নির্ঘুম রাত,

দু’চোখে অশ্রুজল!

স্বজন হারা ব্যথা-

বেদনায় বুক ভার!

বুক ফাটে তো মুখ ফুটেনা!

চারপাশে, বোবা-কান্নার বুকফাটা মাতাম!

-সকরুণ আর্তনাদ! বাক্‌হীন, নির্বিকার আহাজারি!

হতবাক!… ভাষা নেই মুখে!

আশাও নেই, নিরাশা-হতাশায় দুর্বিষহ জীবন!

দু’চোখে কেবল অশ্রুজল!

মৃত্যুর-মিছিলে স্বদেশীয় স্বজনেরা একসাথে

স্বদেশ আজ মৃত্যুপুরী, মরার-দেশ!

চারদিকে গুম- হত্যা-খুন,

দেশে-থাকা মানে নির্ঘাত আত্মহত্যা!

মরার স্বদেশ হতে পালিয়েছি দূর-পরবাসে,

বেশ আছি?

দূর থেকে ছল-ছল অশ্রু সজল চোখে

দেখি, স্বদেশীর লাশের মিছিল!

‘শত্রুর গলাগলি ধরে তাঁরা মৃত্যুর সাথে পাঞ্জা!”

এভাবে-

প্রতিনিয়ত মরার-দেশে মরার-স্বদেশীরা মৃত্যুর সাথে

লড়াই করে বেঁচে আছে, বেঁচে থাকে, বাঁচতে হয়……;

মরতে যখন শিখেছে তাঁরা কেউ কি তাঁদের বাঁচিয়ে রাখতে পারবে না?”…

সর্বনাশী-বঙ্গজননীর  সর্বনাশ

পরবাসে আমরা সবাই হতাশ!

কারা কেড়ে নেয় ১৬কোটির গ্রাস?

গর্জে ওঠরে বীর বাঙালি, ধর হাল!

দূর করো যারা কেড়ে খায় যারা ১৬ কোটির প্রাণ!

চেতনায় ৫২’র-৭১’র যাঁদের,

তাঁদের রুখে কোন জানোয়ার?

বাংলা, আমার-তোমার-সবার।