব কবিদেরই এমন হয়? বা, অনেক কবির, কিন্তু সব কবির নয়? বা, শুধু কবি না, অন্য অনেকেরও?
কবিতা লাগল মোটা মুটি। (C)
চোখ পাতি প্রত্যাশায়…..ঘোর অমানিশায় দেখব বলে কাব্যপূর্নিমা!
@কাজি মামুন,
কাছাকাছি ভাবনার মানুষ যারা, তাদের (B)
হা হা হা চমৎকার লিখেছেন তো। দু চারটা সানডে সুপার রোমান্টিক কবিতা নামিয়ে দেন তো ফটাফট :))
@কাজি মামুন,
বাপস রে, মামুন ভাইও কবিতা লেখেন নাকি? ইসসিরে আমি কেন যে লিখতে পারি না কবিতা, বড্ড আফসোস আমার 🙁 ! তবে কবিতা পড়তে ভাল বাসি খুব!
পড়ে মনে হল কবির যেন আরও কিছু বলার ছিল । কারণ কবিদের যে কত কিছু মনে হয়!
@গীতা দাস,
তা তো ছিলোই 🙂
এই যে আপনার উইকএন্ড স্পেশাল (C)