২০১১ ইংরেজী নতুন বছরের সূচনালগ্নে প্রিয় ব্লগ সাইট মুক্তমনা ডটকম আতশবাজী ফুটাইয়া, বলাকা উড়াইয়া ‘হেপ্পি নিউ ইয়ার’এর শুভেচ্ছাসহ চমৎকার সব ব্যানার উপহার দিতেছে। বিগত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে উহার নেপথ্যের কারিগরদের ক্যারিশমা আরো একবার দেখা গিয়াছে। :clap2:

ইহা ছাড়া বিদায়ী ২০১০ জুড়ায়াই ব্লগ সাইটটিতে নিত্য নতুন ফিচার অপশন যোগ হইয়াছে। শুনিতে পাই, কারিগরদের ইহার জন্য স্বেচ্ছাশ্রমে দিবারাত্র যারপরনাই পরিশ্রম করিতে হয়। আবার এমনও দেখা গিয়াছে, হয়তো সদ্য যোগ করা ‘মন্তব্যে আপত্তি রহিয়াছে’ নামক বোতামখানা ভোটাভোটিতে টিকিল না। ব্লগাররা দলে দলে ঐ বোতামখানির বিষয়েই আপত্তি জানাইতে লাগিলেন। :deadrose: ব্লগারদের প্রতি সন্মান জানাইয়া কারিগররা তাহাদের কঠিন পরিশ্রমের ফল ঐ বোতামখানা তড়িৎ গতিতে ব্লগ সাইট হইতে সরাইয়া ফেলিলেন।

মুক্তমনা ডটকম-এর শ্রী বৃদ্ধি করিতে, ইহাকে আরো বেশী জনপ্রিয়, দৃষ্টিনন্দন ও বন্ধুবৎসল করিতে কারিগরদের অক্লান্ত পরিশ্রমের কথা আর কতো বলিবো? বরং তাহাদের জানাই সবিনয় কৃতজ্ঞতা; উত্তম ও জাঝা উহাদেরই প্রাপ্য। :rose:

পরসমাচার এই যে, নতুন বছরে মুক্তমনা ডটকম-এ একটি নতুন ফিচার অপশন যোগ করিবার বিষয়ে কর্তৃপক্ষ বরাবরে আমার একটি আব্দার রহিয়াছে। ব্লগ সাইটের উপরে যেনো ‘পুরাতন আর্কাইভ’ ঘরখানির সর্বডানে ‘আমার একটি আব্দার রহিয়াছে’ নামে নতুন একটি ঘর স্থায়ীভাবে যোগ করা হয়। 🙂 সেইখানে সহ-ব্লগাররা কর্তৃপক্ষর কাছে তাহাদের চাওয়া-পাওয়া তথা আব্দারসমূহ নিবেদন করিবেন। ঐ আব্দারের মন্তব্যের ঘরে পাঠক-ব্লগাররা তো বটেই, এমন কী সদা গালে হাত দিয়া উপবিষ্ট পাষান হৃদয়ের মডুরামও তাহার মতামত জানাইতে পারিবেন। 😀

অনেকে বলিতে পারেন, ইমেইল ঠুকিয়া আব্দার জানাইলেই তো ল্যাঠা চুকিয়া যায়। ইহার জন্য আবার নতুন ঘর বানাইবার আবশ্যক কী? উহাদের উদ্দেশ্যে বলি, মহাশয়, ইমেইল করিলে আপনার আব্দারখানা তো সাধারণের কাছে অপ্রকাশ্যই রহিয়া গেলো। আপনি নিজেও আব্দারের পক্ষে-বিপক্ষে পাঠককূলের মতামত জানিলেন না। তাহার চেয়ে আব্দারখানা প্রকাশ্য হওয়াই ভালো নয় কী? 😉

ইহাতে আরো একখানা বাড়তি সুবিধা হইবে। মুক্তমনা কর্তৃপক্ষের কাছে আব্দার জানাইবার জন্য এইরূপ নতুন নতুন ব্লগাড্ডা (প্রবন্ধ নহে) লিখিবার প্রয়োজন পড়িবে না। নির্ধারিত ঘরে আব্দারখানি পেশ করিলেই হইলো। 😛

এখন কর্তৃপক্ষ অধমের এই আব্দারখানা আমলে নিবেন, ইহাই নতুন বছরের ঊষালগ্নের প্রত্যাশা। বিশেষ আর কী?

পুনশ্চ: যতক্ষণ ব্লগ কর্তৃপক্ষ অধমের এই আব্দারখানা মঞ্জুর না করিতেছেন, ততক্ষণ মুক্তমনার পাঠক-লেখককূল এই লেখার মন্তব্যের ঘরে নিজ নিজ আব্দার জানাইতে পারেন। ইহাও কর্তৃপক্ষসহ সকলের দৃষ্টি আকর্ষণ করিবে বলিয়া আশা করা যায়। :lotpot: