নিষিক্ত নিঃসঙ্গতা
কবিতা
আদনান আদনান

উৎসর্গ
টোটন

১। নরকের রঙিন প্রজাপতি

নির্লজ্জ দর্শকেরা নিশ্চুপ ভেজে
অদৃশ্য মৃত্যুর নিখুঁত কারুকার্যে
নরকের রঙিন প্রজাপতির অপেক্ষায় থেকে
মানুষেরা সব ধরে ভাণ অক্ষমতার

আগামীতে আরো অনেক মৃত্যু হবে
জন্ম হবে আরো অনেক নীরবতার
পৃথিবীর পরে মানুষের মানুষ হওয়া হবে
হবে না শুধু তার মানুষ হয়ে উঠা

২। রাত্রির প্রান্তে

ঝরা অন্ধকারে
মানুষেরা খোঁজে
নতুন আলো

মানুষের সন্ধানে
অন্তর গহনে
হারায় ভোর

ক্লান্ত মানুষেরা
ছাড়ে হাল
রাত্রির প্রান্তে

চলবে…