প্রতিটি বইমেলাতেই মুক্তমনা সদস্যরা প্রগতিশীল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার সাথে সংগতিপূর্ণ অসংখ্য বই প্রকাশ করে থাকেন। পাশাপাশি তারা প্রকাশ করেন প্রবন্ধসংকলন, গল্প, কবিতা এবং উপন্যাস গ্রন্থও। প্রকাশ করেন রম্যরচনা সংকলন, লিটল ম্যাগাজিন কিংবা সাময়িকী (বিগত কয়েকটি বই মেলায় বেরুনো এধরণের বইয়ের একটা তালিকা পাওয়া যাবে এখানে)।
আমরা আশা করছি এবারো সেই ধারার কোন ব্যতিক্রম হবে না। ইতোমধ্যেই ফেসবুকে এবং অন্যত্র মুক্তমনা সদস্যদের প্রকাশিতব্য বেশ কিছু বইয়ের কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে, নানা জায়গায় বইগুলো আলোচিত হচ্ছে। ‘অবিশ্বাসের দর্শন’, ‘পার্থিব’, ‘অবমুক্ত গদ্যরেখা’, ‘ছড়া মহাশয়’, ‘আস্তিকতা-নাস্তিকতার দ্বন্দ্ব’, ‘ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা’সহ নানা বইয়ের খবর বিভিন্নজনের মুখে মুখে ফিরছে। আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন। এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন। বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন – ইমেইলে ([email protected] – এই ঠিকানায়)। বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান। সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো –
বইয়ের সম্পূর্ণ শিরোনাম বইয়ের লেখক বা সহলেখকদের নাম বইয়ের বিষয়/ধরন বইয়ের পৃষ্ঠা সংখ্যা বইয়ের প্রকাশকের নাম বইয়ের প্রচ্ছদশিল্পীর নাম এবং বইয়ের মুদ্রিত মূল্য
মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি আমরা বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করব।
আপনাদের সহযোগিতার জন্য মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ, এবং বইমেলা উপলক্ষ্যে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের আগাম উষ্ণ অভিনন্দন (F) ।
আপডেটঃ ২০১১ সালে প্রকাশিত এবং প্রকাশিতব্য বইগুলো:
বই | তথ্য |
অবিশ্বাসের দর্শন লেখক: অভিজিৎ রায় এবং রায়হান আবীর (বিজ্ঞান ও দর্শন বিষয়ক গবেষণাগ্রন্থ) প্রকাশক: শুদ্ধস্বর |
|
দ্বি ধা লেখক : মোজাফফর হোসেন ও রাতুল পাল (গল্প সংকলন) প্রকাশক: অন্বেষা |
|
রোদের অসুখ লেখক: আশরাফ মাহমুদ (কবিতা) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
তখন ও এখন সামাজিক রূপান্তরের রেখাচিত্র লেখক: গীতা দাস প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
রৌদ্র লেখক: কামরুন নাহার (কবিতা) প্রকাশনা সংস্থা: মনন প্রকাশ |
|
ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা সম্পাদক: অনন্ত বিজয় দাশ (সংকলন গ্রন্থ) প্রকাশনা সংস্থা: অবসর প্রকাশনা |
|
পার্থিব লেখক: অনন্ত বিজয় ও সৈকত চৌধুরী (প্রবন্ধ সংকলন) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
অবমুক্ত গদ্যরেখা লেখক: রণদীপম বসু (প্রবন্ধ সংকলন) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
ইয়ারার তীরে মেলবোর্ন লেখক: প্রদীপ দেব (প্রথম প্রবাস / ভ্রমণ কাহিনী) প্রকাশনা সংস্থা: মীরা প্রকাশন |
|
আস্তিকতা-নাস্তিকতার দ্বন্দ্ব লেখক: আলমগীর হুসেন (প্রবন্ধ সংকলন) প্রকাশনা সংস্থা: বদ্বীপ প্রকাশন |
|
শাঁখের করাত লেখক: প্লাবন ইমদাদ ও মোস্তাফা কামাল বিপ্লব (রম্যরচনা সংকলন) প্রকাশনা সংস্থা: শব্দ শিল্প |
|
মুসলিম জগতের জ্ঞানতাত্ত্বিক লড়াই লেখক: পারভেজ আলম (দর্শন ও ইতিহাস) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
এ ছাড়া কলকাতা বইমেলায় বেরুনো আমাদের মুক্তমনা সদস্যদের বই –
বই | তথ্য |
পরমাণু বিদ্যুৎ লেখক : বিপ্লব দাস (গবেষণা গ্রন্থ) প্রকাশক: দে’জ পাবলিশিং |
|
সেরা যুক্তিবাদী সংকলন লেখক: প্রবীর ঘোষ ও সুমিত্রা পদ্মনাভন (প্রবন্ধ সংকলন) প্রকাশনা সংস্থা: দে’জ পাবলিশিং |
অনন্তের সম্পাদিত ‘ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা’ বইটা আজকে বেরিয়ে গেছে।
[img]http://www.mukto-mona.com/project/boimela2011/Darwin_Ananta.jpg[/img]
এ ছাড়া ওয়াহিদ রেজা সম্পাদিত ‘ধর্মঃ বিশ্বাসের তলোয়ার’ বইয়ে (জিনিয়াস পাবলিকেশন্স থেকে প্রকাশিত) আমার একটা প্রবন্ধ স্থান পেয়েছে শুনেছি। ফেসবুকে দেখেছি সৈকত চৌধুরীরও একটি লেখা আছে এতে। কেউ বইটি সম্বন্ধে কোন তথ্য জানালে খুশি হব।
@অভিজিৎ,
খুশি হলে আমাকেও একটু খুশি কইরেন। বইটি সম্পর্কে আরো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন।
বইয়ের নাম: ধর্ম:বিশ্বাসের তলোয়ার
সম্পাদনা: ওয়াহিদ রেজা
বইয়ের বিষয়/ধরন/লেখকবৃন্দ: ওয়াহিদ রেজা ভূমিকার মত লিখেছেন প্রসঙ্গালাপ। প্রথমেই বলেছেন- কারো ভালো লাগুক বা না লাগুক। ৭-১০ পৃষ্ঠায় রয়েছে বইটি সম্পর্কে। এই গ্রণ্হের ১৭ জন লেখকের মধ্যে আটজন লেখকের রচনা সংশ্লিষ্ট হয়ে, ভারতের পনেরজন লেখকের রচনাসহ আজ থেকে আট বছর আগে ‘দুই বাঙলার যুক্তিবাদীদের চোখে ‘ধর্ম’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয় ভারতের বিখ্যাত প্রকাশনা সংস্থা দেজ পাবলিশিং থেকে। ব্যাক কভার পেজে বেলাল চৌধুরীর কথা রয়েছে। তিনি লিখছেন-….ওয়াহিদ রেজার সম্পাদনায় সতোরজন সমাজ সচেতন বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী লেখক তাদের বলিষ্ঠ লেখনীর মাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ‘ধর্ম’কে বিশ্লিষ্ট করেছেন এ গ্রন্থে। এরা হলেন: আহমদ শরীফ, সুকুমারী ভট্টাচার্য, কবীর চৌধুরী, বদরুদ্দীন উমর, বেলাল মোহাম্মদ, হায়াৎ মামুদ, আনিসুজ্জামান, বেবী ইসলাম, বুলবন ওসমান, যতীন সরকার, হুমায়ুন আজাদ, ওয়াহিদ রেজা, অভিজিৎ রায়, সৈকত চৌধুরী, অনন্ত বিজয় দাস, কুমার সুশান্ত সরকার এবং লিটন চন্দ্র দাস।
পৃষ্ঠা সংখ্যা:২৫৬
প্রচ্ছদ: ধ্রুব এষ।
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা। (২০০ টাকায় কিনতে পেরেছি, আপনার ও অনন্তের নাম ভাঙিয়ে)
প্রকাশক: মো. হাবিবুর রহমান, জিনিয়াস পাবলিকেশান্স, বাংলাবাজার, ঢাকা-১১০০।
অক্ষর বিন্যাস: গোলাম মোস্তফা।
দেশের বাইরে বইটির প্রাপ্তিস্থান:
১. আমেরিকা পরিবেশক- মুক্তধারা, জ্যাকসন হাইট, নিউইয়র্ক।
২. যুক্তরাজ্য পরিবেশক- সঙ্গীতা লিমিটেড, ১১ ব্রিকলেন, লণ্ডন।
বইটির উৎসর্গ এভাবে লেখা-
প্রতিষ্ঠিত ধর্মগুলোর বিশ্বাসকে
ভেঙেচুরে, বংশ পরম্পরা
শাস্ত্রীয় সংস্কারকে দূর করে
মানুষের মৌলিক সত্য, সাম্য এবং
মানবতা প্রতিষ্ঠার সংগ্রামে
যাঁরা রত
এ গ্রন্থ তাঁদের প্রতি উৎসর্গিত।
আপনার একটি লেখা বইটিতে স্থান পেয়েছে ১৪৫ পৃষ্ঠায়, অধার্মিকের ধর্মকথা প্রবন্ধটি।
এছাড়া অনন্ত ও সৈকতের রয়েছে- প্রসঙ্গ রাষ্ট্রধর্ম (১৭৯ পৃ:), ধর্ম এক ভ্রান্ত দুঃস্বপ্ন (১৬৯ পৃ:)
[ভালো করে লক্ষ্য করুন- অনন্ত আর সৈকতের পৃষ্ঠাসংখ্যাগুলো। মাঝের নাম্বার বাদ দিলে এক্কেবারে মিরাক্কেলে নিমজ্জিত। মিরাক্কেল এদের পিছু ছাড়ছে না!!]
বইটির শেষ পৃষ্ঠায় হুমায়ুন আজাদের একটি চিঠি রয়েছে। চিঠিটি ওয়াহিদ রেজার উদ্দেশ্যে। চিঠিটি ২১.৪.৯৬ তারিখে লেখা।
কোড: ISBN 984-70355-00-98-0
অভিনন্দন সকলকে
মুক্তমনা লেখক ওয়াহিদ রেজার নিচের বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে-
[img]http://img823.imageshack.us/img823/5777/dsc03995h.jpg[/img]
@মাহফুজ,
বইটি সম্পর্কে কিছু তথ্য:
বইয়ের নাম: লোকান্তরে যিশু
লেখক: ওয়াহিদ রেজা
বইয়ের বিষয়/ধরন: লোকান্তরে যিশু এমন এক গ্রন্থ যাতে কেবল যিশুর অমরত্বের দাবিকেই ধূলিসাৎ করা হয়নি; সঙ্গে সম্পৃক্ত হয়েছে খ্রিস্টধর্মের যাবতীয় কুসংস্কারের সূতিকাগার রোমের ভ্যাটিকান-এর ভুয়া অলৌকিকত্ব প্রচারের নোংরা কারসাজি, হিন্দুদের অবতার-তূল্য স্বামী বিবেকানন্দের মিথ্যাচারিতার প্রামান্য দলিল দস্তাবেজসহ আরো অন্যান্য প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে অকাট্য প্রমাণ।
পৃষ্ঠা সংখ্যা: ১৫৮
প্রচ্ছদ: ধ্রুব এষ।
মুদ্রিত মূল্য: ২০০ টাকা। (১৫০টাকায় কিনতে পারবেন)
প্রকাশকের নাম: রোদেলা প্রকাশনী
আমার বইটা কি মুক্তমনার একজনও হাতে নিয়ে দেখেছেন ? অবশ্য তেমন স্পেশাল কিছু না ওটা।
@মোজাফফর হোসেন,
শুধু হাতে নয়, বইটি ৯০ টাকা দিয়ে কিনেছি নিচের স্টল থেকে। ৫,৬, ৭ নিয়েই অন্বেষার স্টল। আপনি না থাকাতে অটোগ্রাফ নিতে পারলাম না।
[img]http://img835.imageshack.us/img835/3338/dsc03973ag.jpg[/img]
আপনার দ্বিধা বইটি কীভাবে, কোন্ বইয়ের পাশে সাজিয়ে রাখা হয়েছে, দেখুন।
[img]http://img198.imageshack.us/img198/3623/dsc03972b.jpg[/img]
@মাহফুজ, ধন্যবাদ ভাইয়া। ছবিটি কপি করে নিলাম। বইটি কেমন লাগলো জানাবেন…
ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, পার্থিব, মুসলিম জগতের জ্ঞানতাত্ত্বিক লড়াই সহ বেশ কিছু নতুন বইয়ের প্রচ্ছদ পাওয়া গেছে। সেগুলো এই পোস্টে আপডেট করে দেওয়া হল।
লেখকদের স্বীয় বইয়ের বাদবাকি তথ্যগুলো পাঠাতে অনুরোধ করা হচ্ছে (পৃষ্ঠা সংখ্যা, প্রচ্ছদ ইত্যাদি)। সেটা এই পোস্টে মন্তব্য আকারেও দেয়া যেতে পারে।
এ ছাড়া লেখকদের নিজস্ব বই নিয়ে পোস্ট প্রদানকেও উৎসাহিত করা হচ্ছে। এর ফলে, মেলাচলাকালীন সময়গুলোতে পাঠকেরা সেই বইগুলোর প্রতি আগ্রহী থাকবেন।
@মুক্তমনা এডমিন,
অ/ ট: চমৎকার ব্যানারের জন্য মুক্তমনার নেপথ্যের কারিগরদের সেল্যুট!! :clap
@বিপ্লব রহমান,
ধন্যবাদ!
@মুক্তমনা এডমিন,
ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা
সম্পাদনা : অনন্ত বিজয় দাশ
প্রকাশক : অবসর প্রকাশনা সংস্থা
মূদ্রিত মূল্য : ৩০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ২৩৯
প্রচ্ছদ : এ. টি. আজাদ (রানা)
@অনন্ত বিজয় দাশ,
আপডেট করে দেয়া হয়েছে।
আমার লেখা বইমেলার কথাচিত্র ( ক) তে বলেছি—
কিন্তু কেউ এ বিষয়ে কোন মতামত দেয়নি।মতামত ও উদ্যোগ প্রত্যাশা করছি।
@গীতা দাস,
লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিল। নিশ্চিয় হতে পারে। আমার তো তাই মনে হয়। বাকীরা কী বলে শোনা যাক।
@গীতা দাস,
গীতাদি,
ওখানে হলেই খুব ভালো হবে বলে সহমত প্রকাশ করছি।
মামুন।
প্রদিপ ঘোষের প্রকাশিত বই মেলায় কোন স্টলে পাওয়া যাবে জানাবেন কি কেউ ? প্লিজ…
@অপু, প্রবীর ঘোষের বইটা খুব সম্ভবত কোলকাতার বই মেলায় পাবেন, বাংলাদেশে না।
অনন্ত বিজয় দাশ এবং সৈকত চৌধুরীর লেখা পার্থিব বইটির প্রচ্ছদ পাওয়া গেছে। মূল পোস্টে আপডেট করে দেয়া হল।
ধন্যবাদ।
@মুক্তমনা এডমিন,
প্রচ্ছদ আপডেট হলেও ইনফেরমেশনগুলো আপডেট হয়নি?
নীচে আমি উল্লেখ করলাম :
প্রকাশক : শুদ্ধস্বর
প্রকাশ : ফেব্র“য়ারি, ২০১১
বইমেলা স্টল নম্বর : ২৫৩, ২৫৪
মুদ্রিত মূল্য : ২২৫
পৃষ্ঠা সংখ্যা : ১৪০
প্রচ্ছদ : শিবু কুমার শীল
@অনন্ত বিজয় দাশ,
ঠিক করে দেয়া হয়েছে।
ধন্যবাদ।
মুক্তমনার সকল পাবলিশড লেখকদেরকে জানাচ্ছি আমার পক্ষ হতে শুভেচ্ছা! আমার মতো ছোকড়া ছ্যাচড়া পোলাপান যে পাবলিশড লেখকদের আশপাশে ঘুরাফেরা করছি, তাদের নজড়ে পড়ছি, এইটা কিন্তু অনেক অনেক বড় গর্বের একটা বিষয়। অনন্ত বিজয় এবং সৈকতের লেখা বইটার একটা দু-এক পাতা প্রিভিউ পেলে খুব ভালো লাগতো।
@আল্লাচালাইনা,
অনেক ধন্যবাদ।
পার্থিব বইটির ভূমিকা আর সূচিপত্রটি মুক্তমনায় পাঠিয়ে দিব তাড়াতাড়িই।
অনন্ত, সৈকত, রণদীপম, প্রদীপ, মোজাফফর,
আপনাদের এবং মুক্তমনার আরো যাদের লেখা বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে তাদের সবাইকে প্রকাশনা উপলক্ষে শুভেচ্ছা আর অভিনন্দন।
রায়হান, অভিজিৎ আর গীতা দাসকে আগেই জানিয়েছি। এই সাথে শুদ্ধস্বরের আহমেদুর রশিদ টুটুলের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। আপনার সাহসী প্রকাশনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
@ইরতিশাদ, ধন্যবাদ। ভালো থাকবেন।
নীতিমালায় আছে:
দারুন দারুন সব বই মুক্তমনা ফ্রি ফ্রি বিজ্ঞাপন দিচ্ছে। এডমিনকে স্মরণ করছি-
ওহ ও, এডমিন নিজেই তো এই পোষ্টটা দিছে। :-[
@মাহফুজ,
মুক্তমনা সদস্যদের লেখা বই মুক্তমনায় ‘বিজ্ঞাপন’ হিসেবে চিহ্নিত হবে না। এটা যে মেলা উপলক্ষে লেখকদের প্রতি উৎসাহমূলক পোস্ট সেটা বোঝার মত বুদ্ধি নিশ্চয় আপনার আছে। 🙂
@অভিজিৎ,
মেলা উপলক্ষে নীতিমালা শিথিল করা হয়েছে; সেই “বোঝার মত বুদ্ধি” থাকলে কি নতুন করে নীতিমালার কথা তুলে আনি? সেই বুদ্ধি নাই বলেই তো একবার :ban: খেয়েছিলাম। প্রোফাইলের ছবি দেখলেই তো বুঝা যায়, এতটুকুন বালকের বুদ্ধি আর কতই থাকতে পারে বলুন? মাঝে মাঝে কিছু বুদ্ধি আমাকে ধার দিয়েন। ধার পরিশোধ করে দিবো (D) আর (G) দিয়ে।
@মাহফুজ,
বুদ্ধি ধার দিলে যে কাজে লাগাইতে পারবেন তার নিশ্চয়তা কি আছে মাহফুজ ভাই!! :-s :-s
আপনার জন্য : (C) (F)
@অনন্ত বিজয় দাশ,
সেটাই! বুদ্ধি কিংবা সাজেশন কম তো দেয়া হল না এখন পর্যন্ত। বুড়া মানুষ বালক সেজে থাকলে কী আর করা। সকলি গড়ল ভেল!
@ অভিজিৎদা,
মনে হয় হবে “সকলি গরলি ভেল”!
অনেক সময় গুরুদেরও ভুল হয়!:-)
@লাইজু নাহার,
দেখলেন তো আমি আসলে গুরু না আমি আসলে … (এখানে গরুর আইকন হবে, না থাকায় (&) (@) এদুটো দিয়েই কাজ সারলাম)।
আর ধন্যবাদ ঠিক করে দেয়ার জন্য।
@মাহফুজ,
এডমিনের দেয়া পোস্টটা আপনার কাছে বিজ্ঞাপন মনে হলে কি আর করা। খামোখা কথা এভাবে বাড়ানোটা কি ঠিক হল?
এবার বইমেলায় মুক্তমনা লেখক/সদস্য যাদের বই প্রকাশিত হয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কলকাতার বইগুলি কয়েকদিনের মধ্যে হাতে এসে পৌঁছবে। বাংলাদেশের বই সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। দেখা যাক্ কি হয়?
দারুণ সব বই!
বাব্বাহ্ ! আলোর মিছিল তো বাড়ছেই !! অভিনন্দন সবাইকে !!!
@রণদীপম বসু @ প্রদীপ দেব@ অনন্ত @ সৈকত
অভিনন্দন নতুন বইয়ের জন্য।
পাঠকবৃন্দ, মামুন ও আফরোজা আপা একটি বিষয় চেপে গেছেন। আমরা প্রথমে গাছের নীচে এক চিলতে শুদ্ধস্বর লিটল ম্যাগাজিনের ছোট্ট কর্ণার দেখে মনে মনে হতাশ। কিছু নেই। মানে তখনও শুরু করেনি। মুখ দেখলে বুঝা গেলেও কেউ কাউকে কিছু বলছি না। পরে আমার মেয়ের কল্যাণে আসল স্টল খুঁজে পাই। শাকিলা জাফর নামে একজন লেখিকা তো শুদ্ধস্বরে তার নতুন বই দেখতে এসে স্টলের অবস্থা দেখে কাঁদো কাঁদো। যার সাথে আমার একদিন আজিজ মার্কেটে শুদ্ধস্বরেই দেখা হয়েছিল। আমি মেলা থেকে বের হওয়ার মুখে দেখি তিনি তখনও মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। পরে উনাকে শুদ্ধস্বরএর স্টল এর স্থান দেখিয়ে দিয়ে আসি।
যাহোক, মুক্ত-মনা এডমিন এ নিয়ে নতুন ব্লগ খুললে বা আফরোজা আপা শুরু করলে আমিও সাথে যোগ দিতে পারি।
মামুন ফাঁকি না দিয়ে যে কয়দিন মেলায় যায় সে কয়েকদিনের দায়িত্ব নিতে পারে।
আরেকটা বিষয়, আমার বই উপলক্ষে খাওয়া দাওয়া কিন্তু শেষ!!!!! অসুস্থতার জন্য মামুন না খেলেও আমি আর আফরোজা আপা ঝাল মুড়ি দিয়ে এ পর্ব সমাপ্ত করেছি। মামুনের এক ভাতিজা নান্নু আমাদের সাথে চেখে দেখেছে। হা! হা!!!!
@গীতা দাস,
অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ দিদি।
@গীতা দাস,
আসলে ব্যপারটা ইচ্ছাকৃত না। স্মরণ শক্তি প্রতারণা করেছে 😛
সত্যি গীতা’দি। আমরা প্রথম যেই ‘শুদ্ধস্বর” এ গেলাম মনে হলেই মেজাজ খারাপ হয়ে যায়। তাইতো আমি আর মামুন রাগ করে বাশের বেঞ্চিতে গিয়ে বসেছিলাম মনের দুঃখে (U) ।ভাগ্যিস আপনার মেয়ে
আমাদের আসল খবর জানালো।ওকে আলাদা ধন্যবাদ দেয়া দরকার।
@আফরোজা আলম,
আহা!
আপনারা বই মেলায় এত মজা করছেন!
কেন যে ফেব্রুয়ারীতেও দেশে থাকলামনা!
সবাইকে একুশের নূতন বইয়ের গন্ধ মাখা শুভেচ্ছা!
@আফরোজা আলম,
প্লাস্টিকের মুড়াওয়ালা লোকটির কাছ থেকে চালাকি করে কীভাবে একটা মুড়া কৌশলে আয়ত্বে আনলেন; সেই রসাত্মক ঘটনাটিও কি আপনার স্মরণ শক্তি আপনাকে প্রতারণা করলো? সুমিত দেবনাথের সাথে যোগাযোগ করুন; উনি স্মরণ শক্তি বৃদ্ধি তরিকার বাতলে দিতে পারেন।
আর মেলায় গিয়ে কী ধরনের বিড়ম্বনায় পড়লেন….. আশা করি খুব শীঘ্রই ‘বিড়ম্বনা-২’ পাবো।
@রণদীপম বসু,
আপনাকেও অভিনন্দন। আপনার মত দিলখোলা মানুষের সাক্ষাত ও কিছু সময়ের জন্য সান্নিধ্য পেয়ে নিজেকে ধইন্যা মনে করছি।
[img]http://img29.imageshack.us/img29/8432/dsc03817pt.jpg[/img]
সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য ই-বার্তা পুনরায় চালু করা হয়েছে। আগের মতই উপরের মেনুবারে ইবার্তা লেখায় ক্লিক করে এটি ব্যবহার করতে পারবেন। এ নিয়ে কোনো সমস্যা হলে এডমিনদের কাওকে জানাতে অনুরোধ করছি।
@অভিজিৎ,
প্রতিদিন তো আর বই মেলায় যাওয়া হচ্ছে না,তাই যখন যারাই মেলাতে যান তারা যদি আপ-ডেইট দিতেন ভালো হতো।
আফরোজা আলমতো মনে হয় এ ব্যাপারে লিখতে পারেন।
@মাহবুব সাঈদ মামুন,
ইশশ ! কেবল আমাকেই ঠেলা দেয়া তাই না? 😕 🙂
আমি তো লিখবই আপনিও এমং আরো যারাই যাচ্ছেন প্রতিদিন তারা লিখুন। অনুরোধ জানাচ্ছি।
আর এই বিষয়ে আলাদা একটা পোষ্ট খুললে কেমন হয়? ভেবে দেখতে অনুরোধ করছি মডারেটরগন’কে।
@আফরোজা আলম,
ওমা …লিখিয়েরা ও লেখিকারা যদি এ রকম কথা কয়,যাই কই ?
আমি তো আর কোন ছা-ই !!
প্রদীপদার বইটা দেখে ভাল লাগল। ব্লগে র্যান্ডমলি কিছু পর্ব পড়েছি, এখন বইটা কিনে একসাথে গুছিয়ে পড়তে পারব।
সব মুক্তমনা লেখকদের অভিনন্দন জানাচ্ছি। দেশের থেকে কেউ কী একটু কষ্ট করে বই মেলার ছবি দিতে পারেন এই ব্লগে? মেলার ছবিগুলো দেখলেও মনটা শান্তিতে ভরে যায়, দেশে যেতে না পারার দুঃখটাই ভুলে যাই কিছুক্ষণের জন্য হলেও। শুদ্ধস্বর থেকে মুক্তমনা লেখকদের এতগুলো বই বের হয়েছে, ওই স্টলের ছবি দেখতে চাই। দেশে যে এখন অবিশ্বাসের দর্শনের মত বই বের করা সম্ভব সেটা জেনেই আনন্দ লাগছে, শুদ্ধস্বরের প্রকাশককে এ ধরণের বইগুলো বের করার অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশটা যে আসলে এত মৌলবাদী নয় এগুলো তারই প্রমাণ।
@ফাহিম রেজা,
দেখি,কিছু ছবি পাঠিয়ে আপনার মন শান্তিতে ভরতে পারি কি-না !!
শুদ্ধস্বরের মালিক টুটুল এক আলাপচারিতায় বলেন গত ১৫ বছরে দেশে এক নীরব বিপ্লব বয়ে চলছে যার কারন নতুন নতুন প্রযুক্তি ও নতুন জেনারেশন।এখানে নতুন জেনারেশনরা জানতে চায় সব কিছু যার কারনে সমকামিতার মতো বইয়েরও এতো কাটতি।
@মাহবুব সাঈদ মামুন,
বলেন কি!!! ওই বই এত বিক্রী হচ্ছে?
@ফাহিম রেজা- আপনি ফেসবুকে থাকলে শুদ্ধস্বরের ফ্যান পেইজে যোগ দিতে পারেন, সেখানে ছবি আপলোড সহ সব ধরণের আপডেট পাবেন।
@পৃথিবী,
আমি অনেক চেষ্টা করে শুদ্ধস্বরের ফ্যান পেইজ খুজে পাচ্ছিনা, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন ?
@পৃথিবী,
আহমেদুল রশিদ টুটুল ঐ বইয়ের ব্যাপারে তা-ই তো বলেছিল। এমন কি পারলে ওনি আকাশ মালিকের ” যে সত্য বলা হয়নি ” ওনার প্রকাশনা থেকে বের করতে একপায়ে দাঁড়ানো।দেখা যাক আগামীতে বের হয় কি-না ?
@মাহবুব সাঈদ মামুন,
মামুন ভাই, শুধু ছবি না, বইমেলা নিয়ে প্রতিদিন একটি ব্লগ চাই (‘বইমেলা -প্রতিদিন’ নামে সিরিজ করতে পারেন)। এখন যেহেতু বাংলাদেশে আছেন, এই কাজটি আপনাকেই করতে হবে।
@অভিজিৎ,
আমরা ক’জন প্রথম দিনেই ‘ বই মেলায়’ গেলাম। প্রথমে আমি আর মামুন ডাস এ দেখা হল। এর পরে শুরু হল দুরুহ অপেক্ষার পালা,কেননা প্রধান মন্তী সহ তার যত আমলা’রা আছেন মানে উপমন্ত্রী কত কিসিমের মন্ত্রীদের আগমন। এর পরে গীতা’দি মিলিত হলেন। অবশেষে বিরক্তিকর অপেক্ষার পালা শেষ হতেই আমরা প্রবেশ করলাম বইমেলায়।
এখনও সব স্টল গুছান হয়নি। তবু ‘শুদ্ধস্বর” এ বেশ ক’কজন হাল্কা,পাতলা আড্ডা মেরে কিনলাম
‘ সমকামিতা’ লেখক অভিজিত রায়। 🙂 আরও একখানা কিনলাম গীতা দাসের ‘তখন ও এখন” বইখানা। দুই খানা বইএর প্রচ্ছদ দারুণ লাগল আমার কাছে। ভেতরে কী আছে সে সম্পর্কে ইচ্ছে আছে আলোচনা দেবার। যদিও অভিজিতের লেখা নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই।
তথাপি মুক্তমনার সদস্য হয়ে এইই প্রথম মিলনে ক’জনার সাথে খুব ভালো লাগল।
সবশেষে বাড়ি থেকে তাড়া এল, আমার কত্তা মশাই অসুস্থ। চলে এলাম। আসার সময় মামুন আমাকে টিএসসি গেইট পর্যন্ত এগিয়ে দিলেন। প্রথম দিনের অপেক্ষার পালা ছাড়া বাদবাকী খুব –খুব উপভোগ্য। গীতা’দির মধুর ব্যবহারে মনে হয়েছিল আমরা সবাই সবাইকে অনেকদিন ধরে চিনি জানি। এমনই কথা মামুনের ক্ষেত্রেও বলা যায়। আবার যাবো,তখন লিখব। মেলা শেষে কি দেখলাম
আর কি উপলদ্ধি করলাম সেই সম্পর্কে লেখার ইচ্ছে আছে। মুক্তমনার জয় হোক।
@আফরোজা আলম, খুব মিস করলাম। মুক্তমনার লেখকদের সাথে আড্ডা দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। কিন্তু কী আর করার। ২০ তারিখের পর মেলা উপলক্ষ্যে ঢাকা যাবো। তখন আপনাদের সাথে দেখা হবে বলে আশা রাখি। প্রতিদিন মেলার আপডেট হলে ভালোই হয়…
@মোজাফফর হোসেন,
ইয়ে, ঢাকাতে আপনাকেতো আমরা ১২-১৫ ফেব্রুঃ খুব-ই আশা করতেছিলাম । গীতা দির মেইল নিশ্চয়ই পেয়েছেন ইতিমধ্যে।
মামুন।
@মাহবুব সাঈদ মামুন, ওহ তাই ! খুব ভালো কথা। আমি নিশ্চয় চেষ্টা করবো। তবে ২০ তারিখের পর হলে আমার জন্য খুব ভালো হয়। ধন্যবাদ ভাইয়া।
@ফাহিম রেজা,
বইমেলা সম্পর্কীয় ছবি প্রচুর আছে আমার কাছে। ব্লগে দেয়া সম্ভব নয়, আপনার মেইল আইডি পেলে পাঠাতে পারি। প্রতিদিন 60 থেকে 70 টা পর্যন্ত ছবি তুলি। শুধু তা-ই নয়, কবিতা আবৃতিও রয়েছে এমপিথ্রিতে।
@ফাহিম রেজা,
দেখুন শুদ্ধস্বর স্টলের ছবি-
[img]http://img541.imageshack.us/img541/8657/dsc04070d.jpg[/img]
শুদ্ধস্বরের স্টল নং ২৫৪ নং।
[img]http://img641.imageshack.us/img641/713/dsc04052qf.jpg[/img]
টুটুল সাহেব অবিশ্বাসীর দর্শন বইটি প্যাকেট করে দিচ্ছেন
[img]http://img602.imageshack.us/img602/5446/dsc03821v.jpg[/img]
সমকামিতা বই দেখানো হচ্ছে
[img]http://img210.imageshack.us/img210/7930/dsc04053z.jpg[/img]
সমকামিতা ও পার্থিব বই।
আরো কয়েকটি প্রকাশিতব্য বইয়ের তথ্য এই পোস্টে অন্তর্ভুক্ত হল। যে সমস্ত বইয়ের পূর্ণাংগ তথ্য এখনো পাওয়া যায়নি, সংশ্লিষ্ট সদস্যদের তথ্য পাওয়ামাত্র তা আমাদের জানানোর অনুরোধ জানানো হচ্ছে।
@মুক্তমনা এডমিন,
অনেক ধন্যবাদ এডমিনকে।
প্রকাশিতব্য দুটি গ্রন্থের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া মাত্র পাঠিয়ে দিব।
@অনন্ত বিজয় দাশ, পার্থিব বইটির বিষয়বস্তু কী তা খুব জানতে ইচ্ছে করছে। ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা বইটির বিষয়বস্তুটা আন্দাজ করতে পারছি, এতে কোন কোন লেখকের লেখা আছে?
@ফাহিম রেজা,
পার্থিব নামের শীর্ষেন্দু’র একটি বিখ্যাত উপন্যাস আছে। কিন্তু আমাদেরটি কোনো উপন্যাস নয়। বিভিন্ন সময় অপার্থিব বিষয় খণ্ডন করে লেখা চারটি প্রবন্ধ নিয়ে এই বই। বইটি খুব শীঘ্রই মেলায় আসছে। সূচিপত্র কি এখনই জানিয়ে দিব?
আর ডারউইনের উপর বইটিতে আলী আজগর, হারুন-অর-রশীদ স্যার থেকে শুরু করে দ্বিজেন শর্মা, আসিফসহ অনেকেই আছেন। মোট ১৪টি প্রবন্ধ দিয়ে সাজানো হয়েছে এই গ্রন্থ। তিনটি অনুবাদ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ডবঝানস্কির সেই আলোচিত প্রবন্ধ “Nothing in Biology makes Sense Except in the light of Evolution” ।
ধন্যবাদ।
@অনন্ত বিজয় দাশ, কিন্না ফালামু বই দুইটা, গ্যারান্টি :))
@লীনা রহমান,
তাইলে দুইটা বইয়ের এক কপি বিক্রি হচ্ছে নিশ্চিন্ত হইলাম!! (Y) (Y)
@মুক্তমনা এডমিন,
শাঁখের করাত বইটা রম্য রচনা সংকলন।
@সাইফুল ইসলাম,
ঠিক করে দেয়া হয়েছে। ধন্যবাদ।
যাদের বই বেরুচ্ছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। (F) (F)
দেশের বাইরে বইগুলো কিভাবে পাওয়া যাবে সে ব্যাপারে জানালে খুশী হতাম।
অভিনন্দন সবাইকে। গত বছরও আমি যখন বই মেলায় গেছি…বইমেলায় যেতাম বিশ্ববিদ্যলয়ের বন্ধুদের নিয়ে, ওরা আশেপাশে থাকলেই বই মেলা কেন, যেকোন জায়গা ভালো লাগে। পুরো বইমেলা ঘুরে ঘুরে দেখতাম, কি কি বই আসল। রঙ বেরঙ্গের প্রচ্ছদের আড়াল থেকে কোন বইয়ের নাম দেখে ইন্টারেস্টিং মনে হলে সেটা নেড়ে চেড়ে দেখি… ফ্ল্যাপের লেখা পড়ে ভালো লাগলে ওইটা বাসায় নিয়ে আসি। তখনও ব্লগিং এর চেনা মুখ অনেককে চিনতাম না। জানতাম ও না, কার বই বের হচ্ছে, কি বই বের হচ্ছে। এইবারের চিত্রটা ভিন্ন। এইবার মনে হচ্ছে, যাদের বই বের হচ্ছে, তাদের অনেকেই তো চেনা মানুষ! চেনা মানুষদের জন্য শুভকামনা। 🙂
অনেক অনেক আন্তরিক অভিনন্দন মুক্তমনা লেখকদের। যাদের সহযোগিতায় বইগুলো প্রকাশ সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি বইমেলায় এবার অনেকের সাথেই দেখা হয়ে যাবে।
বইমেলায় মুক্তমনার যাদের বই প্রকাশিত হচ্ছে সবাইকে
অভিনন্দন!
মুক্তমনা এডমিন,
মুক্তমনায় লেখা পাঠানোর জন্য লেখাটা লিখে ‘প্রকাশ’ বা submit for review তে ক্লিক করলে কি হবে।আমার কম্পিউটারে প্রকাশে arrow কাজ করছেনা।arrow টা প্রকাশে নিয়ে গেলে তা স্কোয়ার হয়ে যায় তাই submit for review তে ক্লিক করলে কি হবে?আমার লেখাটা সাবমিট করার পরে তা পৌঁচেছে কিনা তা কিভাবে বুঝবো?গতকাল ‘এখনো আছে অন্তরে’ শিরোনামে একটি কবিতা পাঠিয়েছিলাম সেটা কি পাওয়া গিয়েছে?
@তামান্না ঝুমু,
হ্যা – সাবমিট ফর রিভিঊতেই ক্লিক করতে হয়। আপনার পাঠানো লেখা পৌঁছেছে। মডারেটররা রিভিউ করে ওটা প্রকাশের জন্য যোগ্য মনে করলে প্রকাশ করবেন।
সকল বইয়ের লেখক, প্রকাশক, ও হবু পাঠকদের অভিনন্দন রইল। মুক্তমনার সদস্যদেরকে খুব আপন আপন লাগে…সেই আপন মানুষদের বই মেলায় দেখতে খুবই ভাল লাগবে। মেলার জন্য প্রতি বছরই অধীর হয়ে থাকি, এবার মনে হচ্ছে আগ্রহ আরেকটু বাড়বে…
অবিশ্বাসের দর্শন বইটির জন্য আগাম বুকিং দিয়ে রাখলাম। লেখকদ্বয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (F)
সেই সঙ্গে বই মেলার লেখক-ব্লগার সবাইকে অভিনন্দন জানাই। চলুক। (Y)
বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম বই ’দ্বি ধা’। এটি একটি যৌথ গল্পের বই। আমি যেহেতু মূলত গল্পই লিখি তাই খুব করে চাচ্ছিলাম প্রথম বইটা গল্পেরই হোক। বইতে মোট ১৮টি গল্প থাকছে, গল্পগুলো বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত। অন্বেষা প্রকাশনীকে ধন্যবাদ। এবং সেই সাথে ধন্যবাদ মুক্তমনাকে, এখানে আমার বেশ কিছু গল্প সমাদৃত হওয়াই বইটি করার সাহস পেয়েছি। বলার হয়তো অপেক্ষা রাখে না তবুও বলি, মুক্তমনায় সব পাঠক ও লেখকরা অনেক বেশি স্যারিয়াসধর্মী লেখা পড়ে ও লিখে থাকেন। সুতরাং তারা আমার গল্প পড়ছেন, এটা ভাবতেই ভালো লাগে। আশা করতেই পারি, মুক্ত মনার অনেক পাঠক আমার বইটি এটলিস্ট শত শত বইয়ের ভিড়ে একবার হাতে নিয়ে দেখবেন। ধন্যবাদ।
বইয়ের নাম : দ্বি ধা
লেখক : মোজাফফর হোসেন ও রাতুল পাল
পৃষ্ঠা : ৯৬
প্রকাশক : অন্বেষা
প্রচ্ছদ : চারু পিন্টু
মূল্য : ১২০
বইটিতে দুজনের ৯টি করে মোট ১৮টি গল্প আছে। বইটির ভূমিকা লিখেছেন আবদুশ শাকুর।
এছাড়াও একুশে বই মেলায় মোজাফফর হোসেন-এর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে শাশ্বতিকীর লোকসংস্কৃতি সংখ্যা। শাশ্বতিকীর চলতি সংখ্যাসহ অনুবাদ ও নাটক সংখ্যা পাওয়া যাবে লিটল ম্যাগ স্টলে।
[img]http://www.facebook.com/home.php#!/album.php?profile=1&id=1443805484[/img]
@মোজাফফর হোসেন,
নিশ্চয়ই। শুধু হাতে নিয়ে নয়, ব্যাগে ভরারও আশা আছে।
@মোজাফফর হোসেন,
অভিনন্দন আপনাকে| দেখি মুক্তমনা বন্ধুদের বইগুলো সংগ্রহ করতে পারি কিনা?
@ভজন সরকার, ধন্যবাদ দাদা।
মুক্তমনা সদস্যদের অনেকেই তাদের প্রকাশিতব্য বইয়ের তথ্য আমাদের কাছে পাঠাচ্ছেন। আমরা অনুরোধ করছি বইয়ের জন্য আগে চাওয়া তথ্যের পাশাপাশি বইয়ের বিষয় বা ধরন (যেমন এটি কি কবিতা, গল্প, উপন্যাস নাকি বিজ্ঞানের বই ইত্যাদি) টিও উল্লেখ করবেন।
আমরা ধীরে ধীরে তথ্যগুলো মূল পোস্টে হালনাগাদ করার ব্যবস্থা করব।
@মুক্তমনা এডমিন, আমার বইটির ধরণ হলো কবিতা, গল্প নয়। অনুগ্রহ করে ঠিক করে দিবেন।
@আশরাফ মাহমুদ,
ঠিক করে দেয়া হয়েছে।
ধন্যবাদ!
অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে, আমার ‘তখন ও এখন’ যা মুক্ত- মনায় ধারাবাহিকভাবে একচল্লিশ পর্বে প্রকাশিত হয়েছিল তা শুদ্ধস্বর প্রকাশনী ছাপিয়েছে এবং আমি তা চল্লিশ পর্বে সীমাবদ্ধ রেখেছি। কারণ, একাদশ পর্বটি সংখ্যালঘুর মানচিত্রের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে ‘তখন ও এখন’ এ দেই নি। বইটি একুশের বই মেলায় পাওয়া যাবে।
প্রথম বই প্রকাশের যে সব বিড়ম্বনার গল্প পড়ে ও শুনে আসছি এর কোন কিছুই আমাকে স্পর্শ করেনি। শুদ্ধস্বর এর আহমেদুর রশিদ টুটুল নিজেই সব দায় ও দায়িত্ব নিয়েছেন।
মাহফুজ সাহেব মুক্ত-মনায়ই আমার লেখার মন্তব্যে বিপ্লব রহমানকে প্রস্তাব করেছিলেন ছাপানোর ব্যবস্থা করে দিতে। বিপ্লবও সে অনুরোধ রক্ষা করতে শুদ্ধস্বরকে বলাতে টুটুল সাহেব মুক্ত- মনায় ই আমার দুয়েকটি পর্ব পড়ে পান্ডুলিপি জমা দিতে বলেছিলেন এবং পরে শুদ্ধস্বর তা প্রকাশের জন্য মনোনীত করে আমাকে ই মেইল করে। কি এক সরল রেখার মতই যেন সব হয়ে গেল। এ খবরটি আমি ফরিদ আহমেদকে আগেই দিয়েছি।
কাজেই আমার তখন ও এখন বই আকারে প্রকাশের দায় ও দায়িত্ব টুটল সাহেবের আর তা ওয়েব সাইটে প্রথম প্রকাশ বা পোষ্টিং দেওয়া, আমাকে দিয়ে লেখানোর মত উদ্ধুদ্ধুকরণ, মন্তব্য করে ধারাবাহিককে এগিয়ে নিয়ে যাওয়া, বই আকারে প্রকাশ করার উদ্যোগ সব কিছুর কৃতিত্ব সম্পূর্ণই মুক্ত-মার এডমিন ও পাঠকদের।
আমি শীঘ্রই উপরের চাহিদা মত সব তথ্য পাঠাচ্ছি।
@গীতা দাস,
অভিনন্দন গীতাদি। তখন ও এখন প্রকাশিত হচ্ছে জেনে খুব ভাল লাগছে।
এবার তো দেখি মুক্তমনা সদস্যদের অনেক বই বেরুচ্ছে! খুবই আনন্দের সংবাদ।
আপনি অন্যান্যদের মত এই তথ্যগুলো জানিয়ে মডারেটরের কাছে ইমেইল করতে পারেন –
•বইয়ের সম্পূর্ণ শিরোনাম
•বইয়ের লেখক বা সহলেখকদের নাম
•বইয়ের পৃষ্ঠা সংখ্যা
•বইয়ের প্রকাশকের নাম
•বইয়ের প্রচ্ছদশিল্পীর নাম এবং
•বইয়ের মুদ্রিত মূল্য
সাথে জুড়ে দিতে পারেন প্রচ্ছদটিও (যদি হয়ে গিয়ে থাকে)।
আবারো অভিনন্দন। এটিই কি আপনার প্রথম বই?
@অভিজিৎ,
অভিনন্দনের জন্য ধন্যবাদ। এর আগে দুটো বই সম্পাদনা করেছি। একটি ‘অন্যরকম সংগ্রাম অন্যরকম যুদ্ধ’ — বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তি নারী ( যারা জাতীয় পর্যায়ে পরিচিত মুখ নয়) জীবন সংগ্রাম করে নারী মুক্তির জন্য যে অবদান রেখেছেন এর চিত্র। অন্যটি ‘দুর্বার আন্দোলনের গাঁথা’ —- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তৃণমূল পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিবাদের আন্দোলনের কাহিনী, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশে প্রথম ডি এন এ পরীক্ষার কেসটিও। প্রকাশ করা হয়েছে নারীপক্ষ থেকে।
প্রচ্ছদসহ অন্যান্য তথ্য পাঠাচ্ছি।আর স্মৃতি চারণের পরিবর্তে সামাজিক রুপান্তরের রেখাচিত্র লেখার অনুরোধ করছি। বইটির প্রচ্ছদে তা লেখা হয়েছে।
ধন্যবাদ আবারও ।
@গীতা দাস,
আমি সেদিন শুদ্ধস্বরের ফেসবুক পেইজে যে সব লেখকদের লেখা তারা এবার বের করছে তার তালিকা দেখেছিলাম। সেখানে আপনার নাম ছিল। আমার তো ধারনা ছিল আপনি এই লাইনে পুরাতন। :))
যাই হোক প্রথম বই প্রকাশিত হবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
@সাইফুল ইসলাম,
হ্যাঁ, পুরাতনই, শুধু বই প্রকাশ ছাড়া। এর কারণও ‘তখন ও এখন’ বইয়ের ফ্ল্যাপে বলা আছে।
ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য।
@গীতা দাস,
অভিনন্দন আপনাকে!
@তানভীরুল ইসলাম,
ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।
গীতাদিকে অভিনন্দন।
মোজাফফর এবং আশরাফ মাহমুদকেওকেও অভিনন্দন জানাচ্ছি নতুন বইএর জন্য।
সৈকত আর অনন্তের বইগুলা এখনো লিস্টে নাই কেন?
অঙ্কুর কি এবার বিজ্ঞান ও ধর্ম: সংঘাত নাকি সমন্বয় বইটা ছাপাচ্ছে?
@বন্যা আহমেদ,
আপনাদের অভিনন্দন নতুন লেখার প্রেরণা যোগাবে।
@গীতা দাস,
আরে, এইটাতো নতুন খবর!। মিষ্টি খাওয়াইবেন কবে?
@ইরতিশাদ,
মিষ্টি খেতে আসছেন কবে?
@গীতা দাস,
অভিনন্দন আপনার বইটি প্রকাশিত হওয়ার জন্য। ছোট ছোট দৈনন্দিন ঘটনার মালা নিয়ে লেখা বইখানি পাঠকরা উপভোগ্ করবে অবশ্যই।
@নৃপেন্দ্র সরকার,
ধন্যবাদ বইটির বিষয়বস্তু মনে রাখা এবং অভিনন্দন জানানো জন্য।
@গীতা দাস, খুবই আনন্দের খবর। আমি বইমেলায় শেষের দিকে যাবো এবং আপনার বইটি সংগ্রহ করবো। ধন্যবাদ ও শুভকামনা রইল।
@গীতা দি,
বিশাল অভিনন্দন! শব্বাশ!! :clap
@বিপ্লব রহমান,
বিশাল কৃতজ্ঞতা আপনার প্রতিও।আর কারণ তো প্রথম মন্তব্যেই প্রকাশিত ।
@বিপ্লব রহমান,
বিশাল অভিনন্দন তো আপনারই প্রাপ্য। আপনি না থাকলে বইটি আলোর মুখ দেখতো না। এই মহত কাজের জন্যে আপনাকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাই। (L) :guru:
@মাহফুজ,
কস্কী মমিন? 😛
@বিপ্লব রহমান,
কব্বে দেখা হইবো তাই কন আগে, ফুন (T) কইরা তো কুনোই লাভ হইলো না। যাউগ্গা, কাজ রাইখ্খা একদিন নিচের জাগায় চইল্যা আহেন-
[img]http://img703.imageshack.us/img703/4103/dsc03847v.jpg[/img]
@গীতা দাস,
অভিনন্দন আপনাকে|জানি না লেখাগুলো বইয়ের মলাটে আবার পড়ার সুযোগ পাবো কিনা? কারণ,সহসা ডালপালা সমেত বাংলাদেশে যাচ্ছি না|সুযোগ হলে কিনে নেবো কখনো…| ভাল থাকবেন|
@ভজন সরকার,
অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।
@গীতা দাস, অভিনন্দন গীতাদি।
@নুরুজ্জামান মানিক,
বহুদিন পর মানিকের সন্ধান পাওয়া গেল। কোন সাগরের তলায় লুকিয়ে ছিলেন?
যাক। অবশ্য সময় মত অভিনন্দন তো পেলাম ।
আপনার লেখার অপেক্ষায় আছি।
@গীতা দাস,
ভেবেছিলাম গীতা’দিকে এক্কেবারে বইমেলায় অভিনন্দন জানিয়ে চমকে দেব। কিন্তু, আবার ভাবলাম
একটু আগে ভাগে শুভেচ্ছা জানানো দরকার। (F)
@আফরোজা আলম,
কৃপণতা না করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বই মেলায় আবার অভিনন্দন নেব।
@গীতা দাস, অনেক অভিনন্দন। আশা করি শীঘ্রই দেখা পাচ্ছি আপনার