এ কি নেশা, রোমাঞ্চ, নস্টালজিয়া নাকি খামোখা?
এ কি শেকড়, নষ্টামি; না’কি বিপজ্জনক স্বপ্নবিলাস?
এ কি পৃথিবী; ভালোবাসা; নাকি শুধুই স্মৃতি?
এ কি ছলনা, প্রেম, নাকি কুয়াশায় কল্পনা?
শুন্যতা নাকি অতৃপ্তি; যাতে ঘর করে রই?
এ কোন অস্থিরতা, কোত্থেকে আসে গভীর গুমগুম?
একি বরফ গলা নদী, হিমশীতল জলের বিস্তার?
ধাবমান অস্থির স্রোতে বল্গাহীন, এ কোন আমি?
বিপুল জলরাশি, পিচ্ছিল পাথর, খসে পড়া আমি;
ছিঁড়ে যাওয়া রাশ, অথচ আপাত স্বচ্ছতায় আক্রান্ত,
নোনাজলের খোঁজে আমার অনুভব, কখন কি হয়,
ভেসে হারাবার আগেই সবটুকু না দেবার ভয়!
সুন্দর কবিতা।
ভালো লাগলো 🙂
@এম এস নিলয়,
ধন্যবাদ নিলয়।
কবিতাটির শেষ দুটো লাইন অনেক ভালো লেগেছে । আর কবিতাটি যেন আমাদের প্রতিচ্ছবি । । ।
@সুদীপ্ত,
জীবন যে ভীষণ গতিময় আর ছোট্ট অনেকেই বুঝতে চাই না। জীবনভর অর্জনেই যেন ব্যস্ত। দেবার সময় কই? বেশীরভাগ অর্জনই কুক্ষিগত করে রাখবার স্পৃহা বেজায় স্বার্থপর বানায় আমাদের। অথচ কিছুটা হলেও বিলিয়ে বাঁচার তৃপ্তি আর পূর্ণতাও যেন অতুলনীয়।
আনন্দে থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
চিরন্তন কিছু জিজ্ঞাসা উচ্চারিত হয়েছে কবিতাটিতে, যার কোন উত্তর দেয়া বেশ অসম্ভব, কিন্তু জাগে তারা। কবিতাটি ভাল লেগেছে।
@শাখা নির্ভানা,
বাহ্। ধন্যবাদ শাখা নির্ভানা।
ভাল লেগেছে কবিতাটির প্রত্যেকটি লাইন।
@গীতা দাস,
এই যে আপনার কফি (C) , এইবার চিনি ডবল :))