প্রানপনেতে একটা আমি মরামানুষ খুঁজছি
কথা বলা; সত্যবাদী, মরা মানুষ খুঁজছি।
অনেক সূর্য পার করে, অনেকগুলো রাত ধরে
অনেক দুরের পথ হেঁটে; সেই মরাটা খুজছি।
আমার কিছু প্রশ্ন ছিল, অল্প কিছু কথা ছিল
কথা বলা; সাক্ষী দেবার, একটা মরা খুঁজছি।
এদিক সেদিক কতই গেলাম, জলের থেকে ডাঙ্গা;
পাহাড় ভেঙ্গে ঐ উপত্যকা, আর খন্দ থেকে খানা,
ডানে বামে ডাক পেড়ে, বাতাসটাকে চিরে ফেড়ে;
দশ দিকেতে ঘুরে ফিরে, কি খোঁজাই না খুঁজছি।
আমার কিছু প্রশ্ন ছিল; অল্প কিছু কথা ছিল,
কথা বলা; সাক্ষী দেবার, সেই মরাটাই খুঁজছি।
ঘরে শুধোই বাইরে শুধোই, চেনা জানা সবকে
পাগলা নাকি হয়ে গেছি নালিশ করে ভাইকে।
ভাবনা গুলোর আরোপকারী খাতনাকারী মা বাপ
ওরাও বলে সাক্ষী নেইযে যতই করি লাফ ঝাপ।
আমার কিছু প্রশ্ন ছিল; খুব অল্প কিছু কথা ছিল,
কথা বলে সাক্ষী দেবে, আরে; তাই মরাটা খুঁজছি।
কাজী রহমান
আচ্ছা, মরা মানুষ কেন খুঁজছেন বুঝলাম না। যেখানে কোটী কোটী জীবিত মানুষ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে–সেখানে মরা খোঁজা একটু বেমান মনে হচ্ছে। মরা মানুষ দিয়ে কি কিছু করা যাবে?—ডাক্তারী বিদ্যা ছাড়া?
তবুও কবিতাটা খুব ভাল লাগল–একেবারে নতুন ধাঁচের লেখা। আপনার লিখার হাত ভাল; সহজ , সরল ও সুপাঠ্য।
@আবুল কাশেম,
শর্তটা মিস করেছেন বোধ হয়। কথা বলা; সত্যবাদী, মরা মানুষ খুঁজছি। আপনি মন্তব্য করেছেন তাতেই কিন্তু আমার খুব ভালো লাগছে।
আমার ঋণ কবিতাটা একটু পড়বেন প্লিজ। আমার লক্ষ্য হচ্ছে একটু সহজ সরল ভাষা এবং ভঙ্গিতে মুক্তচিন্তা নিয়ে পাঠকের কাছে পৌঁছানো। চেষ্টা চালিয়ে যাব। দেখা যাক। :))
আমার বর্তমান অবস্থার সাথে অনেকটা মিল খুঁজে পাচ্ছি। 🙁
আপনার জন্য সহমর্মিতা। (F)
@নিটোল,
শুভারম্ভ। শুভেচ্ছা জানাতেই তো বসে আছি। এখন খোঁজাখুঁজি বন্ধ করে নিশ্চই সূমুখপানে চলছেন। নতুন কিছুর সন্ধান পেলে জানাবেন। আমার ঋণ, অন্ধ রাজহাঁস পড়ার আমন্ত্রন রইল। ভালো থাকুন। (D)
(Y) :clap
@হেলাল, :guru:
@হেলাল,
লগ ইন না করেই মন্তব্য উত্তর করেছিলাম। দেখতে পাচ্ছি না। ইমো দুটোর জন্য অন-নেক ধন্যবাদ।