আজিকে মহত্বের লজ্জায়,
কেন লুকিয়ে আছ নিভৃতে নিরালায়।
নিজের সম্ভ্রম লুটিয়ে দানবের তরে,
স্বাধীনতা এনে দিয়েছ পরাধীন জাতিরে।
দীর্ঘ নয়টি মাস অহর্নিশি-
কাটিয়েছ নারকীয় যাতনায়।
তোমাদের দেহ মনের প্রতিটি কোষে কোষে-
অতি যন্ত্রনায় ধারন করেছিলে;
দানবের ধাড়ালো নখ দাঁতের বিষাক্ত আঁচড়।
তোমরা জীবনের পারে দাঁড়িয়ে দেখেছ মৃত্যুর বিভীষিকা,
মৃত্যুর পারে দাঁড়িয়ে দেখেছ দুর্বিষহ জীবন।
প্রতি মুহুর্তে মরতে মরতে বেঁচেছ,
বাঁচতে বাঁচতে মরেছ।
প্রতি ক্ষণে ক্ষণে পেয়েছ দানবের ঘৃণ্য স্পর্শ,
মৃত্যুর ভয়াল পরশ।
তোমরা বেঁচে ছিলে জীবন্মৃত হয়ে।
তোমাদের আত্মত্যাগে স্বাধীন হলো দেশ,
বিনিময়ে তোমরা পেলে চরম ঘৃণা,অবহেলা,অপমান।
এই কী ছিলো তোমাদের পাওনা,যোগ্য প্রতিদান!
তাই বুঝি নিয়েছ স্বদেশে নীরব-নির্বাসন,
নিজভূমে হয়েছ পরবাসী;
অভিমানে হারিয়ে গেছ তেপান্তরের মাঠে?
আজি বেরিয়ে এসো অভিমান ভেঙে-
বীরাঙ্গনা বেশে লাল-সবুজের পতাকা হাতে।
বেরিয়ে এসো সকলের সন্মুখে।
ক্ষমা করো আজিকে,ক্ষমা করো এই কৃতঘ্ন জাতিকে।
মন ছোঁয়া একটা কবিতা পড়লাম। অনেক শুভেচ্ছা আপনার প্রথম লেখা উপলক্ষ্যে। আপনার সরবতা মুক্তমনাকে ভরিয়ে রাখুক এই কামনা রইল। (F)
@লীনা রহমান,
ধন্যবাদ লীনা,কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
আপনার কবিতাটি পড়ে বেশি বেশি ভাল লাগলো। ঝুমু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
@Arupa,
ধন্যবাদ আরুপা কবিতাটি পড়ার জন্যে এবং সুন্দর মন্তব্যের জন্যে।
কাজের জন্য শহরের বাইরে থাকায় অনেক লেখাতেই মন্তব্য করতে পারছি না। আনেক আগেই আপনাকে স্বাগতম জানাবো বলে ভেবেছিলাম। আজকে দুই মিনিটের জন্য লগ ইন করে স্বাগতম জানিয়ে গেলাম।
আর একটা ব্যাপার – আপনি কারো উদ্ধৃতি কোট করার সময় দু পাশে ইনভার্টেড কমার মধ্যে লিখছেন। তা না করে উপরে উদ্ধৃতি বাটনে চাপ দিন। দেখবেন কোটের দুই পাশে ইংরেজীতে কার্লি ব্রাকেটের মধ্যে ব্লককোট লেখা এসেছে। ব্লককোটের ভিতরে কোন লেখা থাকলে তা হাইলাইটেড হয়ে উদ্ধৃতি আকারে প্রকাশিত হয়। মন্তব্য করার আগে প্রিভিউ বাট্নে চাপ দিয়ে দেখে নিতে পারেন।
কবিতাটির জন্য ধন্যবাদ।
@অভিজিৎ,
শত ব্যস্ততার মাঝেও আপনি কবিতাটি পড়েছেন এবং মন্তব্য করেছেন সে জন্য ধন্যবাদ।
প্রিভিউ বাটেন চেপে যদি আমি কোন ভুল ত্রুটি দেখতে পাই তাহলে কিভাবে তা সংশোধন করবো?এছাড়াও যদি কোন পরিবর্তন পরিবর্ধন করতে চাই সেটা কিভাবে করতে হবে?
@অভিজিৎ,
দুঃখিত আগেরবার লগইন করতে ভুলে গিয়েছিলাম।
Welcome to freedom.Nice poetry.
#As i am in mobile,bangla isn’t available in comment#
@রুশদি,
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে এবং সুন্দর মন্তবের জন্যে।
মুক্তমনায় স্বাগতম ঝুমু।
@ফরিদ আহমেদ,
ধন্যবাদ।আমি আপনার লেখার একজন মুগ্ধ পাঠক।
অভিনন্দন তামান্না ঝুমু।
বীরাঙ্গনাদের জন্য আপনি কৃতজ্ঞতা লিপিবদ্ধ করেছেন, সবার হয়ে; সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিষয় বিবচনা এমনই হওয়া উচিত। আমাদের এইসব বীর মা বোন আর মেয়েদের রাজলোভীরা প্রায় আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। আপনি আমি আর আমরা সবাই তাই বীরাঙ্গনাবন্দনাতে ধন্য হই। ধন্যবাদ।
@কাজী রহমান,
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
@ তামান্না ঝুমু,
মুক্তমনার আঙিনায় আপনার প্রথম লেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আপনার বীরাঙ্গনা কবিতাটি পড়ার সময় বার বার এই লেখাটির কথা মনে পড়ছিল। আরো মনে পড়ছিল আপনার কবিতার শেষ চরণের (ক্ষমা করো আজিকে,ক্ষিমা করো এই অকৃতজ্ঞ জাতিকে) সাথে ঐ লেখাটির শেষ কথা- “আসুন, বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুদের কাছে ক্ষমা প্রার্থনার মিছিলে সমবেত হই আমরা সবাই। অতীতের পাপমোচনের দায়ভার যে আমাদের সকলেরই।”
আমাদের বুকের ভেতর জমে থাকা কষ্টকে বার বার স্মরণ করিয়ে দেয়। বার বার ক্ষমা চেয়েও যেন হাল্কা বোধ হতে পারি না।
অপূর্ব সুন্দর কবিতা। তবে একটু বানানের দিকে খেয়াল রাখবেন। কবিতায় বানান ভুল একটু বেমানান লাগে। আর কমা-এর পর একটা স্পেস দিলে ভালো লাগবে। অযাচিত এই পরামর্শ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
কবিতার জন্য (F) দিয়ে বরণ করে নিচ্ছি। আপনার কাছ থেকে আরো কবিতা পাওয়ার প্রত্যাশী।
@মাহফুজ,
ধন্যবাদ মন্তব্যের জন্যে।ক্ষিমা-আমার চোখেই পড়েনি এই ভুল বানানটা।ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।ফরিদ আহ্মেদের “আমাদের বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুরাঃপাপ মোচনের এখনই সময়”এই অসাধারন লেখাটা আমি অনেকবার পড়েছি।যত বার পড়েছি ততবারই চোখে জল এসেছে।আমরা স্বাধী্ন দেশে জন্মেছি কাদের আত্মত্যাগে,কিসের বিনিময়ে যতবার ভাবি নিজেকে বড়বেশী অপরাধী বড়বেশী কৃতঘ্ন মনে হয়।মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা যদি তরুনী হতাম,যদি যুবতি হতাম তাহলে আমাদের ও কী হতে পারতোনা সে অবস্থা,আমরা ও কী হতে পারতামনা গনীমতের মাল?আজ আমরা সমস্ত দেশবাসী একত্রিতি হয়েও যদি তাঁদের চরনতলে গিয়ে ক্ষমা ভিক্ষা করি তাহলেই কী আমরা ক্ষমা পাবো ,সব অপরাধের কী ক্ষমা আছে,সব অপমান কী মন থেকে মুছে ফেলে যায়,আমরা কি পারবো রাজাকারদের কে
ক্ষমা করতে,আমাদের মাতা-ভিগ্নীদের সম্ভ্রম হরনকারীদের ক্ষমা করতে??
@তামান্না ঝুমু,
কখনই না। আর সেজন্যই তো বার বার বলি- যুদ্ধাপরাধীদের বিচার চাই।
@মাহফুজ,
“কখনই না। আর সেজন্যই তো বার বার বলি- যুদ্ধাপরাধীদের বিচার চাই।”
একটি রাজাকার মুক্ত,যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ চাই।এরা ঘৃণ্য প্রাণী।এদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে।একটা রাজাকার ও যাতে বিচারবিহীন ভাবে বাংলাদেশের গুহা-গর্ত, বনে-জঙ্গলে ও লুকিয়ে থাকতে না পারে।আমাদের হৃদয় নিংড়ানো ঘৃণা তাদের জন্যে।
সরি আসেনাই আগেরবার। (D)
শুভ অভিষেক (F) । সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো। এভাবেই লেখালেখি চালিয়ে যান আমাদের জন্য। btw প্রথম পোস্টের শুভেচ্ছা সরূপ ককটেইল খেয়ে নিন আমার পক্ষ হতে একগ্লাস(D)।
@আল্লাচালাইনা,
অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য এবং সুন্দর একটি মন্তব্যের জন্যে।ককটেইলের জন্যে ধন্যবাদ।চমৎকার অভিষেক।