লিখেছেন: আখতারুজ্জামান আজাদ
যখন চলবে না মোর লম্বা মেশিন এই খাটে,
আসবে না মোর টিয়া উড়ে শর্টকাটে।
পুতিয়ে যাবে খেলাধূলা,
নেতিয়ে যাব গো;
মিটিয়ে দেব জেনা-টেনা,
উড়ে যাবে ময়না-টিয়া ঐ বনে —
তখন আমায় নাই বা ফোনে রাখলে,
টেবিলমাঝে শুয়ে শুয়ে নাই বা আমায় ডাকলে!
যখন থাকবে না তেজ মেশিনখানার রগগুলায়,
নাতনিটারে করবে দখল মগবাজারের ঠগগুলায়!
তখন আমায় নাই বা ফোনে রাখলে,
লৈট্টাফিশের সালুন রেঁধে নাই বা আমায় ডাকলে!
এখন এমনি করেই হবে ফাঁসি এই দেশে,
একাত্তরে আকাম করে এমন করে যাই ফেঁসে;
চলবে না পান, চলবে না কাজ বীরবেশে;
হায় কলিজু, ও কলিজু, আমার ফাঁসি দ্যাখ্ এসে!
যখন চলবে না মোর লম্বা মেশিন এই খাটে,
আসবে না মোর টিয়া উড়ে শর্টকাটে।
(রবীন্দ্রনাথ ঠাকুর ফিচারিং আখতারুজ্জামান আজাদ)
এইটা কি ছিল :-O
হাসতে হাসতে গড়াগড়ি খাইতেসি :hahahee:
অসাধারণ একটা প্যারডি। আমি ফেসবুক এ প্রথম এই প্যারডিটা পরেছিলাম। সেদিনও হাসতে হাসতে লুটোপুটি খেয়েছি। আজও খেলাম। হা হা হা। :lotpot: :lotpot: :lotpot:
বেশ সন্দর প্যারডি। রবীন্দ্রনাথের ভাবনাকে বদলে ছন্দকে রেখে আজকের উপযোগী।
আপনার মেসিন দিয়ে কতজন ময়না পাখি মেরেছেন। নিজের চরকায় তেল দেন।পরেরতা বলার আগে নিজেকে দেখে নিতে হয়।
@Jobayer,
সম্ভবত, রসিকতাকে জিতেও একটা পারদর্শিতা লাগে।
যখন বের হবেনা ভয়ে তুমি রাজ পথে,
তখন তোমায় মোদের মনে পড়বে।
নিচ্চই মোরা নাস্তিক নির্মূল করব মোদের এই দেশে,
তখন তুমি তসলিমা নাসরিন এর মত দেশ ছাড়বে
তখন তোমার মোদের কথা মনে পড়বে
@প্রতিবাদ,
ভাবুন, নিজেরাই বলছেন ‘ভয়’ পাওয়ানোর কথা। বলছেন দেশ থেকে তারানোর কথা। ভাই, যারা আপনাদের কাজে ভয় পাচ্ছে না, ভয় পাবে না বলে ঠিক করেছে, তাঁদের কি করে ভয় দেখাবেন। মনকে মুক্ত করুন, দেখুন পৃথিবীটা আপনাদের চোখেও বেশি সুন্দর লাগবে। 🙂
কোথায় ছিলেন ওস্তাদ এতদিন কোথায় ছিলেন? তুমুল আনন্দকে আর বর্নিল করতে এমন একখানা স্যটায়ার না হলেই যেন নয়। :clap :rotfl: :hahahee: :lotpot: 😀
আজকে ফেবু’তে এক্টা মন্তব্য পইড়া হা হা প গে…
:hahahee:
প্যারোডি চমৎকার হৈছে! নেনে এক্টা নয়া কার্টূন আপ্নের গিফট দিলাম। কার্টুনিস্ট: ষুভ। ছাগু তাড়াইতে কাজে লাগ্তে পারে। :))
[img]http://www.kalerkantho.com/admin/news_images/1165/thumbnails/image_1165_327819.jpg[/img]
@বিপ্লব রহমান,
আপনি দ্রুত মতিকন্ঠে ঢুকেন, ডানপাশের জরিপটা দেখেন :)) ।
(Y) (Y) (Y) (Y) (Y) (Y) (Y) (Y) (Y) (Y)
মুক্তমনা ও দেশের আজকের প্রজন্ম সহ সবাই,
আমি এখন ভাষাহীন। তবে রায় কার্যকর হওয়া আর বাকী বিচার প্রকৃয়া গুলোর জন্যে অপেক্ষা করছি। জয় আমাদের হবেই। হতে হবেই।
@ বাংলাদেশ,
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। (L) (FF)
আহা কি শান্তি, সাইদির ফাঁসীর রায় :)) :)) মুক্ত মনা মোডারেটর কোন মিষ্টি মুখ করানোর ইমো যোগ করেন প্লিজ প্লিজ প্লিজ। 😀
মিষ্টি খেতে ইচ্ছে করছে…
(D) চিয়ার্স!
@কৌস্তুভ, চিয়ার্স! (D) (^)
জয় বাংলা
সাইদীর ফাসী হয়েছে! শাহবাগের প্রথম বিজয়। ওরে তোরা সব জয়ধ্বনি কর। জয় বাংলা।
@সুমন,
আমি নির্দলীয় তবু জয় বাংলা, কারন এইটা আর লীগ শ্লোগান নাই, এইটা আজ ২য় মুক্তি যুদ্ধে সারা বাংলাদেশের শ্লোগান।বাংলাদেশে চিরজীবী হোক।সত্যের জয় হোক, বেইমান রা নিপাত যাক (Y)
সাঈদীর ফাঁসি
বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ৮টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
বেলা ১১টা ১৯ মিনিট থেকে শুরু করে ১টা ৪০ মিনিট পর্যন্ত রায় পড়া শেষ হয়। ১২০ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ সূচনা বক্তব্য পাঠ করেন বিচারক প্যানেলের সদস্য আনোয়ারুল হক। পরবর্তী অংশ পাঠ করেন বিচারক প্যানেলের অন্য সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং রায়ের মূল অংশ পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের পর প্রায় ৩ বছরের কাছাকাছি সময়ে এসে তৃতীয় কোনো অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষিত হলো।
তবে সাঈদীর মামলার মধ্য দিয়ে প্রথম কোনো মামলার রায় দিলেন প্রথম ট্রাইব্যুনাল। সাঈদীর মামলাটি ট্রাইব্যুনাল-১ এর ১ নম্বর মামলা।
অন্য দুই মামলার রায় ঘোষিত হয়েছে গত বছরের ২২ মার্চ গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ২১ জানুয়ারি ফাঁসির আদেশ দিয়ে জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে রায় দিয়েছেন ওই ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
সূত্র এখানে
@অভিজিৎ দা,
রাস্তায় নামা একদম বৃথা হলোনা, কি বলেন? মুক্তমনার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হোক :)) :)) ।
@রামগড়ুড়ের ছানা, মিষ্টি মুখ করানোর ইমো যোগ করেন প্লিজ প্লিজ প্লিজ। মিষ্টি খাব :lotpot: :rotfl: (D)
@রামগড়ুড়ের ছানা,
খবরদার তুমি মিষ্টি বিতরণে নাইমো না। পাবলিকে ডিজিটাল মিস্টি ভাবতে পারে, সি প্লাস প্লাস এ প্রোগ্রামিং করা।
আর শিবির যেভাবে কাছা বাইন্ধা পিটাপিটি শুরু করছে হেরাই মিষ্টি বানায় কিনা দেহ।
@অভিজিৎ,
কি বলেন আমিতো অরিজিনাল মিষ্টির কথা বলতেসি। আচ্ছা আপনাকে এখনই খাওয়াচ্ছি, এই নেন খান অরিজিনাল মিষ্টি:
[img]http://www.ambalasweets.us/imOther/AniSW4.gif[/img]
জামাতের মহিলারা দেখলাম তীর-ধনুক নিয়ে নামসে, ২০১৩ সালে যদি তীর-ধনুকে মরতে হয় মানসম্মান থাকবে? কমপক্ষে ছোটোখাট মিসাইল হওয়া লাগবে।
@রামগড়ুড়ের ছানা, মিসাইল কি ব্যাকফায়ার করে? জানা নেই।তবে অন্য আগ্নেয়াস্ত্র নিয়ে যুদ্ধ একটু কষ্টের( সিনেমা দেখে তাই মনে হয়), তাই যদি দ্রুত কাভার নিতে গিয়ে বোরখার নেকাব খুলে যায় তবে যেনা ব্যভিচার হয়ে যাবে না?তাই মনে হয় বিকল্প ব্যবস্থা। :)) :-s
@অভিজিৎদা, (FF) (FF)
– মাছরাঙ্গা টিভি থেকে আশরাফুল হক এবং উইলি বলছে: এ পর্যন্ত ১৬টি পড়া হয়েছে, ১২টি অভিযোগ প্রমাণ হয়েছে। আযান বিরতি চলছে।
@কাজী রহমান,
-এদিকে চানেল আই বলছে, ৯টি প্রমাণ হয়েছে, ৩টি মন্তব্য দেয়নি এবং ৮টি প্রমাণ হয়নি।
চ্যানেলগুলোতে তথ্য বিভ্রাট দেখছি।
অপেক্ষা করা যাক।
@কাজী রহমান,
এইমাত্র শুনলাম মৃতুদন্ড দেয়া হয়েছে। ফাসি।
@কাজী রহমান, (B) আনন্দ করেন ভাই, (FF)
@অর্ফিউস,
ওদের শাস্তি অবিলম্বে কার্যকর হোক। সবাই ভালো থাকুন (B)
হাহাহা শেষকালে কবিগুরুর বারোটা বাজালেন সাইদি কে পচাতে? :)) । যাক খুব সুন্দর হয়েছে প্যারোডি।এইবার সাইদি বাবাকে ঝুলানোর রায়টা দিয়ে আবার সত্যের জয় হোক এইটাই কামনা করি।
সুস্বাদু প্যারোডি। রবিঠাকুর বেঁচে থাকলে এই গান শুনেই অক্কা পেতেন নিঃসন্দেহে।
কথাগুলো যেন সত্য হয়। ফাঁসির রায়ের জন্য জেগে আছি নির্ঘুম রাত।
মুক্তমনায় স্বাগতম।
@অভিজিৎ,
– মাছরাঙ্গা টিভি বলছে এ পর্যন্ত ১০টির মধ্যে ৮টি অভিযোগ প্রমাণ হয়েছে।