প্রথমেই বলে রাখি, মুক্তমনা ব্লগে এ ধরনের লেখা পোস্ট করার নিয়ম না থাকলে এই পোস্টটি যেন সরিয়ে ফেলা হয়, কিংবা আমাকে সরিয়ে ফেলতে নির্দেশ দিলেও চলবে।

‘চিহ্ন ছোটকাগজ মেলা’ ও ‘একুশে বই মেলা’-কে লক্ষ্য রেখে জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ পেতে যাচ্ছে শাশ্বতিকীর ‘লোকসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংখ্যা’। ‘নাটক সংখ্যা’ (১৩-ফর্মা), ‘অনুবাদ সংখ্যা’ (১২-ফর্মা)-র পর লোকসাহিত্য সংখ্যাটি আরো কলেবরে বৃদ্ধি পাচ্ছে (২০-ফর্মা)। এই সংখ্যায় ২০টির অধিক প্রবন্ধ ও আলোচনা থাকছে, লেখক তালিকায় থাকছেন (কিঞ্চিৎ পরিবর্তন হতে পারে):

যতীন সরকার
আবুল আহসান চৌধুরী
আবুল হাসান চৌধুরী
মুহাম্মদ আবদুল জলিল
আলী আহাম্মদ খান আইয়োব
আহমেদ আমীন চৌধুরী
ড. বেলাল হোসেন
মোহাম্মদ সুভাস উদ্দিন
আবদুশ শাকুর
নন্দলাল শর্মা
আবদুল ওহাব চৌধুরী
শেখ খায়রুল বাশার রাজু
মো: মোস্তফা আলী
আবদুল্লাহ আল আমীন
সমর পাল
সামছুল আরেফিন
উদয় শংকর
সৌমিত্র দেব
রাজু আলাউদ্দীন
নাজমীন মর্তুজা
ফজলুল হক তুহিন
মযহারুল ইসলাম তরু
সুস্মিতা চক্রবর্তী (সম্ভাব্য)
আফসার স্যার (সম্ভাব্য)
সাইমন জাকারিয়া (সম্ভাব্য)
সলিমুল্লাহ খান (সম্ভাব্য)
মুস্তফা জামান আব্বাসী (সম্ভাব্য)

থাকছে বাউল ও লোক কবির সাক্ষাৎকার
চলচ্চিত্র বিভাগে থাকছে বাংলা সিনেমায় ফোকের প্রভাব নিয়ে বিশেষ প্রবন্ধ
বই আলোচনায় থাকছে ফোক বিষয়ক বইয়ের আলোচনা, আলোচনা করেছেন আবদুশ শাকুর।

আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনার প্রতিষ্ঠান অথবা প্রকাশিতব্য বইয়ের বিজ্ঞাপন দিয়ে সাহায্য করলে চিরকৃতজ্ঞ থাকবো। আপনাদের সহযোগিতা ছাড়া কাজটি করা আমাদের জন্য শুধু কষ্টসাধ্যই নয় বরং অসম্ভব হয়ে পড়বে।
যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সাহায্য করতে চান তাদেরকে ২৮ তারিখের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ :
সম্পাদক : শাশ্বতিকী
০১৭১৭-৫১৩০২৩, ০১৭১৭-১২৫২৮৩
[email protected]
http://shashwatiki.mywibes.com/

একটি আগাম ঘোষণা : আগস্ট মাসে দেশ-বিদেশের রবীন্দ্র-গবেষকদের লেখা নিয়ে প্রকাশিত হবে ‌‘রবীন্দ্রনাথ ঠাকুর সংখ্যা’। সংখ্যাটি হবে bilingual…

translation issue