বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার জন্য সৌদি আরবের বাদশাহ’র কাছে একটি চিঠি পাঠানো হয়। সে প্রেক্ষিতে সৌদি সরকার জানায়-
* “শরীয়াহ আইন অনুযায়ী হত্যার শাস্তি মৃত্যুদণ্ড। কেবলমাত্র নিহতের পরিবার এ দণ্ড ক্ষমা করতে পারে”
* “পবিত্র কোরানের বিধান অনুযায়ী হত্যাকান্ডের জন্য দণ্ডপ্রাপ্তদের ক্ষমা প্রদানের এখতিয়ার রয়েছে কেবলমাত্র নিহতের পরিবারের।”
* “নিহত হাসান আল সাইদ মিশরের প্রত্যন্ত জনপদ শারকাইয়া এলাকার অধিবাসী। ওই এলাকার অধিবাসীরা সাধারণভাবে হত্যার বদলে হত্যার নীতি একনিষ্ঠভাবে বিশ্বাস করেন।”
তাই আসুন সকল বাঙালি হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সকল বিভেদ ভুলে দয়াময় আল্লার কোরান ও সুন্নাহ’র আইন প্রতিষ্ঠিত করি।
—আমিন!
সৌদিতে ৮ বাংলাদেশীর শিরচ্ছেদ
সৌদিতে শিরশ্ছেদ হওয়া ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
Comment…সব ধর্মের ভালদিক এক জায়গায় করে একটি গ্রন্থ বানানো দরকার যে গ্রন্থের নাম হবে মানবিক গ্রন্থ।ধর্ম আসলে একটাই হওয়া উচিত।অনেক ধর্ম থাকায় যেকোনো একটিকে সত্য বলে মেনে নেওয়া যায়না।কিছু কিছু জায়গায় ধর্ম যে একেবারে মিথ্যা তাও নয়,কারণ-তা মিথ্যা হলেও তার উপরে ভর করে পৃথিবী যে কত পথ পাড়ি দিয়ে আজ এ পর্যন্ত এসেছে তার ব্যাখ্যা বিজ্ঞান সঠিকভাবে দিতে পারে না আর সেজন্যই সে প্রমাণহীন সত্য,বাংলা গ্রমাটিক্যাল ভাষায় যাকে বলে নিত্য সত্য।তাই আমাদের আমাদের আন্দলন ধর্মের বিরুদ্ধে করার আগে ধার্মিকের বিরুদ্ধ করতে হবে,কারণ-এই সব অন্ধ কুসংস্কারাচ্ছন্ন ভন্ড বক ধার্মিকদের প্রভাবে আসল ধর্মও এখন বলতে চাচ্ছে “ছেড়ে দে মা কেঁদে বাঁচি”
মিছিল মিটং করার ক্ষেমতা কি এইসব মুক্তমনাদের আছে নাকি,পাচাঁয় লাত্তি খাইলে ঠিক আল্লার নাম মুখ দিয়ে বের হয়ে আসবে।সবচেয়ে বড় কথা নাস্তিক্রা একটা খোরগোসের মত যারা নিরবে লুকিয়ে থাকতে পচন্দ করে।আচ্ছা ভাই সব বিশ্বাসী গাধা কারন তারা না দেখে ঈশরে বিশ্বাস নিয়ে নিছে তাহলে আপনি কি প্রমান করতে পারছেন যে এই মহাবিশ্বের কোন মালিক নাই?যদি করে থাকেন তাহলে কোথা থেকে এলো এত কিছু?
আপনি প্রমান করুন আপনার অভিজিৎ এই মহা বিশ্ব বানাইছে আমরা তাকে গিয়ে পুজা করি।কারন সে এটার দাবিদার না হলে আমি স্বাথপর হয়ে যাব।
আচ্ছা ভাই অন্যসব জায়গায় আপনাদের যুক্তিগুলো সুন্দর কিন্তু ইসলামের কথা বলতে ভাষা ঠিক থাকে না কেন?ভদ্র ভাষায় আমাদের ছোট করেন কেন?নাকি এটাই যুক্তিতে মুক্তির সবক।
ভাই,
ছবিগুলো দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি। আপনার ধারাবাহিক ও অর্থপূর্ণ চিত্রগুলো পুরো গল্পটিই যেন নিষ্ঠার সাথে তুলে ধরেছে! আবারো প্রমাণিত হল, “A picture is worth a thousand words”. এ পৈশাচিক বর্বরতা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। অথচ, এই সীমাহীন বর্বরতারও অনেক সমর্থক রয়েছে বাংলাদেশে, যাদের সাথে ফেইসবুকে ক্রমাগত কথার যুদ্ধ চালিয়ে ক্লান্ত হয়ে গেছি। সৌদির চেয়েও এখন বেশী বর্বর মনে হয়, আমার দেশের ঐসব মানুষকে যারা এই ঘটনাকে আল্লাহর আইনের সফল বাস্তবায়ন বলে জাস্টিফাই করে যাচ্ছে এখনও!
~আসুন মানুষ হই~
ঠিক কত গুলো জীনের পরিবর্তন ঘটালে নিজেকে মানুষ বলে দাবি করতে পারব, বুঝে উঠতে পারছিনা। আর কত বার বিবর্তিত হতে হবে বর্বর প্রাণী থেকে মানুষ হয়ে উঠতে আমার?
Bob Deylan কে খুব মনে পরছে 🙁
httpv://www.youtube.com/watch?v=tSSjM6-fUFE&feature=related
এটাই ইসলাম, যা আমাদেরকে বিশ্বের কাছে ডোবাচ্ছে।
আসুন ইসলামী শরীয়াহ আইন মেনে চলার কারণে সৌদী আরবকে সম্মানার্থে আগামী ৭ দিন সৌদী আরবের স্থলে চৌদী আরব লিখি।
সন্ধি দা। আপনার কালেকশন গুলো বেশীক্ষণ দেখে থাকতে পারলাম না। গতকাল ইউটিউবে শিরশ্চেদ এর ভিডিওটা সঠিক ভাবে দেখতে পারি নি।
এতটাই বর্বর যে আগে শুধু শুনতাম। এখন দেখতেছি। ধিক্ এই জাতিটাকে।
@রঞ্জন, (Y)
ছবিটাতো ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।
@শাখা নির্ভানা, হা তাই। আমি বুঝলাম না যে কেন এটা করা হল। এটা তো সত্য জিনিশ।তবু কেন এমনটা করা হল!!এতে কি সউদি সরকারের হাত আছে নাকি,কোন ধর্মপ্রান বাংলাদেশি নিজেই অভিযোগ করেছেন স্প্যাম হিসাবে!! কারন সবার আগে ত ইসলাম, মানুষ মরুক ক্ষতি কি? ইসলাম কে উন্নত রাখতে হবে যে।আমি আহত, কারন ভিডিও টা ডাউনলোড করতে পারলাম না।
@অচেনা,
সৌদিদের মত হামবড়া গবেটরা এই কাজ করবে না। সৌদিদের পদচুম্বনকারী ধর্মান্ধ বাংলাদেশিরাই এই কাজ করেছে বলে আমার বিশ্বাস।
@ফরিদ আহমেদ, জি ভাইয়া আমিও সেটাই মনে করি।
বিচারের নামে এ রকম ঠানডা মগজে খুন করার কারনে ঐ সব রাজা বাদশাদের
গলাতে রশি লাগিয়ে পুরো দুনিয়া ঘুরায়ে দেখানো উচিৎ।ছি; ছি; ধরমের নামে এরা কত
নিচে নামতে পারে। কত নিসঠুর আর নরাধম হতে পারে।
মানুসের উচিত – এদের বিরুদে আনদোলন গড়ে তোলা, বিপলব গড়ে তোলা। দুনিয়া থেকে
এদের চিরতরে উৎখাত করা।
@খালেদ হাশিম, আমার মনে হয় কি,ইসলামের নীতিতেই এই খুনিদের বিচার করা দরকার।খুনের শাস্তি খুন। কিন্তু পেট্রো ডলার এর মালিক সউদিদের কে হত্যা করতে পারে, যেখানে তাদের সাপোর্টার হল ইউএসএ।
@অচেনা, আপনার মনে হতেই পারে বাদশাদের উপর ইসলামী নীতি মতে বিচার হোক
খুনের বদলে খুন। তা হলেতো ওদের সাথে আমাদের কোন তফাৎ থাকবেনা। ্যে ধরম
আমাদের হবে তা হলো মানবতা। আমরা ওদের চেহারা খুলে ধরবো। ওদের কাজ-করম
ফাস করে দেবো। এ ভাবেই আমাদের সামনের দিকে আগাতে হবে।ভাল থাকবেন।
@খালেদ হাশিম, ইংরেজরা কিন্তু গান্ধীর ভয়ে ভারত ছেড়ে পালায় নাই, পালিয়েছে খুদিরামের মত সন্ত্রাস বাদি নেতাদের ভয়ে, যদিও সব কৃতিত্ব এখন পাচ্ছেন গান্ধীজী।নিউ টেস্টামেন্ট পরেছেন?ওখানে লেখা আছে তোমার শত্রু কে ভালবাস।ওই কাজ করতে গেলে কি হবে বুঝেন আশা করি?ভালবাসা দিয়ে কিন্তু হিটলার কে থামান সম্ভব ছিল না। আপনিও ভাল থাকবেন।
@খালেদ হাশিম, তেমনি ৭১ এ আমরা যদি যুদ্ধ না করে পাকিস্তানিদের বলতাম যে যত পার মারো আমাদের,তাহলে কিন্তু ৩ মিলিওন না পুরা বাঙালি জাতি নির্মূল হয়ে যেত।
ভিডিও দেখার সাহস আমার নাই তবে আপনার কাটুন গুলো আমি দেখেছি। মনের অভিব্যক্তি প্রকাশে অসাধারণ হয়েছে আপনার প্রতিটি কাটুন।
ভিডিওটা দেখার পর আমিও অসুস্থ বোধ করছি। কয়েক মাস যাবৎ রাত জাগি না। কিন্তু আজ ঘুমানোর আগে ডাউনলোড করে যখন ওই বর্বর দৃশ্য দেখলাম, তারপর থেকে কেমন যেন বিপন্ন বোধ করছি, ঘুম আসছে না। কিছুটা বমিবমি ভাব হচ্ছে। ‘৭১ না দেখলেও ২০১১ তে এসে এসব দেখতে হল। আর কতকাল দেখতে হবে জানি না। আরেকটা বিশ্রি ব্যাপার লক্ষ্য করলাম- শুধুমাত্র ধর্মের বিষয়টা জড়িত বলে ধর্মোন্মাদরা এর পক্ষে সমানে সাফাই গেয়ে যাচ্ছে। এই দেশের আমি কোনো আশা দেখি না। এখানকার ভার্সিটিগুলাতে তাবলিগ-জামাতের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। হলের মেয়েরা এখন রুটিন ডিউটি হিসেবে রুমে রুমে নসিহত করতে যায়। মুক্তবুদ্ধির চর্চা নাই বললেই চলে। যারাও বা করতে চায়, তারাও সন্ত্রস্ত হয়ে পড়ে চারপাশের ধর্মীয় গোঁড়ামীর প্রাবল্যে। আমাদের মেরুদন্ডহীনতার পেছনে এইসব কারণই যথেষ্ট। এ শুধু আঁধারের পথে চলা।
@সালমান, আমি এই ভিডিও টা একটা কাথলিক ফোরাম এ পোস্ট করলাম, যেখানে ধর্মপ্রান কাথলিকরা ( পোপের চামচারা) উঠে পড়ে লেগেছে ccc ৮৪১ কে সত্য প্রমান করতে। অদের এখন জিজ্ঞেস করব যে আপনাদের ঈশ্বর এই হত্যাকাণ্ড দেখেছেন কিনা, যেহেতু ccc ৮৪১ বলে যে মুসলিম আর ক্রিস্টিয়ান রা একই ঈশ্বর কে পুজা করে, আর ইসলাম একটি অসাধারন ধর্ম, কিন্তু আসলে কিছু উগ্রপন্থি মুসলিম ইসলাম কে নস্ত করছে।যাহোক আশা করি সাবেক পোপ ২য় জন পল এর কোরআন এ চুমু খাওয়াটা অনেকেই দেখেছেন।আসলে খ্রিস্ট ধর্মের ছত্র ছায়াতেই ত প্রাথমিক ইসলাম রক্ষা পেয়েছে, আরব পাগান দের হাত থেকে। :-Y
@অচেনা, চোরের সাক্ষি গাটকাটা আরকি 😉
@সালমান, ভাইজান আপনার উপমা যথার্থ।কারন ওরা( কাথলিক ফোরাম) আমার থ্রেড ডিলিট করে দিয়েছে। :rotfl: আমি এটাই আশা করেছিলাম।
@অচেনা, এরা এইটা একটা “কাম” করল?? :-X
@সালমান, হাহাহাহা, কি আর করা যাবে বলেন। ঈশ্বর ভক্ত রা আল্লাহ ভক্তদের মত মারাত্মক কিছু না হলেও, প্রতিবেশীর প্রতি একটা কর্তব্য আছে না? 😉
:-s
দেখুন সৌদি রাষ্ট্রদূত ৮ জনের শিরচ্ছেদের ব্যাপারে কি বলছে !!!
ওদের কি কখন বোধদ্দয় হবে না যে ওরাও মানুষ ,হায়রে ইসলাম!!!
@আস্তরিন, বোধোদয় হলে তো আগেই হত তাইনা ভাইয়া?১৪০০ বছরেও যখন হয়নি সেটা, আদৌ কোনদিন হবে বলে আশা করতে আমি কিন্তু ভরসা পাইনা।
মুক্তমনায় স্বাগতম। আপনার করা কার্টুনগুলো অসাধারণ হয়েছে। বাঙালির চেতনার জগতে আঘাত হানবে বলেই আমার বিশ্বাস।
কোরান সুন্নাহর আইন অনুসারে আমি শরিয়া আইনের প্রবর্তকের প্রকাশ্যে শিরোচ্ছেদ দেখতে চাই।
@অভীক দা, আমিও তাই চাই। আমি নাস্তিক, কাফের তাই আমার শিরচ্ছেদ করা হোক।
মুক্তমনায় লেখা বৌনি করার শুভেচ্ছা।
অনতিবিলম্বে কোরান সুন্নার আইন চালু করা হোক।
@অভিজিৎ,
এবং সেই আইন এর অধীনে প্রথম যুদ্ধাপরাধীদের শাস্তি প্রদান করা হউক।
@অভিজিৎ, আমার কর্মস্থলে নানাবিধ ঝামেলার কারণে মুক্তমনায় পোস্ট দিতে দেরি হয়ে গেল বলে দুঃখিত। মুক্তমনায় লেখা প্রকাশের সুযোগ দেয়ায় আপনাকে ধন্যবাদ।
বস্তুত সউদি’র ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং কিছুটা অসুস্থও বটে! এর কারণ ইউটিউবের ভিডিও দর্শন। শিরচ্ছেদ করার কিছু ভিডিও দেখার পর হতে আমি সত্যি সত্যিই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় কোন কিছুই আর ভাল লাগছিল না।
সউদি’র বর্বরতা এতোদিন শুধু শুনেই আসছিলাম। বাঙলাদেশের গরিব-নীরিহ ৮ জন মানুষকে প্রকাশ্য জনসম্মুখে মস্তক ছিন্ন করে সউদি সরকার ইসলামের বীভৎস রূপটিই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। ইসলামের স্বরূপ উম্মোচনে আরও সময় দরকার। কারণ সউদি সরকার সহসা এই বর্বরতা বন্ধ করবে বলে আমার মনে হয় না। তবে অন্তর্জালের এই যুগে, প্রযুক্তির কল্যাণে বিশ্ববাসী তাৎক্ষণিকভাবেই এ ধরনের বর্বরতার খবর জানার সুযোগ পাবে। আর এ ঘটনাগুলো বিশ্ববাসীর নিকট প্রকাশ করে ইসলামের প্রকৃত রূপ দেখিয়ে দেয়ার প্রয়োজন অনুভব করছি। মুক্তমনা সকল নাগরিকেরই তা করা উচিত।
গত ২ দিন ধরে আমার অফিসে সারাক্ষণই সউদি’র এই বর্বরতার বিষয়ে আলোচনা হয়েছে। কট্টর ধর্মান্ধ সহকর্মীরাও এর তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছে। তাদের কাছে আমার প্রশ্ন ছিল এটাই কী ইসলামের শান্তির নমুনা! কেউই সদুত্তর দিতে পারে নি। ইন্টারনেটের কল্যাণে বাঙলাদেশের কিছু জারজ মুসলমানের প্রতিক্রিয়া জেনে আমি বিস্মিত ও হতবাক। নিজের দেশের মুসলমান ভাইদের উপরে এহেন নির্মমতা ও নৃশংসতা ঘটানোর পরও তারা কোন লজ্জায় সউদি’র এই হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে। আরবদের এই বিকৃত পাশবিকতা ও নৃশংসতাকে ঘৃণা ও প্রতিরোধের একমাত্র উপায়ই হচ্ছে ধর্ম নামক জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে ছুঁড়ে ফেলে সভ্যতা ও মানবতার পথে যাত্রা শুরু করা। ধর্মের বিনাশই এ থেকে আমাদের মুক্তি এনে দিতে পারে। আজ বিশ্ব মানবতা ধর্মের ধৃঙ্খল হতে মুক্তি চায়।
@জোবায়েন সন্ধি,
অসভ্য,বর্বর, মধ্যযুগীয় সৌদি আদিম হায়েনাদের :-[ :-[ :-[ :-[ :-[ এমন জল্লাদীয় দৃশ্য দেখে একবিন্দুও স্থির থাকতে পারলাম না। :-X :-Y এই হায়েনাদের প্রতি যাদের দরদ উতলিয়ে পড়ে তাদেরকে যে কি বলব সে ভাষা এখন আর খুঁজে পাচ্ছি না……শুধু একদলা থুথু মুখের উপর থুক্কু মেরে ছুঁড়ে দিলাম।
আমাদের দেশের গনতন্ত্রের নামধারী মুক্তিকামী মানুষগুলি কই গেল ? তাদেরকে তো বাংলাদেশে অবস্থিত সৌদিএম্বাসি ঘেরাও দিতে দেখা গেল না।অথবা ২৫ লাখ যেসব বাংগালীরা সৌদিতে বাস করে তারা কি এ নারকীয় হত্যাকান্ডের জন্য বাংলাদেশ এম্বাসি ঘেরাও সহ কোন প্রতিবাদ-ট্রতিবাদ করেছে ? জানি না । কারন কি এরা গরীব-মিসকিন বলে ??
জ্বলন্ত ছবিসহ লেখাটি আমাদের সাথে শেয়ার করার জন্য (F) শুভেচ্ছা রলো।
@মাহবুব সাঈদ মামুন,
ভাগ্যিস আপনি ভিডিওটা দেখেন নি। ফারুককে উত্তর দিতে গিয়ে একবার ভেবেছিলাম যে, ভিডিওটা পোস্ট করে দিয়ে জিজ্ঞেস করি যে, এটা আগে দেখে তারপর সৌদিদের পক্ষ নিয়ে কথা বলতে আসুন। মুক্তমনার পাঠকরা ওই ভিডিও দেখলে, তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে যাবে, এটা ভেবেই পরে ক্ষান্ত দিয়েছি।
@ফরিদ আহমেদ,
অসুস্থ্য হলে হউক,ক্ষান্ত দিয়েন না । এমন ভিডিও আসলে সবার দেখা দরকার।বুঝুক ১৪০০ বছরের পুরানো ইসলাম ধর্ম নামের বর্বর শারিয়া আইনের শানে নযুল কি ভয়াবহ সুন্দর। আর আমাদের দেশে যারা শারিয়া আইন প্রনোয়ন করতে চায় তাদের এই পশুবৃত্তির অবস্থা দেখে মানুষ শিখুক,অনুমান করুক যদি তারা এককভাবে একবার ক্ষমতায় যায় তাহলে
আমাদের জন্য কি ভয়াবহ আগামী অপেক্ষা করে আছে।
:-X
ভিডিওটা দিচ্ছি। তবে, দুর্বলচিত্ত যাঁদের, তাঁরা দেখবেন না বলে আশা করছি। সেই সাথে বাচ্চারাও যাতে এই ভিডিও কোনোক্রমে না দেখে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন করার অনুরোধ রইলো।
httpv://www.youtube.com/watch?v=0eL9nKm79qo
@ফরিদ আহমেদ,
অনেক ধন্যবাদ। আজ রাতে ঘুম থেকে এমন জঘন্য জল্লাদদের দু~স্বপ্ন দেখে যেন ঘুম না ভেংগে যায় এর জন্য দোয়া কইরেন।কারন এমনিতেই আজকাল শুধু চারিদিকে জল্লাদের রক্তের হোলি দেখতে দেখতে এখন প্রতিনিয়ত বার বার শুধু ঘুম :-[ থেকে হাল দিয়া উঠি।
কালের কন্ঠের নিউজ দেখুন এখানে
@ফরিদ আহমেদ, ভাইয়া ভিডিও তা কি আছে এখনো? আমি ত ক্লিক করে দেখলাম যে রিমুভ করা হয়েছে।
@অচেনা,
হ্যাঁ, সরিয়ে দিয়েছে ভিডিওটা। খুঁজে পেতে ছোট্ট আরেকটা ভিডিও পেলাম। আগের ভিডিওটা অনেক দূর থেকে তোলা ছিল। এই ভিডিওটা খুব কাছের থেকে তোলা। শিরোচ্ছেদ পরিষ্কারভাবে দৃশ্যমান। ভয়াবহ পৈশাচিক একটা দৃশ্য। কাজেই, আরো বড় ধরনের সতর্কতা জারি করে দিলাম। ফারুকের মত ধর্মান্ধ নরপিশাচ ছাড়া বাকীদের পক্ষে এটা দেখে সহ্য করা কষ্টকরই হবে।
httpv://www.youtube.com/watch?v=Rvo3lEu2jCk
@ফরিদ আহমেদ, ভাইয়া, আমি ডাউনলোড না করে দেখতে পারি না ভিডিও। স্লো নেট আমার।এটা মনে হয় ডাউনলোড হবে না। আমি ত ইউটিউব ডাউনলোডার দিতে চেষ্টা করলাম। কিন্তু বার বার বার্থ হচ্ছি।
না অনেক কষ্টে দেখলাম এবার। গা তা রিরি করছে ভয়ে।মনে হচ্ছে যে কোন হরর ভিডিও গেম এর কাট সিন দেখলাম। ;-(
@ফরিদ আহমেদ,আপনার ক্লিপটি দেখতে পারলাম না, ইউটিউব ওটিকে ব্লক করে দিয়েছে। দয়া করে ক্লিপটি আমার মেইলে পাঠালে খুবই কৃতজ্ঞ থাকবো। আমার মেইল : [email protected]
@মাসুদ কামাল,
আমার কাছে ক্লিপটা নেই। ইউটিউব ভিডিঈটা মুছে ফেলবে, এটা মাথায় আসে নি আমার। সে কারণে ডাউনলোড করে রাখা হয় নি। বাংলা ভিশনের খবরের একটা অংশ এখানে দিচ্ছি। এতে শিরোচ্ছেদের কিছুটা চিত্র পাবেন।
httpv://www.youtube.com/watch?v=Nz49Z4dnbNY
@জোবায়েন সন্ধি,
আপনাকে কাছে পেয়ে শক্তি আরো অনেক বাড়লো। স্বাগতম
@জোবায়েন সন্ধি,
আরে ভাই এইডা তো খোদার দ্যাশ, খোদার আইন চালু না রাখলে কি অয়? খোদার আইনে যা আছে সৌদিররা তো তাই করবোই! হোনেন নাই সৌদর এক রামছাগল গতকাল সংবাদ সম্মেলন করে কি কইছে? (হের বাঙালি মেচি বিলাই বাংলায় তর্জমা হরছিলো)। ইসলামের আইন মানবাধিকারের উপরে। হেরই লাইগ্যাই তো মানুষ মারুম বেহেশতে যামু, নিজে মরুম ধর্ম রাখুম! বিচার মানি তয় তালতলার জমিডা মোরই। এগুলা যা-তা আইন নয়, স্বয়ং খোদার আইন! হেরলাইগ্যা মানতেই অইবো, নাইলে বেহেশতের হুরপরীরা সব যে হাতছাড়া অইয়া যাইবো। এর প্রতিবাদ করনের ক্ষমেতা মুসলমানদের নাই। সরকার তো মেচি বিলাই। এই ধর্মডা তো Ôপিচফুল ধর্মÕ এর জন্য মরলে বেহেস্ত নিশ্চিত। তাবারির আঘাতে মুন্ডুপাত হরার সময় সূরা পড়ে ওদের হগল পাপ ধুয়ে ফেলছে, হেইর লাইগ্যা অগো বেহেশত নিশ্চিত অইয়া গেছে।
যাকগে একটি সত্য ঘটনা, ইন্টারমিডিয়েট পাশ নামাজি এক সহকর্মীকে কইছিলাম, অফিস সময়ে এই যে কাজ ফেলে নামাজে যান, এতে লাভ কি? আমার অধস্তন হওয়াতে উত্তর না দিয়ে সে হাসছিলো। দ্বিতিয় প্রশ্ন করলাম, বলেন তো কোরানে লেখা আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে অথচ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে পৃথিবী ঘোরে আপনি কি মনে করেন? উত্তরে সে বলেছিলো, Ôযেহেতু কোরানে আছে সেহেতু আমি তাই বিশ্বাস করি।Õ কি বললো এসব মূর্খ মুসলমানদের? পারেন তো প্রতিবাদ মিছিল করেন, কোরানের পাতায় পাতায়ে সেসব অমানবিক আইন আছে তার বিরুদ্ধে রাস্তায় নামেন। পৃথিবীতে একটিও খ্রীস্টান বিশ্ব, হিন্দু বিশ্ব নাই কেন? কেন নাই খ্রিস্টান আইন, হিন্দু আইন, আছে শুধু মুসলিম আইন। সব মুসলিম দেশেই এ আইন আছে, আমাদের দেশে যেমন মুসলিম পারিবারিক আইন রয়েছে, তাও জঘন্য।
আমিও ২ দিন আগে সদস্য পদ পেলাম। মুক্ত-মনা এডমিন কে ধন্যবাদ।যদিও বুঝতে পারছি না যে কিভাবে, অথবা কোন বিষয় নিয়ে প্রথম লেখাটা লিখব। কেউ লিখলে মন্তব্য ভালই করতে পারব।কিন্তু লেখার টপিক খুজে পেতে মনে হচ্ছে আমার কিছুটা সময় লাগবে।
যাহোক সন্ধি আপনি যে ছবি গুলো আপলোড করেছেন সেগুলো ভাল লাগল। কি বর্বরতা!আসলে এটাই হল ইসলামের আসল রুপ, যা মুসলিম রা কোনদিন বুঝবে কি?আমার জানা নেই!আচ্ছা বিক্ষোভ টা কতো দিন চলবে?স্বাধীনতার ৪০ বছর পর আজ আমাদের দেশে অনেক লোক আবার যেন পাকিস্তানি হয়ে গেছে। নিজে চোখে দেখেছি আমি বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায় তাদের পাকিস্তান কে সাপোর্ট করতে।তো যেহেতু সৌদির মত পবিত্র ভুমিতে এই হত্যাজজ্ঞ হয়েছে, এর বিরুদ্ধে মুসলিম রা কত দিন বিক্ষোভ করবে?আমার জানা নেই। 🙁
@জোবায়েন সন্ধি,
একি রকম অভিজ্ঞতা আমার। এরা সাধারণ মুসলমান। সউদি বর্বরতায় প্রচন্ড ক্ষুব্দ। কথা বলে মনে হয়েছে, মানুষের মানবিক বোধের কাছে ধর্মীয় বোধ কখনো কখনো হেরে যায়।