আমি তোমায় সব দেব
গোধূলির রং থেকে কৃষ্ণচূড়ার লাল,
নদীর কলকল্লোলে ভাটিয়ালীর সুর
অনাবাদি জমিতে ফসলের তাগিদ;

মাঠে মাঠে ছড়াব সোনালী ঘ্রাণ
মাটির সোঁদা গন্ধে ভরাব প্রাণ
লাঙলের ফলায় উঠবে নতুন শান।

উড়ন্ত তুলোর ভেলায় ভরে দেব একরাশ নীল
দূর দিগন্তে নীড়ে ফেরা পাখিদের একাগ্রতা দেব
দেব সুনামির ফণায় দিগ্বিদিক তুফান ছোটানো ঢেউ।
তমসার চক্রবাঁকে দূর সমুদ্রে হব লাইফবোট।

দেব জীবন নিংড়ে নিংড়ে এক টুকরো চুঁইয়ে পড়া স্বপ্ন
সময়ের অবিচ্ছেদ্য অঙ্গ থেকে আর একটা জীবন ধার দেব।

আমি তোমায় সব দেব;
কেবল স্বীকৃতি চাই-ভালবাসার স্বীকৃতি।