শোন প্রিয়া
নই আমি রূপালী পর্দার বেপরোয়া নায়ক
কিংবা কোন সুরকার
গানের ছন্দে যে বলবে তুমি আমার
আমি শুধুই তোমার।

তিলে তিলে ক্ষয়িষ্ণু এই জীবণ
ঘাত প্রতিঘাত সংঘর্ষে নিয়ত রিক্ত
জীবণ যোদ্ধা আমি
পারি না কভু মায়ার বাঁধনে হতে সিক্ত
মেকি খুশির মুখোশে
নিজেকে করি উপস্থাপন।

স্বপ্ন দেখি স্বপ্ন ভাঙে
আবার মনে নতুন কোন মন্ত্রে স্বপ্নের ছবি আঁকে
অধরা সুখ পাখিটা শিকারের তালাসে
হাজার হাজার মাইল দিয়েছি পাড়ি
আজো খুজে বেড়াই তারে
হয়তো কখনো পাব এই বিশ্বাসে।

ঘাসফুল, বেলি, চামেলি, চম্পা, জবার গন্ধ
টিনের চালে বৃষ্টির এলোমেলো রিমঝিম ছন্দ
ক্ষেত ফসলের মাঠ, ধূসর মেঠো পথের ঘ্রাণ
বেণী মাথায় কলসি কোলে কোন কিশোরীর পথ চলা
কৈশোরের দাপিয়ে বেড়ানো যত পরিচিত অলি গলি
রুক্ষ্ম তপ্ত নির্দয় আগ্রাসী ক্ষমাহীন বাস্তবতায়
আধুনিকতা আলিঙ্গনে অজান্তে কবে দিয়েছি সব জলাঞ্জলি।

মায়াবী ভালোবাসা কিংবা চির সবুজ স্বদেশের টান
সর্বত্র গেড়ে বসা দূর্বিসহ নৈরাজ্য হতাশা অভাব দূর্বৃত্তায়নের
বটবৃক্ষের ছায়ায় হয় ম্রিয়মান
বর্ণবাদী শীতল দৃষ্টিতে ভেসে আসা ঘৃণা করুণা উপেক্ষা মাঝে
বিষণ্ণ শ্রান্ত দেহে তবু প্রবাসেই পথ চলা।