প্রেম উদ্যানে ভালবাসার ফুল ফুটেছে!
সে-ফুল ঝরে নাকো কভু, পরে না , মরেও না।
অদ্ভুত সৌন্দর্য, আশ্চর্য সে-ফুল,
রঙ বেরঙে, সৌরভে গৌরবে করে আকুল।
ব্যাকুলিত হিয়া মনকাড়া ফুল দেখিয়া-
” আত্মহারা, পাগল-পারা”।
মনের আড়াল হয় না তা, চোখের আড়ালও হয় না।
নয়নমণির মাঝে তাই, সদা প্রস্ফুটিত পাই।
চোখের মাঝে চোখ রাখিলে দেখতে তারে পাবে।
মধুর রসে প্রেমাবেশে কত ভ্রমর-অলি ছুটছে তারি পানে!
মধুর খুঁজে, মধুপানে অমৃত সে-মধুর সন্ধানে।
উতালা মন-প্রাণ মধুপান করে বেহুস হয়ে রয় পরে।
অজ্ঞান ও জ্ঞানশুন্য প্রেমিকের প্রাণ বুঝি এবার যায়, যায়……।
কে ওগো সখে, প্রেম-পিরিতি শেখালে আমায় বাঁচিয়ে দে।
দূরে-দূরে আরো দূরে, যত দূরে বহুদূরে রওনা তুমি,
তুমি মম হৃদে অতিব গোপন হিয়ার সন্নিকটে।
“সাথি ভাবি” জানে তো, এই ফুল কোনসে ফুল? যার জন্য “আত্মহারা, পাগল-পারা”!!!
আসলে আমি কবিতা ভাল বুঝিনা, তবে কবিতাটির কথা ও ছন্দ ভালইতো লাগলো। লেগে থাকেন ভাই, ভবিষ্যতে………. : :rotfl:
ভাই, আমি নিজেও কবিতা ভাল জানিনা ও বুঝিনা। তারপরও মুক্তমনার ভালবাসার প্রবল টানে মুক্তমনায় আসি, পড়ি এবং মাথায় যা আসে তা-ই পরীক্ষামূলক লেখার প্রচেষ্টা চালাচ্ছি। ভালবাসা একটি প্রস্ফুটিত ফুল (মুক্তমনা) অর্থাৎ একটি বিশুদ্ধতাঁর প্রতীক। যা মানুষকে সত্য, সুন্দর ধ্যান-জ্ঞানের দিকে ধাবিত করে। কবিতায় ভালবাসার প্রকাশ ঘটে সুনিপুণায়, ছন্দময়তা, সুললিত সুর-তাল-লয়ে। আর সে-ই সুর, তাল, লয় ও ছন্দ বাজে প্রেমিকের বা কবির মনে। আপনার “সাথি ভাবীও” মুক্তমনার কথা জানে,পড়ে এবং বুঝার চেষ্টা করছে। আপনাকে ধন্যবাদ ও আপনি ভাল থাকুন।
আপনার সুপরামর্শ ভবিষ্যতে লেখার প্রচেষ্টাকে সহায়তা করবে। আপনাকে ধন্যবাদ।
ভালো প্রচেষ্টা (Y)
কমা(,) একটু কম দিলে মনে হয় ভালো হতো, আর অযথা ছন্দের মিল।