আমরা দু’জনে হাতে হাত রেখে
হেঁটে যাবো সমুদ্রের তীরে।
ঢেউগুলি বারে বারে এসে
আমাদের চরণ ছুঁয়ে যাবে।
সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়বে
শুধু আমরা দু’জন জেগে রবো
সারারাতি। প্রাণের কথা কবো, প্রেমের কথা কবো।
আর চাঁদ জেগে রবে
আমাদের জোছনা ঢেলে দেবে।
আমার ললাটে, কপোলে, চুলে, গ্রীবায়, ওষ্ঠাধারে
জোছনা পড়িবে ঝ’রে ঝ’রে।
তুমি নিষ্পলক অভিভূত নয়ানে দেখিবে আমারে
আমি দেখিবো তোমারে।
নিঃসীম অনন্তকাল কেটে যাবে এভাবে।
এ স্বপন যখনই দেখি,
অপার্থিব সুখে মরমে যাই ম’রে।
বলো, আমার এ স্বপ্ন তুমি সত্যি করবে!
(U) ইশ্, আমাকে যদি কেউ এরকমভাবে ভালবাসত ! কেউ যদি আমাকে ভালবেসে বুকে টেনে নিত, কেউ যদি তার বুকভরা ভালবাসা দিয়ে আমার সব দুঃখ, কষ্ট ভুলিয়ে দিত। আমি তার কাছে নিজেকে সমর্পন করে দিতাম, তার বুকে মুখ গুঁজে ভালবাসার একটুখানি উষ্ণ পরশ খুঁজে নিতাম। কিন্তু, আমার তো দুর্ভাগ্যই খারাপ। কেউ আমাকে ভালবাসে না। মাঝে মাঝে মনে হয়, পৃথিবীতে তো কেউ আমাকে ভালবাসেনা, কে জানে, হয়ত অন্য কোন গ্রহ থেকে কোন মেয়ে এসে আমাকে ভালবাসবে। (L)
অনেক দিন পর আপনাকে কবিতাসমেত দেখতে পেয়ে ভাল লাগছে, আপু। তবে কবিতায় সাধু ও চলিতের মিশ্রন না থাকলে ভাল হত। আর চলতি ভাষাই বেশী পছন্দ আমার।
প্রত্যবর্তনের জন্য (F) । আর ফেব্রুয়ারির প্রথম প্রহরের জন্য (F) ।
@কাজি মামুন, ধন্যবাদ। ভাষার মাসের শুভেচ্ছা আপনাকেও এবং সাথে সাথে সবাইকে (F) (F) (F) (F) অনেক ভালো থাকুন।
ধর্মকারীতে আপনার লেখা বেশ ভালো লাগে….
@কবির বিটু, ধন্যবাদ।
@তামান্না ঝুমু,
নিঃসীম নূরানী অন্ধকারে পড়লাম। ভাল হয়েছে, সেখানেই থাকুক। ফেইসবুকে দেখলাম খুব ব্যস্ত থাকেন। তা, আছেন কেমন?
@আকাশ মালিক, আরে দাদা যে! ধন্যবাদ পড়ার জন্য। ভাল আছি। আপনি কেমন?
আরে আরে তামান্না ঝুমু যে :))
অনেক দিন পর এখানে দেখে ভালো লাগলো (C)
@কাজী রহমান, রোজই আসি কিন্তু। এখানে না এসে কি থাকা যায় বলুন! হয়ত দেখা হয় না, এই যা। ধন্যবাদ। আপনাকেও (C)
আহা! এসব যে বড়ই পার্থিব বিষয়, কবিতার নাম অপার্থিব কেন। বেশ সরল একটি রোম্যান্টিক কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ।
@অরণ্য, অনিন্দ্য পার্থিবতাকেই যে অপার্থিবতা ব’লে মনে হয়! নইলে ত অপার্থিবতা বলে বাস্তবে কিছু আসলেই নেই। আপনাকেও ধন্যবাদ পাঠ-প্রতিক্রিয়ার জন্য।
(F)
@অসীম, (F) (F) (F) (F)
ভালই কবিতা লিখেছেন তো।
@আঃ হাকিম চাকলাদার, ধন্যবাদ।
আহা কত সুখ!!! :))
@ডাইনোসর, সুখ আর সুখ।
সুখপাঠ্য 🙂
(Y)
ব্যাকরণ বিষয়ক একটি জিজ্ঞাস্য, কাব্য শিল্প কিংবা ছন্দের প্রয়োজনে সাধু-চলিত মিশ্রণ সম্পর্কিত গুরুচণ্ডালী দোষ হতে কবিতা কিংবা ছড়াকে জন্য কি অব্যাহতি দেওয়া হয় :-s
@সংবাদিকা, কোনো কোনো ক্ষেত্রে কবিতা গুরু আর চণ্ডালের মিশ্রণে আরও মধুর হয়ে উঠে, তাই।