মুক্ত-মনা ওয়েব পেইজ বিষয়ক আমার কয়েকটি প্রস্তাব-

১) পুরো কবিতার বেশিরভাগ অংশই হোম পেইজে প্রদর্শিত হয়, যা অনেক জায়গা নেয়। যার ফলে ভালো লেখাগুলো অনেক সময় দ্রুত হোম পেইজ থেকে আউট হয়ে যায়। মডুদের কাছে আবেদন, কবিতার অল্প অংশ যেনো হোম পেইজে প্রদর্শিত করার ব্যবস্থা করা হয়। এতে ভালো লেখা গুলোহোম পেইজে বেশি দিন থাকবে।

২) আমি নাগরিক ব্লগে পোষ্টের নীচে নতুন মন্তব্য নামের একটা অপসন দেখেছি। যা আমার কাছে খুব ভালো লেগেছে। কোন পোষ্ট আপনি শেষবার পড়বার পড় আর নতুন কোন কমেন্ট এসেছে কি না তা এই এই অপসনটি ইনডিকেট করে। আমার মনে হয় এই ধরনের একটি অপসন যোগ করলে পাঠক ও লেখকদের কমেন্ট ফলো করতে অনেক সুবিধা হবে।

৩) মুক্ত-মনা বয়ান/ কমেন্ট জাতিয় একটা অপশন ফ্রন্ট পেইজে এড করা যেতে পারে যেখানে দিনের বা সাপ্তাহের সেরা উক্তিটি প্রদর্শিত হবে। এক্ষেত্রে মনীষীর উক্তিও নির্বাচন করা যেতে পারে।

৪) যেহেতু কমেন্টে লাইক ও ডিসলাইক অপশন আছে এবং তার ভিত্তিতে একজন মন্তব্যদাতার কমেন্ট পাঠকরাই ভোটের ভিত্তিতে ডিলেট হতে পারে, তাই আলাদাভাবে কোন পাঠককে মডারেশনের আন্ডারে না আনাই বোধ হয় বেটার হবে।

জাহিদ রাসেল