গোধূলির বেলা শেষে
হিরন্ময় বেদিতে বসে
আমায় নিয়ে
উড়বে আকাশে।
তমশার হাত হতে
মুক্তি পেতে
আঁচলে জোনাকি,
একটু ঝুঁকে দেখ
আমার সেই চিরচেনা
গ্রীবাভঙ্গীতে তোমার অস্তিত্ব।
সাগরের উচ্ছাসে
কিছু রঙ্গিন স্বপ্ন-
আজ ঠাঁই পায়
তোমার আমার
নিধুয়া কৃষ্ণের
মোহন বাঁশিতে।
@আফরোজা আলম,
আপনার কবিতার শব্দচয়ন খুব সুন্দর হয়েছে। রোমান্টিকতায় পূর্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু কবিতার জন্য নয়, দুর্দান্ত আবৃত্তি আর মন ভূলানো গানটা পেলাম আপনারই উছিলায়। (F) (F) আরো লিখুন।
@কেয়া রোজারিও,
আবৃত্তি টি আপনার নিজের? খুব, খুব ভাল লেগেছে। আরো শেয়ার করুন না প্লিজ।
@আকাশ মালিক,
অসংখ্য ধন্যবাদ গানের লিংক টার জন্য। আপনার জন্য (B) বরাদ্দ রইল।
খুব রোম্যান্টিক লাগলো। মনে ধরছে । কবিতা লিখবার মুঞ্চায় (((((
@সেপ্টেম্বর অন যশোর রোড,
অনেক ধন্যবাদ। ঝটপট লিখে ফেলুন একটা কবিতা-
বেশ ভাল লেগেছে
@সৈকত চৌধুরী,
এই ভালোলাগা আমার প্রেরণা।
সেকি! আপনিও দেখি আমার মত নিজেতে মেতেছেন!!
কবিতা ভালো লেগেছে।
@কেয়া রোজারিও,
হ্যাঁ,
নিজেরে হারায়ে খুঁজি,
তোমারই নয়ন মাঝে
অনেক দিন পরে ভালো আছি, মনে মনে তাই এই পুরনো গান গুন গুন করি 🙂
আপনাকে অনেক দিন পরে পেলাম। অনেক ভালো লাগল। হারিয়ে যান কেনো মাঝে মাঝে বুঝিনা।
আমার এমন ফালতু লেখা পড়তেই না হয় এলেন। আপনাকে নতুন বছরে (F) দিলাম।
@আফরোজা আলম,
চলুন গানটা শুনা যাক-
httpv://www.youtube.com/watch?v=M7zZYXwPtFE&feature=related
@আকাশ মালিক,
গানটা অনেক দিন পরে আবার শুনে চোখে জল এসে গেলো। কত নস্টালজিয়া ভর করেছে।
কত গান , কত স্মৃতি- আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই তাই একটা (F) আর (C)
@আফরোজা আলম,
হারিয়ে যাই নি তো, গৃহী বাউল তাই এদিক ওদিক ঘুরে ফিরে দেখি।
নতুন বছরে ফুলেল শুভেচ্ছা জানালেন…… ধন্যবাদ।
আমার তো আবৃত্তি ছাড়া দেবার কিছু নেই, তাই আমার প্রিয় কবিতা পাঠাচ্ছি আপনার জন্যে।
http://www.mukto-mona.com/Articles/keya/borsha.mp3
@কেয়া রোজারিও,
আগে আপনার কবিতা আবৃত্তিটা শুনলাম-পরে লিখছি। বলব কী এক কথায় অপূর্ব! অসাধারণ! অনেক দিন পরে শুনলাম আলাদা রকমের আবৃত্তি। গৃহী বাউল হলেও মাঝে মধ্যে এই অধমকে মনে করলে খুশি হব।
বেশ ক’বার আপনার কবিতা শুনলাম, সেই সাথে আকাশ মালিক ভাইয়ের দেয়া
নিজেরে হারায়ে খুঁজি।
আসলেই অনেক দিন পরে দূর্দান্ত ভাবে মন ভালো লাগছে। আপনাকে কী বলে যে ধন্যবাদ দেব, ভাবছি দেব না। খুব কাছের মানুষকে নো থাঙ্কস নো সরি। ঠিক কিনা 🙂
@কেয়া রোজারিও,
http://www.mukto-mona.com/Articles/keya/borsha.mp3
এই কবিতা এ ভাবে এমন সুমধুর কণ্ঠে যিনি আবৃতি করেছেন, তাকে বিনম্র শ্রদ্ধা ও শতকুটি মাথানোয়ানো সালাম। :guru: :guru: :clap :clap
অপূর্ব শব্দ চয়ন। বেশ লাগলো (F)
@কাজী রহমান,
এমন মন্তব্য পেলে বার বার লিখতে ইচ্ছে হয়। অনেক ধন্যবাদ, আন্তরিক ভাবে জানাই।
স্বপ্ন রঙ্গিন হয় , বিস্মৃতি আংশিক রঙ্গিন আর দূঃস্বপ্ন সাদাকালো।
বাস্তবে কৃষ্ণের বাঁশীর সুর ধুমকেতুর হৃদয়ে ধরায় কম্পন। (F)
@সংশপ্তক,
সুন্দর বলেছেন। এমন সুন্দর যখন বলছেন একটা কবিতা লিখে ফেলুন চট করে।
অনেক ধন্যবাদ আপনাকে।
@সংশপ্তক,
Under the Tunnel of dark
A dream is twisting
Under the Tunnel of life
A dead man is walking.
@সংশপ্তক,
অনুগ্রহ করে বাংলায় অনুবাদ করে দেবেন কি?
@স্বপন মাঝি,
যা বুঝলাম :
অবরুদ্ধ জীবনের সুরঙ্গে
স্বপ্ন যখন বদলে যায়
অমানিশা উপেক্ষা করে
মৃত্যুপথযাত্রী হেটে যায়।
বেশ, এবার আর বিষাদ নয় শুধুই সপ্ন সুখের মোহন বাঁশি।
@আকাশ মালিক,
সুখের মোহন বাঁশি? কি জানি- সুখ তো অচীন পাখি- এই ধরা দেই এই পালায়।
আপনাদের ভাল লাগায় আমার সুখ।
রোমান্টিকতায় পূর্ণ কবিতা খানি বেশ ভাল লেগেছে।
বুঝতে পারছি কবির উপর এখন অপার্থিব স্নিগ্ধ রোমান্টিকতা ভর করেছে :))
@রাজেশ তালুকদার,
আসলে কখন কি মনে করে লেখা অনেক সময় মনেও থাকেনা।
আরে ধুশশ! এখন কি আর সেই সময় আছে? কঠিন বাসব নিয়ে যুদ্ধ করতে গিয়ে সব হারিয়ে ফেলেছি।
আছে কেবল কবিতা– 🙂
ধন্যবাদ।
@আফরোজা আলম,
আপা, সব হারিয়ে শুধু কবিতা থাকলে মন্দ কি?
কবিতায় বসবাস
নেই কোন হিসাব নিকাশ।
খুবই সুখপাঠ্য কাব্যকথন। একটা সোনালী স্বপ্নের হাতছানি । মুগ্ধতার আবেশ ছড়ানো প্রতিটি পঙতিমালায়। ভালো লেগেছে খুউব। অভিনন্দন কবিকে। (*) (*)
@জালাল উদ্দিন মুহম্মদ,
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।