তার কোন জন্ম নেই
কোন মৃত্যু নেই
কোন বয়স নেই
নেই কোন সীমা, নেই কোন পরিসীমা
তবে কী তার জীবন
কী তার জীবনের পরিক্রমা?

তার নেই কোন আকার
নেই কোন আকৃতি
তবে কী তিনি, কী তার রূপ
কী তার প্রকৃতি?

তার নেই কোন ওজন
নেই কোন আয়তন
তবে তিনি দেখতে কেমন?

তিনি সাত আসমানের উপরে করেন বাস
সেথায় তিনি কীভাবে নেন শ্বাস-প্রশ্বাস?
সেথায় নেই কোন অক্সিজেন
তবে তিনি কী উপায়ে নিশ্বাস নেন?
যদি কোন জীবিত জিনিসের না থাকে শ্বাস-প্রশ্বাস,
এমন অদ্ভুত চিজে লোকে কীভাবে করে বিশ্বাস?

তার নেই কোন আদি
নেই কোন অন্ত
তবে তিনি কী মৃত না জীবন্ত?

তার নেই কোন আহার, নেই কোন নিদ্রা
জাগতিক কোন ঘটন-অঘটনে
তার নেই কোন ক্রিয়া-প্রতিক্রিয়া।
তবে নিশিদিন জাগিয়া জাগিয়া
তিনি করেন কী ক্রিয়া?

তার নেই হস্ত-পদ-স্কন্ধ
নেই মাথা কল্লা
তবে তিনি কেমন আল্লা?

তার নেই কোন লিঙ্গ
নেই কোন অঙ্গ-প্রত্যঙ্গ।
নেই স্বামী, নেই স্ত্রী
নেই পুত্র, নেই কন্যা
নেই কোন পরিবার
এ কেমন তাজ্জব ব্যাপার!

তার নেই কোন সমকক্ষ
নেই কোন সমতুল্য
তিনি অতুল্য।
তিনি অসীম, নিঃসীম কিন্তু নিঃসঙ্গ
তবে কী আছে তার জীবনে রঙ্গ,
কী তার অশেষ-জীবনের মূল্য?

সবকিছুতেই শুধু নেই নেই
চক্ষু নেই,কর্ণ নেই, নাসিকা নেই
দেখা নেই, সাক্ষাত নেই, প্রমাণ নেই।
নিখিল জগতে এমন কোন ব্যক্তি বা বস্তু নেই।
তার মানে তিনি নিজেই নেই?