বিগত কয়েকদিন ধরে ডারউইন দিবস উপলক্ষে মুক্তমনায় নতুন পাঠকদের উপস্থিতি এবং অন্যান্য আণুষঙ্গিক কারণে আমাদের সার্ভারের উপর অত্যধিক চাপ পড়েছিলো। আমরা তার সমাধান হিসেবে আজ সকালে আরো অধিকতর বেশি মেমোরি বিশিষ্ট সার্ভারে মুক্তমনাকে সরিয়ে নিয়েছি। এর ফলে মুক্তমনা সাইটের গতি আশানুরূপ বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি। এই প্রতিস্থাপনের সময়গুলোতে ব্লগারদের করা কিছু মন্তব্য এবং শেষ দু একটি পোস্ট মুছে যেতে পারে। যদি কেউ লক্ষ্য করেন যে তার মন্তব্য কিংবা পোস্টটি মুক্তমনায় দেখা যাচ্ছে না, তাহলে পুনরায় পোস্ট দিতে অনুরোধ করা হচ্ছে। তবে সার্ভার পুরোপুরি স্থিতিশীল হবার পরেই পোস্ট দেয়ার অনুরোধ করছি।
বার্তাবাক্স সহ কিছু প্লাগইন আপাততঃ বন্ধ রাখা হয়েছে। সার্ভার মাইগ্রেশনের সমাপ্তি এবং স্থিতিশীল হবার পরই আমরা সেগুলো নিয়ে পুনরায় কাজ করার আশা প্রকাশ করছি।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
রামগড়ুড়ের ছানা-
ই-বার্তা কী সকলেই ব্যবহার করতে পারে না?
স্পিড আসলেই বেশ ভালো হয়েছে।
গতি আসলেই বেড়েছে।
একটা ব্যাপার বলা দরকার। কেও কেও দেখলাম ভেবে বসেছে মাইগ্রেশনের কাজ আমি করেছি বা করছি যা আমার জন্য বিব্রতকর। আসলে এখানে আমার হাত নেই,মেইন সার্ভারের কাজগুলো সামলান অন্য একজন ভদ্রলোক,আমি শুধু ব্লগের টেকনিক্যাল কাজ করি।
কিছু ফিচার আবারো ডিঅ্যাকটিভ করা হয়েছে। কিছু পরীক্ষা করার পর আবার চালু করা হবে।
গতি অনেক বেড়েছে।
গতি বেড়েছে বলেই মনে হয়। কয়েক দিন ধরে এ সাইটে আমি ঢুকতেই পারছিলাম না। আমার নেটের গতিও কোন অজ্ঞাত কারনে অনেক কমে গেছে।
(D)
ঢাকায় এসেছি। চমতকার গতি। ক্লিক দেয়ার সাথে সাথে পেজ ওপেন হচ্ছে। আই কানেক্ট ব্যবহার করছি, ফল খুবই ভালো। এমন গতি যদি গ্রামেও পাওয়া যেতো তাহলে কত ভালই না হতো!
প্রিয় এডমিনকে অনেক ধন্যবাদ। (Y)
সাইটের গতি বৃদ্ধি নিয়ে সন্দিহান! এখনো বুঝতে পারছি না।
যদি আসলেই বাড়ে তাহলে বুঝতে হবে মুক্তমনার সার্ভার মাইগ্রেশনের সাথে সাথে আমার কম্পু আর নেটের গতি কমেছে। :-X
@শ্রাবণ আকাশ, আমি তো গ্রামীনফোনের দুঃখজনক গতির কানেকশন নিয়েও ভালই ব্রাউজ করতে পাচ্ছি!