পশ্চিমাকাশে রবি পতনের সময়ে
একজন খুঁজতে বেরিয়েছিল রবীন্দ্রনাথকে
আকাশে বাতাসে নক্ষত্ররাজিতে।

পাড়ি দিযে পুরো পৃথিবী
সৌরজগত ছায়াপথ মহাবিশ্ব সমান্তরাল মহাবিশ্ব
ক্লান্ত বিধ্বস্ত সে অবশেষে বলল,
“পাইনি তো কোথাও তাকেঁ!”
আমরা অবিশ্বাসভরা দৃষ্টিতে তার দিকে তাকালাম;
বুঝতে পারলাম অবশেষে, রবীন্দ্রনাথ হারিয়েই গেছেন, চিরতরে!

(২১/৮/০৬)