হও বলাতেই হইলা; বল বলতেই বইল্লা
কর বললে করলা, চল বললেই চললা।
ছয় দিনেতে হয়; তা পাক কিতাবে কয়
মনে রাইখো ভয়; না হইলে মুক্তি নয়।
দেন মোহরে কেনো; শস্য ক্ষেত্র জেনো
অ্যাকে যেন তেন, চার পর্যন্ত মেনো।
গুনে হিসাব মানা; বিজ্ঞানে ভুল জানা
সৃষ্টির আছে কর্তা; না মানলে ভর্তা।
ধর্ম হইল ভূয়া; তুলবে যেবা ধুঁয়া,
রগ কাটো তার, কর বিল্লা পার।
মইরা স্বর্গ চাও; জিহাদ পুণ্যি নাও
খিচ্চা কতল কর; বেহেস্তি পথ ধর।
গোপন কথা কই; অ্যালাহর নামে সই
আকাম হইব কাম, কামের মাপে দাম।
টেকির কথা কই; আমি সবখানেতে রই
সার্চে পাইবা দম; অ্যালাপ্যাঁক ডট কম।
এর মাঝে পালক পুত্রের সুন্দরী বঊ থাকলে কোন অসুবিদা আছে কী?
@shahin,
অসুবিধা মোটেও নাই, তবে শর্ত আছে। পালক পুত্রের স্ত্রীকে আউলা বেশে দেইখা কামোদ্রেক হইলে তালাক আদায় পরবর্তী শুভ বিবাহ জায়েজ। কামুক মহম্মদ নিজেই এই কাম করছে। ঠিক মত বাগাইতে চাইলেঃ
প্যাঁক কিতাবে দেখুনঃ সুরা ৩৩ (আল আযহাব); আয়াত ৩৭
অ্যালাপ্যাঁক কইছে, প্যাঁক কিতাব না মানলেই বরং অসুবিধা। চাইর মানে কিন্তু হুদা চাইর না। ধর ছাড় পদ্ধতি ব্যাবহার করেন, হালাল আছে, চাইর মানে চাইর না।
ন্যাকবানেরা আপ্নের হেদায়েত করুক। :))
বড্ড চিন্তাতে ফালাইলেন ভাই :-s :-s :-s
@রাজেশ তালুকদার,
চিন্তা কইরেন না। পারলে দূত হইয়া যান; অনলাইন, নয়া ওহি নাজিল করায়া দিমু। নতুন প্রজন্ম বাণী দেখতে পারতাছে না। :-X
@কজী রহমান,
দারুন হইছে। অ্যাঁল্লাপ্যাঁক নিশ্চিত আপনার জন্য হুর সাজাইয়া রাখছে।
@হেলাল,
কিছু বদ টেকি হার্ড টাইম দিতাছে। হেভি হ্যাকাইতাছে। আনাল হক আপাতত আমি মহা ম্যাড। বোররাক লইয়া হ্যাকার দাবড়াইতাছি। হুরের গ্যারান্টি আছে। আপাতত চাইরটা হক্কের আর বাকিডি গোপনে চালু রাখেন।
টেকি আপডেটঃ এসএসএল সার্টিফিকেট ব্রোকেন বইলা গুগল ঐখানে যাইতে মানা করতেসে। woot.com অরে রেড সিগন্যাল দেখাইতেছে (অন্ধ বিশ্বাসের ভাইরাস,ওয়ার্ম ইত্যাদি ছড়ানোর প্রমান পাওয়া গেছে)
এদিকে তুরস্কের বিশ্ব হ্যাকার কম্যুনিটিতে বাজ নিউজ হিসেবে দেখা যাচ্ছে কোন এই সাইটের ডি.এন.এস ট্র্যাক করতে গিয়ে তারা দেখেছে ওদের ডেডেকেটেড সার্ভার বাংলাদেশের নড়াইল জেলার এক হাফিজিয়া মাদ্রাসায় রাখা হয়েছে।
উইউনিয়ন কনক্যাট ইনজেকশন মেরে অ্যাডমিন পাশওয়ার্ড বের করে RNBW টেবিল ব্যবহার করে ডিকোড করার পর দেখা গেছে সেটি itfum_inima !!
@টেকি সাফি,
আরে এ যে দেহি জরুরী অবস্থা। এখন কি হইব। যাউজ্ঞা চিনারা মনে কয় কি বোর্ডে আঙ্গুল দিছে। নড়াইলের অদুরে ঘাটাইলে একটা চন্দ্রবিন্দু লাগায়া এন্টার করেন তো দেখি।
কি মুসিবত, এহ হে কি মুসিবত। :-s
@টেকি সাফি,
আরে টেকিদূত, অরা তো এখনও হ্যাকাইতাছে। আমিনী রে এউজ্ঞা ক্যাট ইনজেকশন দিয়ে ওর মুফতিগিরি থামান যায় না? আফনের জন্য পুরস্কারঃ চিরযোবতি একগ্রোশ হুর।
দারুন লাগল।ছন্দে ছন্দে সিরিয়াস কিছু কথা!
@রাহনুমা রাখী,
এটা তো রম্য রচনাও।
বিভাগ: অবিশ্বাসের জবানবন্দী, ধর্ম, নারীবাদ, মানবাধিকার, মুক্তমনা, রম্য রচনা।
আপনার দারুণ লাগলো জেনে আমার ভালো লাগলো। আপনার মন্তব্যটার ব্যাখ্যা পেলে আরও ভালো লাগত।
মুক্তমনায় স্বাগতম। (F)