জীবন নামের উচ্চারনে কোথায় তুমি আমি;
জমাট বাঁধে ভালোবাসা; কোথায় তুমি আমি।
প্রজাপতি নাচের নাচন পাগলা হাওয়া তরে
মন উড়েনা আর; অচেনা সব ঘোরে।
ক্লান্তি ছোঁয়া সাদাকালো স্বপ্ন দেখা দেখি;
কেনা রঙে রঙিন, এম্নি অবুঝ ফাঁকি।
তুমি আমি নিবিড় হব নতুন ভালবেসে,
চোখটি তুলে দেখো; আমি স্বপ্নহারা দেশে।
সাগরতীরে হাঁটছি একাই মিশেল আভা মেখে;
রঙ কিনবো এখান থেকে হয়ত খুঁজে দেখে।
শব্দহীনে ভেসে থাকি একলা অলস শুন্যে
অপেক্ষাতে আছি জেনো শুধুই তোমার জন্যে।
(সময় যখন ভালবাসার জন্য অকৃপণ আর অনেকটাই নিশ্চিত; ঠিক তখনই অন্যসব সেই অপূর্ব সময়টাকে ছিনিয়ে নিয়ে নেয়, খামোখাই গুরুত্বপূর্ন হয়ে ওঠে। বন্ধুপত্নী ছ বছরেও কোমা থেকে বেরুতে পারেনি। বন্ধুটি প্রতিরাতে ঘরে ফেরে হাসপাতাল হয়ে। গায়ক বন্ধুটির ভাবনা এই লেখাটায়। আরো কারো ভাবনাও হয়তোবা কাছাকাছি কোথাও; হয়তো অন্য কোন ভাবে, অন্য কোন সময়ে)
ঝরে বটে। স্বপ্নও দেখে।
তবু অদ্ভুত ব্যাপার তো জানেনই; এত সবের পরেও থাকে পরবর্তী অধ্যায়, থাকে এক ধরনের অপ্রিয় পার্থিবতা। কেউ সহ্য করতে পারে, কারো বোধ হয় অন্য।
অনেক দিন পর কবিতার ঘরে এসেছেন তাই, গরম গরম (C)
মৃত্যু শিয়রে নিয়ে বসে থাকা! বাউরী বাতাসে তরী দুললেও হাল ছাড়ে কি সবাই? যে চোখে অশ্রু ঝরে সে চোখ তো স্বপ্নও দেখে। সেই যে জানা কথা “আর সব মরে, স্বপ্নরা মরে না, অমরত্বের আর এক নাম হয়। “
আমার কবিতার ঘরে একটু উষ্ণতার জন্য (C), এক্ষুনি তৈরী হোল; আপনার জন্য
ভাবছিলাম রক্ত জমাট বাঁধে, কবি ভালোবাসাকে কেন জমাট করছে। কবিতার সাথে ফোটনোট পড়ে মনটা জমাট বেঁধে গেল।
‘নিবীড়’ শব্দটি ঠিক আছে?
আর কবিতার কথা কি বলব!
কবিতা আপনার উপর সদাই রহমান
কাব্য কুসুম প্রস্ফুটন তাই চলুক বহমান….
@কাজি মামুন,
ধন্যবাদ। নিবীড়কে নিবিড় করে দিলাম।
ভালো থাকুন (C)
যে সময়টায় কোথাও একটুখানি ভালবাসা জমাট বাধছে ,
ঠিক একই সময় কোন এক পার্বত্য হিমবাহ গলে খরস্রোতা নদী
ভাসিয়ে দিচ্ছে খরাপীড়িত এক জনপদ।
সময় আর স্রোত কারও জন্য অপেক্ষা না করলেও
মৃত্যুর উপত্যকার গা ছুয়ে একবার তাদের যেতেই হয়।
@সংশপ্তক,
তা হয় বটে।
কাছ থেকে তা দেখা কিন্তু বেশ অন্যরকম। ঠিক বিজ্ঞান গণিত যুক্তি, পানসে বা ঠিক সেই রকম না। অন্য রকম। বেশ অন্য রকম :-s
আপনার বন্ধুটির ঘটনা যদি কাল্পনিক না হয়ে বাস্তব হয়ে থাকে তা হলে আমিও তার জন্য অন্তর বেদনা প্রকাশ করছি।
যে কোন ব্যক্তির জীবনে যে কোন ধরনের অনাকাংখিত ঘটনা ঘটাটা মোটেই বিচিত্র কিছু নয়।
ধন্যবাদ
আপনার কবিতার জন্য।
@আঃ হাকিম চাকলাদার,
সময় যখন ভালবাসার জন্য অকৃপণ আর অনেকটাই নিশ্চিত; ঠিক তখনই অন্য সব কিছু সেই অপূর্ব সময়টাকে ছিনিয়ে নিয়ে নেয়, খামোখাই গুরুত্বপূর্ন হয়ে ওঠে সেসব। সময়ের সাথে একাকার হয়না যারা, তাদেরকে মনে রেখেও এই লেখা।
অপেক্ষা এবার পূর্ণতা পাক অথবা মধুর হয়ে উঠুক। (F)
@অরণ্য,
বেশ অনেকদিন পর তাই না? 🙂
@কাজী রহমান,
কথা হচ্ছে যে…
বেশি করে কবিতা ছাড়ুন
আমাদের নজর কাড়ুন
অপেক্ষাতে ছিলাম জেনো শুধুই কবিতার জন্যে!
@অরণ্য,
:)) আচ্ছা 🙂
(Y) (F)
@ভক্ত,
ধন্যবাদ এবং (C)
আপনার বন্ধুকে একফোটা চোখের জল। ঘোর কলির যুগেও এরকম মানুষ আছে, ভাবতেই মনে হয়ে বিসর্জনে সুখ; এখনো ক্রিয়াশীল।
…………………
@স্বপন মাঝি,
আছে বটে!