মুক্ত-মনা ওয়েব পেইজ বিষয়ক আমার কয়েকটি প্রস্তাব-
১) পুরো কবিতার বেশিরভাগ অংশই হোম পেইজে প্রদর্শিত হয়, যা অনেক জায়গা নেয়। যার ফলে ভালো লেখাগুলো অনেক সময় দ্রুত হোম পেইজ থেকে আউট হয়ে যায়। মডুদের কাছে আবেদন, কবিতার অল্প অংশ যেনো হোম পেইজে প্রদর্শিত করার ব্যবস্থা করা হয়। এতে ভালো লেখা গুলোহোম পেইজে বেশি দিন থাকবে।
২) আমি নাগরিক ব্লগে পোষ্টের নীচে নতুন মন্তব্য নামের একটা অপসন দেখেছি। যা আমার কাছে খুব ভালো লেগেছে। কোন পোষ্ট আপনি শেষবার পড়বার পড় আর নতুন কোন কমেন্ট এসেছে কি না তা এই এই অপসনটি ইনডিকেট করে। আমার মনে হয় এই ধরনের একটি অপসন যোগ করলে পাঠক ও লেখকদের কমেন্ট ফলো করতে অনেক সুবিধা হবে।
৩) মুক্ত-মনা বয়ান/ কমেন্ট জাতিয় একটা অপশন ফ্রন্ট পেইজে এড করা যেতে পারে যেখানে দিনের বা সাপ্তাহের সেরা উক্তিটি প্রদর্শিত হবে। এক্ষেত্রে মনীষীর উক্তিও নির্বাচন করা যেতে পারে।
৪) যেহেতু কমেন্টে লাইক ও ডিসলাইক অপশন আছে এবং তার ভিত্তিতে একজন মন্তব্যদাতার কমেন্ট পাঠকরাই ভোটের ভিত্তিতে ডিলেট হতে পারে, তাই আলাদাভাবে কোন পাঠককে মডারেশনের আন্ডারে না আনাই বোধ হয় বেটার হবে।
জাহিদ রাসেল
যারা বাংলাদেশে থাকেন, সার্ভার মাইগ্রেশনের পর পেজ লোডে কেমন সময় লাগছে? অর্ধেক লোডিং এর সমস্যা কি রকম হচ্ছে? জানালে আমার কাজ করতে সুবিধা হয়।
ফরিদ ভাইকে প্রশ্নটি করেছিলাম উত্তর দেন নাই। আমরা যখন লেখা পোস্ট করি তখন লেখাগুলো কেমন যেন এলোমেলো হয়ে আসে কিন্তু ফরিদ ভাইয়ের লেখা justify হয়ে আসে, এটি কিভাবে করতে হয়? (এই লেখায়ও দেখলাম কী সুন্দর!) জরুরী ভিত্তিতে উত্তর কামনা করছি।
@সৈকত,
এইটা ফরিদ ভাইয়ের ম্যাজিক 🙂
যাহোক, সংক্ষেপে বলি –
আপনি যে লেখা জাস্টিফাই করতে চান সেটিকে
< p align="justify" > < / p> কোডের মধ্যে রাখতে হবে।
যেমন, আমি ভাত খাই এটাকে জাস্টিফাই করতে হলে আপনার লখতে হবে –
< p align="justify" > আমি ভাত খাই < /p >
( < > – এই চিহ্নগুলোর পরে বা আগে স্পেসগুলো দেবেন না)
তাহলেই এটা জাস্টিফাই হিসেবে দেখাবে।
তবে এটা শুধু আর্টিকেল পোস্ট করার সময়ই। মন্তব্যে বা অন্য কোথাও করলে হবে না।
আরেকটা উপায় হচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে লেখার সময় ভিজুয়াল এডিটর বন্ধ রাখুন এই অপশনটা তুলে দেয়া। তারপর ওয়ার্ড বা ফন্টপেজে লিখে পোস্ট করা। পোস্ট করার সময় লক্ষ্য রাখতে হবে যেন, আপনি ভিজুয়াল এডিটর অপশনটায় থাকেন, HTML এ না। কিন্তু এই পদ্ধতিতে কিছু করতে আমি উৎসাহিত করব না। কারণ, অনেকে বৃন্দা বা অন্য কোন হাবিজাবি ফন্টে লিখে পেস্ট করে দিলে সব তালগোল পাকিয়ে যাবে। আগে অনেকের হয়েছিল। কাজেই সাবধান। ফরিদ ভাইয়ের মত ‘অভিজ্ঞ’ লোকজনেরাই এইটা হ্যান্ডেল করতে পারে 😀
@অভিজিৎ, 🙁 🙁 🙁
বিজ্ঞান না পড়া ফরিদ ভাই কেমনে এইগুলা পারে???
আমার তো বর্ননা পড়ে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে।
দরকার হয় লেখাই ছেড়ে দিব, তাও এই জাষ্টিফায়েড করার দূঃসাহস করব না। ঈমানে বললাম।
@সৈকত চৌধুরী,
আপনাকে একটা উত্তর দিয়েছিলাম কয়েক ঘন্টা আগে। এখন দেখছি সেটা নেই। সার্ভার মাইগ্রেশনের পাল্লায় পড়ে হাওয়া হয়ে গিয়েছে হয়তো। যাই হোক আবারও লিখছি।
প্রথমেই দুঃখ প্রকাশ করছি দেরিতে উত্তর দেবার কারণে।
অভি এর মধ্যেই উত্তর দিয়ে ফেলেছে আপনাকে। তবে ওই উত্তর পুরোপুরি টেকনিক্যাল। আমি ওভাবে জাস্টিফাই বা অন্যান্য ফর্মাটিংগুল করি না। আমি নন-টেকি লোক। কাজেই, সম্পূর্ণ কাজটাই আমি করি অত্যন্ত সহজ-সরল পদ্ধতিতে।
আমি কাজ করি ওয়ার্ডে। টাইপ থেকে শুরু করে ফর্মাটিং (ফন্ট বাছাই, ফন্টের আকার নির্ধারণ, রঙের ব্যবহার, জাস্টিফাই, ইন্ডেন্টিং) এবং লিংকটিংক দেওয়া সবকিছুই ওয়ার্ডে করি আমি। মুক্তমনায় আমার লেখার গেটআপ যেরকম দেখতে চাই, ঠিক সেরকম করে তারপর নতুন আর্টিকেল পোস্ট করার উইন্ডো খুলে সেখানে ওয়ার্ড থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেই।
এই হচ্ছে সব রহস্যের সমাধান।
ভাইয়েরা ওয়েবপেইজের গতি কমার মত কিছু যেন না করা হয়। আর আমার কছে বর্তমান যেসব ফিচার আছে সেগুলিকে বেশ কার্যকর মনে হয়। আমি বড় কোন পরিবর্তনের বিপক্ষে। 🙂
@আতিক রাঢ়ী,
ঠিক, ঠিক :yes: :yes:
আর একটা ব্যাপার আজকে মনে হয় স্বাক্ষর শতাব্দের একটা লেখা দেখছিলাম। লেখাটা কই গেলো? বেশ ভালো একটা বিষয় নিয়ে লিখেছিলেন। মডুরামরা কিছু জানেন নিহি??
@সাইফুল ইসলাম,
হ্যা, আমিও দেখলাম লেখাটা হঠাৎ উধাও। আমি স্বাক্ষরকে ইমেইল করেছি বার্তাবাক্সে। সম্ভবতঃ এডিট করতে গিয়ে ডিলিট হয়েছে কিংবা কোন কারণে লেখক নিজেই ডিলিট করে দিয়েছেন।দেখা যাক।
রামগড়ুড়ের ছানা, আমার মনে হয় যে যা বলছে তার ভিত্তিতে হঠাৎ করে কোন ফিচার এড করার দরকার নাই। তোমারও প্রেশার পড়তেছে, বুঝি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া যাবে কোন ফিচারগুলো সত্যই দরকার, আর কোনটা বাহুল্য। একগাদা ফিচারের কারণে যদি সার্ভারে মাত্রাতিরিক্ত চাপ পড়ে সেটা মোটেই কাংক্ষিত নয়।
@অভিজিৎ,
আমার মাথায় সবসময় এটা আছে। আমি প্রথম কমেন্টেই বলেছি “যেহেতু সার্ভারের গতি বেশ কম তাই কম প্রয়োজনীয় কোনো ফিচার আমি মুক্তমনায় যোগ করতে চাইনা। পেজ লোজ হতে দেরি হলে সবই অর্থহীন। সবার আগে লেখা ও কমেন্ট ঠিকভাবে পড়তে পারা।” ফিচার যোগের আগে আমি অনেক চিন্তা করি,লোডিং টাইম বাড়বে হবে এমন কিছু আমি করবনা তাতে নিশ্চিত থাকতে পারেন,লোডিং টাইম আগে খুব খারাপ ছিল,অনেক গুতায় কিছুটা উন্নতি করেছি,এটাকে আবার খারাপ হতে দিবনা। যে হিট কাউন্টার যোগ করার কথা বলেছি সেটাও আমি পরীক্ষা করেছি আগে,হঠাৎ করে বলিনি।
এটি নিয়েও চিন্তা না করলেও হবে 🙂 । যখন প্রেসার বেশি বাড়বে তখন দেখবেন হাওয়া হয়ে যাব 😀 । আর এ কাজ গুলো করে অনেক কিছু শিখতে পারছি যা আমার জন্য বিশাল সুযোগও।
দু:খিত, আমি নিজেই মুছে দিয়েছি| একটু নীতিগত সমস্যায় পড়ে গিয়েছিলাম, এর পর থেকে এরকম হবে না, মুক্তমনার নীতির সাথে সঙ্গতি রেখে লেখা ও কমেন্ট করার চেষ্টা করবো | ধন্যবাদ আপনাদের|
@স্বাক্ষর শতাব্দ,
আমি পরে হাল্কাভাবে শুনেছি কি হয়েছিল, আমি ঠিক নিশ্চিত নই। আমি থ্রেডটি লক্ষ্য করছিলাম না। যোহোক, কারো কথায় এভাবে হুট করে প্রবন্ধ না মুছে দেয়ার অনুরোধ করি। আপনার টপিকটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সম্ভব হলে আরেকবার পোস্ট করতে পারেন, আর ইচ্ছে হলে যে যে জায়গায় তথ্য চাওয়া হয়েছে সেগুলো ক্ল্যারিফাই করতে পারেন।
@স্বাক্ষর শতাব্দ, আপনার লেখাটি কোথায় মুক্তমনার নীতির সাথে অসঙ্গতি হয়েছে বুঝতে পারলাম না। দয়া করে ব্যাপারটা একটু পরিষ্কার করলে অন্যান্য লেখকদের এই ধরনের পোষ্ট দিতে সুবিধা হবে।
সব নুতন মন্তব্যের জন্য ইমেইলটি কার্যকরি নয় বলে মনে হয়। এত ইনবক্স ভরে যাবে। আমার মন্তব্যের জবাবে ইমেইল আসা পর্যন্ত ঠিক আছে। তার চেয়ে লগইন করলে পোষ্টের শুরুতে লেখা আসতে পারে এত গুলো নুতন মন্তব্য। আর নুতন মন্তব্যগুলো লাল ফণ্টে নুতন লেখাটি আসতে পারে।
আমার আগের একটি লেখায় লিখেছিলাম যে একটি লেখা কয়বার পঠিত হয়েছে সেই সংখ্যাটি কি আইপি নির্ভর নাকি এক আইপি থেকে একাধিকবার পড়া হলে সেগুলোকে ভিন্ন ভিন্ন পাঠক বলে গণনা করা হয়? এটি ঠিক করা উচিত। প্রকৃত সংখ্যাটি পেলে জানা গেলে ভাল লাগতো, বা বুঝা যেত আসলে মুক্তমনার প্রকৃত পাঠক সংখ্যা কত।
আরেকটি বিষয়, এক দিনে কতগুলো আইপি থেকে মুক্তমনা পেইজ ওপেন হয়েছে এবং কোথা হতে এসেছে এই তথ্যগুলো সংগ্রহ করে রাখা উচিত। ধরুন মুক্তমনার পাঠক সংখ্যা মাসে মাসে বা বছরে বছরে বাড়ছে কি কমছে বা কি হারে বাড়ছে বা কমছে সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যেত। এই তথ্যগুলোর আপাত কোন কাজ নেই বলে মনে হলেও মুক্তমনাকে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক কাজে আসবে।
পরিশেষে রামগড়ুড়ের ছানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মুক্তমনার ডিজাইনে কাজ করার জন্য। অভিজিৎ’দা নিশ্চয়ই সবচেয়ে খুশি ভারমুক্ত হয়ে :-/ ।
@স্বাধীন,
আনসাবস্ক্রাইবেরও ব্যবস্থা আছে,আমি কাল ঠিক করে দিব,আজ একটু ব্যস্ত।
প্রতি পোস্টে আইপি বেসড কাউন্টার কিভাবে করা যায় আমি ঠিক নিশ্চিত না,গুতাতে হবে। তবে হোমপেজে এরকম তথ্যবহুল আইপি বেসড হিট কাউন্টার বসানো সহজ কাজ । আমি ১-২ দিনের মধ্যে বসিয়ে দেবার চেষ্টা করব।
ধন্যবাদ
@রামগড়ুড়ের ছানা,
আমি সাবস্ক্রাইব করিনি এখনো। সমস্যা নেই। ওগুলো জাস্ট মতামত। টেক ইউর টাইম। কোন তাড়াহুড়া নেই। এখানেই সবাই বিনে পয়সায় কাজ করে। যদিও নিজের কাজ ফেলে সেটাই করে। 😀
আরেকটু যোগ করি। মুক্তমনার নীড়পাতায় কতজন সদস্য লগইন এবং কতজন অতিথি এই মুহুর্তে আছে সেটি প্রকাশ করা যায় কি? অনেক ব্লগে এই তথ্যগুলো রয়েছে। অথবা কোন কোন সদস্য এই মুহুর্তে লগইন করা আছে।
আপনাকে পেয়ে সবার মনের ইচ্ছেগুলো একে একে প্রকাশ পেয়ে যাচ্ছে, এই আর কি। অভিজিৎ’দা তো একটু গম্ভীর /রাগী:-/ তাই মনে হয় সবাই ভয়ে কিছু প্রকাশ করে নি :laugh: ।
@স্বাধীন,
তথ্য, রেফারেনস, প্রমাণ কই?
@আকাশ মালিক,
আরে রাগী না, নিরস সব বিষয় আশয় নিয়া লেখালিখি করি বইলা স্বাধীন একটু খেপসে। ঠিক করসি, ফরিদ ভাইয়ের মত আদি রসাত্মক কোন সিরিজ শুরু করুম সামনে 🙂
@অভিজিৎ,
এটা ভাল বলেছেন। আমিও শুরু করবো কিনা ভাবছি। ফরিদ ভাই তো এখন সুপার ডুপার হট (মানে ইয়ে, “হিট” হবে 😀 )।
@স্বাধীন,
কিছুদিন আগেও তো এই ব্যবস্থা ছিল যদিও সদস্যদের নাম উল্লেখ থাকতোনা, হঠাৎ একদিন দেখি উধাও। মুক্তমনার মন্তব্যে প্রিভিউ সিস্টেমটা কিন্তু দারুণ, অনেক অনাকাংখিত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে। তবে আমার কাছে খুব ভাল লেগেছিল ঐ যে একবার, ( কী যে বলে, হায় হায়, রোজায় :-Y মাথাটা সমূলেই গেছে) যেখানে ইজিবিজি না করে সহজভাবে ফন্ট কালার, ফন্ট সাইজ, ফিল্ড ইন, হাইলাইট, বোল্ড, ইটালিক, সেইভ ইত্যাদি করা যেতো। আগে দেখতাম স্মাইলিগুলোর উপরে মাউস নিলে নাম উঠতো, এখন তা আর উঠেনা।
আমার মনে হয় আল্লাহ একজন আছে, না হলে যা আছে তা নাই হয় কীভাবে আর যা আজ নাই কাল এখানে আসে কীভাবে? :-/
কমেন্ট অনুসরণের জন্য মোটামুটি একটা ব্যবস্থা দাড়া করালাম। ই-মেইলের মাধ্যমে ব্যাপারটা কাজ করবে।
কমেন্ট বক্সের নিচে দেখুন টিক বক্স আছে একটা,নিচে লেখা
”ই-মেইলে কমেন্ট থ্রেড অনুসরণ করতে টিক চিন্হ দিন””. কমেন্ট করার সময় ওখানে টিক চিন্হ দিন। ব্যাস,এবার নতুন কমেন্ট আসলে আপনি মেইল পেয়ে যাবেন।
পরীক্ষামূলক ভাবে চালু করলাম,ঠিকঠাক কাজ করছে নাকি জানান। আগের মেইলিং সিস্টেমে শুধু মন্তব্যের জবাব দিলে মেইল যেত,এখন মন্তব্য আসলেই মেইল যাবে যদি টিক চিন্হ দেন।(আগেরটাও এখনো চালু আছে,এটা ঠিকঠাক কাজ করলে ওটা বন্ধ করব।
ভূলটুল কোথাও থাকলে ক্ষমাসুন্দর ভাবে দেখবেন 🙂 , অনেক কাজের চাপের মধ্যে তাড়াহুড়া করে কাজটা করতে হয়েছে।
@রামগড়ুড়ের ছানা,
:yes:
তোমাকে দিয়াই হইবো!
আগেরটা চালুই থাকুক বন্ধ করার ধরকার নাই। কেউ কারো মন্তব্যের উত্তর দিলে সেটা ইমেইলে গেলে খারাপ হয় না। টিক দেক আর না দেক – এটা থাকাই উচিৎ।
একটা ব্যাপার – ই-মেইলে কমেন্ট খ্রেড অনুসরণ করতে টিক চিন্হ দিন – চিহ্ন হবে বানানটা, আর ওটাকে আরেকটু উপরে উঠাও পারলে। ভাল হয় “মন্তব্য করুন” বাটনটার নীচেই ওটা থাকলে। এটা এখন এত নীচে আর এত ছোট হরফে আছে যে, কারো চোখেই পড়বে না।
অনেক ধন্যবাদ রামগড়ুড়ের ছানা, কাজটা এত তাড়াতাড়ি করে ফেলার জন্য।
@অভিজিৎ,
কাজের স্ট্যাক ওভারফ্লো করতেসে, আমি মনে হয় রান টাইম ইরোর খাবো! ওটা পরে ঠিক করি,কালকে প্রোগ্রামিং ল্যাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে,অনেক কাজ :-Y ।
@রামগড়ুড়ের ছানা,
সরি তোমারে ঝামেলায় ফেলসি। এখন করতে হবে না – তোমার সময়মত বাকি কাজ কইরো। ল্যাব এসাইনমেন্টে মন দাও। 🙂
@রামগড়ুড়ের ছানা,
শাবাস বাংগালী!
আমার ব্লগের নেষ্টেড কমেন্ট ফিচার ভাল, তবে বড় সীমাবদ্ধতা আছে। যত কমেন্ট চালাচালি হয়, মন্তব্যের ঘর ততই ছোট হতে থাকে। একসময় দুই অক্ষরের বেশী এক লাইনে লেখা যায় না।
তবে আমার ব্লগের মন্তব্য অনুসরন ফিচার এখানে মিস করি।
আপনি কোন মনব্য করলে সেটা অনুসরন করার অপশন সেখানে আছে। অর্থাৎ আপনার পছন্দের থ্রেডে কেউ নুতন মন্তব্য করল কিনা তা সহজেই জানতে পারবেন। এর জন্য আপনাকে নিজের ই-মেল চেক করতে হবে না, সরাসরি ব্লগে আসলেই জানতে পারবেন।
এই কাজটা করলে আসলেই অনেক সুবিধা হবে লেখক ও পাঠক সবার জন্যই। আর ব্রাকেটে মন্তব্যসংখ্যা মনে রাখা কষ্টকর। পুরাতন লেখার মন্তব্য হিসাব করে রাখাটাও কষ্টকর। এই অপশন যোগ হলে পুরাতন লেখায় নতুন কমেন্ট আসলে সেক্ষেত্রে আলোচনা সহজ হয়ে যাবে।
জাহিদ রাসেলের ২ নং প্রস্তাবটি খুব কার্য্যকর মনে হয় আমার কাছে।
অনেক প্রস্তাব আসছে ব্লগ সংক্রান্ত। আরো আসতে থাকুক,তবে প্রস্তাব করার সময় মাথায় রাখুন ফিচারটি আসলেই খুব প্রয়োজনীয় নাকি। গতির সমস্যার জন্য ফিচার যোগ করার আগে অনেক চিন্তা-ভাবনা করতে হয়। কয়েক মাস আগেও মুক্তমনা লোড করা খুবই কষ্টসাধ্য ছিল,এখন সে সমস্যা অনেকটা কমানো গিয়েছে কিন্তু তারপরেও গতি খুব একটা ভালো নয়। ধীরে ধীরে এসব সমস্যার সমাধান হবে,নতুন ফিচারও যোগ হবে।
চমৎকার সব প্রস্তাবনা। টেকি-কানা হয়েও একটি ছোট প্রস্তাব করি, ব্লগে ছবি/ আলংকরণ যুক্ত করার পর প্রথম পাতায় যোনো একটি ছবি/ আলংকরণ দেখা যায়। এছাড়া সদস্য ও অতিথি পাঠকদের লগ ইন করার তালিকাও যেনো সাইটের একপাশে দেখা যায়।
মুক্তমনা যেহেতু সিরিয়াস ব্লগ, সেহেতু প্রথম পাতায় লেখার সঙ্গে লেখকের ছবি দেওয়াটা আমার কাছে অপ্রয়োজীয় বলে মনে হয়েছে।
সংক্ষেপে, সবচে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট সামহোয়ার ইনব্লগ ডটনেট-এ যে সব সুবিধা আছে তার সবই যাই।
হ্যাপি ব্লগিং। :yes:
@বিপ্লব রহমান,
এটি খুব একটা ভাল প্রস্তাব বলে মনে হচ্ছেনা। প্রথম পাতায় ছবি দেখা গেলে লোডিং টাইম কয়েক গুন বেড়ে যাবে।
লগ ইন করার তালিকার প্রয়োজনীয়তাও আমার কাছে স্পষ্ট নয়।
লেখার সাথে লেখকের থাম্বনেইল দেয়া না হলে ব্লগের সৈান্দর্য হানি হবে। থাম্বনেইল লোডিং টাইমেও তেমন প্রভাব ফেলেনা।
সামহয়্যার খুব জনপ্রিয় ব্লগ হলেও সামগ্রিকভাবে ফিচারের দিক থেকে তারা পিছিয়ে আছে। বরং সচলাতয়ন এগিয়ে গেছে অনেকদূর।
@রামগড়ুড়ের ছানা,
ছবি জটিলতা তৈরি করলে সেটা না হয় এ পর্যায়ে থাক।
লগ ইন ভিজিটির ও লগ অফ ভিজিটরের তালিকা এবং সংখ্যা উল্লেখ করলে খুব বেশী কোনো ঊনিশ-বিশ হবে না, তবে এতে সাইটটির একটি ব্লগিং চরিত্র দাঁড়ায়। এমনটি করা গেলে পাঠকদের আগ্রহ/ অনাগ্রহ যে কেউ সরাসরি দেখতে পারেন। প্রয়োজনীয় কোনো সদস্য লগইন করা দেখালে তাকে ই-বার্তা দিয়ে সঙ্গে সঙ্গে জবাব আশা করা যায়।…
উহু…টেকি সুবিধার দিক থেকে একমত হতে পারলাম না। পুরনো ব্লগার হিসেবে জানি, কি-বোর্ড বাছাই, ছবি/ ভিডিও ফাইল আপলোড, লিংক, অটো ড্রাফট — ইত্যাদি দিক বিচারে সামহোয়ার এখনো অপ্রতিদ্বন্দ্বী। আমার কর্মস্থলের আরো কয়েকজন ব্লগারও এমনটাই মনে করেন। উপরন্তু সচলায়তন অনেক বছর হল প্রথমে ‘অমুক’, এখন ‘– ‘নামে চুরি করে বিজয় কি-বোর্ড ব্যবহার করছে, যা মোটেই সমর্থন যোগ্য নয়।
আপনাকে অনেক ধন্যবাদ। :rose:
@বিপ্লব রহমান,
কি-বোর্ড বাছাই, ছবি/ ভিডিও ফাইল আপলোড, লিংক, অটো ড্রাফট এসব সুবিধাই কিন্তু মুক্তমনায় আছে। সামহোয়ারে কমেন্ট সিস্টেম বেশ খারাপ, আপনি জানেন সেখানে নেস্টেড কমেন্টের ব্যবস্থা নেই, কে কোন কমেন্টের উত্তর দিচ্ছে বোঝা যায়না। ওদের হিট কাউন্টার প্রায়ই অদ্ভুত আচরণ করে, ই-বার্তা,কমেন্ট রেটিং এর মত দরকারি ফিচারও নেই। সচলের চুরি করে এমন কথা আগে শুনিনি,তবে ওদের ব্লগ টেকনিক্যালি বেশ উন্নত,প্রচুর ফিচার আছে। যাই হোক সব ব্লগেরই নিজস্ব কিছু বৈশিষ্ট আছে।
ছো্ট কিন্তু দরকারি একটা কাজ করলাম। পেজের উপরে “নিচে যান” ও নিচে “উপরে যান” লিংক যোগ করে দিলাম।(@অভিদা: এবার সাইডবার উড়েযায়নি, IE8 এ দেখেছি 🙂 )
@রামগড়ুড়ের ছানা,
ব্যাপারগুলো আমিও শুনেছি। আমি যেহেতু সামহোয়্যারইন এ ব্লগিং করি না, সঠিকভাবে বলতে পারছি না। তবে নেস্টেড কমেন্টের ব্যবস্থা যে নেই সেটা যে কোন ব্লগ দেখেই বোঝা যায়। শুনেছি ছবি দেয়া লিঙ্ক করা এগুলোও খুব একটা ইউজার ফ্রেন্ডলি নয়। সে তুলনায় আমার ব্লগের ফিচারগুলো নাকি অনেক আধুনিক বলে শুনেছি।
:yes: । এইটা বেশ ভাল কাজ হয়েছে।
নতুন মন্তব্যের ব্যাপারে কাজ শুরু করতে পার – এটা যখন সবাই খুব দরকারী বলে মত দিচ্ছেন। ব্যাপারটা এমন হতে পারে – শেষবার লগ ইন করার সময় ব্লগার যে মন্তব্যগুলো দেখেছিলেন (টাইমস্ট্যাম্প ক্যাপচার করতে হবে), পরের লগ ইনে সেই মন্তব্যগুলো ছাড়া বাকিগুলোতে ছোট করে লাল ফন্টে (বিবর্তন আর্কাইভের নোটিশে যেরকম আছে) ‘নতুন’ লিখা যেতে পারে…
@অভিজিৎ, চিন্তা করে দেখুন এভাবে ব্যাপারটা ইফেক্টিভ হবেনা। পাঠককে বারবার পেজ খুলে দেখতে হবে নতুন কমেন্ট আছে নাকি,তাতে নোটিফিকেশন থাকা না থাকা একই কথা হবে।
আমি চিন্তা করছিলাম পোস্টের লেখককে তার পোস্টে নতুন কমেন্ট আসলেই যদি মেইল করা হয় তাহলে ভাল হবে। এছাড়া কারো মন্তব্যের নতুন জবাব আসলে মেইল করার ব্যবস্থা তো আছেই।
@রামগড়ুড়ের ছানা,
হ্যা – ইমেইল করা যেতে পারে। তবে নতুন মন্তব্যের ঠ্যালায় ইনবক্স ভর্তি হয়ে যাবে না? এখন তো কেবল একটি পার্টিকুলার মন্তব্য না, সব পোস্টের সব নতুন মন্তব্যই তাহলে ইমেলে যাবে নোটিফিকেশন আকারে। চিন্তা করেছ, এটার লোড কি পরিমাণ?
নাকি এরকম একটা ব্যবস্থা করবে, মন্তব্য অনুসরন করুন বলে একটা টিক মার্কের অপশন থাকবে। যদি কোন ব্লগার সেটাতে টিক মার্ক দেয়, তাহলেই কেবল এ সংক্রান্ত মন্তব্য ইমেইল এ যাবে। অবশ্য এটা কিছুটা রিডান্ডেন্ট, কেননা এখনই কারো মন্তব্যে কেউ উত্তর দিলে ইমেইলে নোটিফিকেশন আসে। দেখো চিন্তা করে কোনটা ভাল।
@অভিজিৎ, আপনার লেখার সব মন্তব্য আপনাকে মেইল করা হবে,সব না। বুঝাতে পেরেছি?
@রামগড়ুড়ের ছানা,
হু বুঝতে পেরেছি। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব একটা ইফেক্টিভ মনে হচ্ছে না। সাধারণতঃ লেখকেরা নিজের লেখা পোস্ট করে নিজেই নজর রাখেন কে কে মন্তব্য করেছে ইত্যাদি। কাজেই কোন লেখকের লেখায় কয়টি নতুন মন্তব্য এসেছে ব্যাপারটা সেই লেখকেই জানানো – মনে হয় না খুব বেশি প্রয়োজন। কিন্তু অনেক সময়ই লেখকেরা অন্য লেখকের লেখায় কিংবা অন্য কোন থ্রেডে কোন বিতর্ক চলছে কিনা কিংবা বহ্য আগে কোন লেখায় মন্তব্য করার পর কোন আলোচনা হয়েছে কিনা – এইগুলো হয়ত মিস করেন। নতুন মন্তব্যের নোটিফিকেশনটা এই ক্ষেত্রে প্রয়োজন। ভেবে দেখো।
@অভিজিৎ, পোস্টে নতুন কমেন্ট আসলেই যদি মেইল করার সিদ্ধান্তটা আমার কাছেও গ্রহণযোগ্য মনে হয় না।নতুন কমেন্ট নোটিফিকেশনের জন্যে আমার কাছে ”নাগরিগের ব্লগের” স্টাইলটাই আদর্শ মনে হয়।
@রামগড়ুড়ের ছানা,
অ্যাঁ!! 😕
শাবাশ! :yes:
আরাম করে ল্যাপটপ নিয়ে উপুড় হয়ে শুয়ে পোস্টের শিরোনাম দেখে বুঝলাম আরাম শেষ। অভিদাও এখন ফাকিবাজ হয়ে গেছে।
শেষ থেকে শুরু করি।
৪ নং পয়েন্ট: আমার কিছু বলার নেই,এটা অভিদা,ফরিদ দা দের সিদ্ধান্ত(একটা কাজ কমল 😀 )
৩ নং পয়েন্ট: এটা সহজ কাজ(টেকনিক্যালি), উপরের মারকুই ব্যবহার করেই এটা করা যায়। একমাত্র ঝামেলা প্রতি সপ্তাহে কিছু ভাল উক্তি খুজে বের করে বাংলায় অনুবাদ করা। আমি অনুবাদ ভাল করতে পারিনা, কেও কি এ কাজটি করতে পারবেন? প্রদর্শনের দায়িত্ব আমার। তবে তার আগে অন্যরা কি বলে জানা দরকার।
২নং পয়েন্ট: জমে থাকা কাজের কিউতে যোগ করছি কাজটা,তবে এখনও কোনো কথা দিতে পারছিনা। গীতাদি এ ব্যাপারে ভাল একটি পয়েন্ট দিয়েছেন।
১নং পয়েন্ট: এখানে আপনার অভিযোগটা আসলে ঠিক নয়। হোমপেজে সবসময় ১০টি লেখা প্রদর্শিত হয়। এখন হোমে ৩-৪ টি কবিতা আছে, আপনি মোট পোস্ট গুনে দেখুন ১০টি পাবেন। তাই কারও কাব্য তান্ডবে আপনার বা আমার লেখা আউট হয়ে যাবেনা।
সবশেষে বলতে চাই যেহেতু সার্ভারের গতি বেশ কম তাই কম প্রয়োজনীয় কোনো ফিচার আমি মুক্তমনায় যোগ করতে চাইনা। পেজ লোজ হতে দেরি হলে সবই অর্থহীন। সবার আগে লেখা ও কমেন্ট ঠিকভাবে পড়তে পারা।
@রামগড়ুড়ের ছানা, থ্যাঙ্কু! 🙂
মুক্তমনার ওয়েবপেজ ধীর গতির হওয়ার একটি বড় কারণ শ খানেক কমেন্ট থাকলে সবগুলোকে একসাথেই প্রদর্শন করা। সর্বশেষ ২০ টি কমেন্ট প্রদর্শন করে বাকিগুলো ‘পরবর্তী পৃষ্ঠা’ এইভাবে লিঙ্কে ভাগ করে দিলে চমৎকার হয়।
@নিশাচর,
নেস্টেড কমেন্ট তো এভাবে হ্যান্ডেল করা যাবেনা 🙁
দারুণ প্রস্তাব।
আমি এ প্রস্তাবের আংশিক সমর্থন করছি। ১ নং এবং ৩ নং এর
বাদে করা যায়।
মনীষীদের উক্তি তো মুক্তমনার প্রত্যেক পৃষ্ঠার উপরেই আছে।
২নং এর বেলায় দ্বিমতের কারণ আমার ব্যক্তিগতভাবে যে লেখাটি ভাল লাগে সেটিতে নতুন মন্তব্য থাকলে ব্যাকেটের মন্তব্যকারীর সংখ্যা দেখেই বুঝতে পারি। তা না হলে পুরানো লেখার মন্তব্য হলে তো সাম্প্রতিক মন্তব্য দেখেই বুঝা যায়।
৪০নংটা রাখার দরকার নেই। মডারেটর কাছে একটু আধটু ক্ষমতা থাকা উচিত। গণতান্ত্রিক চর্চা সব সময় সবখানে খাটে না। আনেক সময় ভোটাভোটির জ্বালায় পড়তে হবে। আমার কাছে এটি অহেতুক ঝামেলা মনে হয়।
@গীতা দাস,যদিও ব্যাকেটের মন্তব্যকারীর সংখ্যা দেখেই বুঝা যায় নতুন মন্তব্যকারির সংখ্যা তবে ২নাম্বারে ”নতুন মন্তব্যবের” অপশনটি যোগ করলে তা আরো সহজ হয়। আমরা যারা নাগরিকে নিয়মিত ভিজিট করি তার এর কার্যকর উপযোগীতাটা খুব ভালোভাবে উপলব্দি করছি। কারণ আপনি আপনার পছন্দের পোষ্টে শেষ বার কতটি মন্তব্য দেখেছিলেন তা মনে নাও থাকতে পারে। তাছাড়া আপনার নিজের লিখা কোন পুরাতন পোষ্টে হঠাৎ কেউ মন্তব্য করলে তা সহজেই দৃষ্টি গুচর হবে এই পদ্ধতিতে।
আর আমার ধারণা হয়তো ভুল হতে পারে তবে আমি মনে করি, এই ধরণের ব্লগে লেখক বা মন্তব্যকারি তার নিজের যোগ্যতাই সারভাইব করবে।
ধন্যবাদ জাহিদ চমৎকার এই পরামর্শগুলোর জন্য।
রামগড়ুড়ের ছানাের উপর চাপ বাড়লো মনে হয়। 🙂
@অভিজিৎ, 🙂
@অভিজিৎ,
কি হয়েছে? আমার উপর চাপ বেড়েছে? কেন পোস্টে কি লেখা আছে? আমি কিন্তু কিছু পড়িনি 😀