পদ্য রচনার সময় নহে অদ্য
এই নষ্ট অমানুষদের সময়ে সকল
অমোঘ কবিতাকেও মনে হয় রসকষহীন কেঠো গদ্য।
মানবতা অসহায় আজ অমানবদের হাতে,
সভ্য কেঁদে মরে অসভ্যের আঘাতে।
আলো ও সত্য আজ আঁধার, অসত্যের কাছে বিপন্ন
আলোকিত সৎ মানুষ হয়েছে আঁধারবাসী
অন্ধ, অসৎদের বিকৃত ঘৃণ্য উল্লাসের পণ্য।
নষ্ট শাসক, নষ্ট শোষক, নষ্ট ওদের শাসনতন্ত্র।
নষ্ট অমানুষদের ছোঁয়ায় নষ্ট হয়েছে সময়, নষ্ট হয়েছে গণতন্ত্র।
এই নষ্ট সময়ে অন্ধদের রাজত্বে
ঘোর কৃষ্ণ-গহ্বরে জন্মেছি আমরা।
আমাদের বেঁধে দেয়া চোখে
ঠিকরে পড়া আলোকের রশ্মির পথ ধরে
সত্য জগতে পৌঁছেছি আমরা।
আমরা স্বার্থপর নই, তাই
আলো পৌঁছিয়ে দিতে চাই
আঁধারের প্রতিটি গোপন কোণায়।
আমরা কঠিন, বিষাক্ত, সুপ্ত আন্ধকার ও অন্ধকে
জাগিয়ে তুলতে চাই।
এ-ই আমাদের অপরাধ!
অন্ধ হায়েনাদের কাছে
নির্বিচারে অত্যাচারিত আমরা।
ওরা আমাদের হাতে, চোখে, মুখে পট্টি বেঁধে দেয়
আমাদের কলম কেড়ে নেয়।
কলম ও কলম-সৈনিক আজ লাঞ্ছিত বেচারা।
কার কাছে চাইবো এই অবিচারের বিচার?
বিচারক নষ্ট, নষ্ট তার অবিচার।
পদ্য রচনার সময় নহে অদ্য
এ কবিতা নহে, এ নহে তো পদ্য।
এ আমার নিভৃত বেদনার নিরুপায় কিছু কথা।
এ আমার অসহায় মনুষ্যত্বের
ততোধিক অসহায় অকেজো গোঙানিগাথা।
খুব খুব ভাল। বিশেষ কোন লাইন নয় সম্পূর্ণ কবিতাটি ভাল লেগেছে। (Y)
@শুভ মাইকেল ডি কস্তা, ধন্যবাদ শুভ।
সব কিছুই তো দেখি, সব কিছুই তো বুঝি; কিন্তু দিদি; দেয়ালে মাথা খুঁটে যাওয়া :-Y ছাড়া
অথবা
এসব দেখে নিজের মাথার চুল ছেঁড়া :-X ছাড়া আর কি কিছু করার আছে ???
তবুও
কারন
@এম এস নিলয়, ধন্যবাদ আপনার পাঠ-প্রতিক্রিয়ার জন্য।
আপনাদের লেখা পড়ে আমি কিছু বলতে পারি না। খুব ভাল লাগল।
@ফোবিয়ান যাত্রী, অহেতুক জঘন্য অন্যায় দেখে কিছু বলার বা প্রতিবাদের ভাষা আমাদের সবারই কোনো কোনো সময় হারিয়ে যায়।
@ তামান্না, আপনার লেখাটি পড়ে সত্যি মন ভারাক্রান্ত হয়ে যায়। অর্বাচীন আমি। শুধু শুভেচ্ছায় যদি সামান্যতমও আপনার সাহায্য হয় তা হলে খুশী হতাম। ‘ এ আমার অসহায় … অকেজো গোঙানিগাথা ‘ লাইন টা অনেক দিন মনে রাখবো । ধন্যবাদ।
@অনিন্দ্য পাল, সত্যিই তো অসহায় আমরা। অসংখ্য হায়েনার পালের ভেতরে নিরীহ অসহায় একটি হরিণের যে অবস্থা, আমরা যারা মুক্তমনা আমাদেরও ধর্মান্ধদের মাঝে একই অবস্থা। সরকার যেখানে গদগদচিত্তে হেফাজতি হায়েনাদের দাবি অনুযায়ী নিরপরাধদের বন্ধি করে তখন কী আর করার থাকে। স্বাধীন দেশে আওয়াজ করে সত্য কথা বলারও অধিকার নেই আমাদের, নিজের মনে গোঙানো ছাড়া। ধন্যবাদ আপনাকে।
আমিও সম বেদনায় ব্যথিত। শুধু ভাব প্রকাশের কাব্যিক ক্ষমতা নেই আমার আপনার মত। চালিয়ে যান! (Y)
@অরণ্য, কাব্য লিখে লিখে যদি পারতাম ওদের মুক্ত করে আনতে! হায়েনাদের কাছে মানবতার কী মূল্য আছে? তবুও আমরা যার যার সাধ্যমত লিখে চেষ্টা করে যাচ্ছি। ওরা মুক্ত না হওয়া পর্যন্ত করে যাবো নিরলস। ধন্যবাদ আপনাকে।
দারুণ বলেছেন। :guli:
@অসীম, 🙂 🙂