আমি ভালোবাসা ফেরি করি
কবি সাহিত্যিকের মত মন দিয়ে নয়
ওসব নিতান্তই বিলাসিতা
আমার ভালোবাসা টাকায় কিনতে হয়।
আমার কুটিরে প্রবেশ না করলে
জানতে পারবে না মানুষ ভালোবাসার কত কাঙ্গাল
ভালোবাসার এক একটা দান তারা দেয়
হয়ে পশুর মত উন্মাতাল
দেবে নাই বা কেন ছাই
পয়সা দিয়ে কেনা ভালোবাসা
উসুল করা চাই।
মাঝে মাঝে ভালোবাসার আতিশয্যে
শয্যাশায়ী হতে হয়
কি সৌভাগ্য আমার
এমন ভাগ্য ক’জনের হয়।
আমার ভালোবাসার টানে মানুষ
বার বার, পুনর্বার ফিরে আসে
নিজের সঙ্গিনীকে ফেলে রেখে
একটু মুচকি হেসে।
মানুষের এত ভালোবাসায় সিক্ত আমি যে
সভ্যতা আমাকে আলাদা করেছে ঈর্ষায়
আমার কপালে তিলক পরিয়েছে
আমাকে চিহ্নিত করে রেখেছে সীমাহীন ভালোবাসায়।
রাতে যার ভালোবাসায় আমি শয্যাশায়ী
সেই আমাকে দিবালোকে অস্পৃশ্য করে
যার উষ্ণ আলিঙ্গন না পেলে কারো চোখে ঘুম আসে না
সেই আমাকেই ওরা ফেলে দেয় ঘৃনা ভরে।
সর্বোপরি, আমি সম্পন্ন মানুষ নই
এক অসম্পুর্ন সত্ত্বা
পুঁজিবাদের বাই প্রোডাক্ট আমি
সবাই বলে বেশ্যা।
মনে করি না
কবিতাটা ভাল।
চমৎকার কবিতা… তবে কবিতায় ভুল বানান বড়ই বেমানান। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলে ভালো হয়।
কবিতার শিরোনামেই বানান ভুল রয়েছে।
যেমন:
অসম্পূর্ন >অসম্পূর্ণ
সঙ্গীনিকে>সঙ্গিনী
বানান ভুল ধরছি বলে মনে কষ্ট নিয়েন না। সত্যিই বলছি- অনেক দিন পর ভিন্ন স্বাদের কবিতা পড়লাম। মুক্তমনায় সাইফুল নাম মনের মধ্যে এলেই কবিতার কথা মনে পড়ে।
@মাহফুজ,
প্রশ্নই আসে না কষ্ট পাওয়ার। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই। 🙂
বেশ ভালো লাগলো…
@মোজাফফর হোসেন,
ধন্যবাদ ব্রাদার মন্তব্যের জন্য। পরের লেখা কবে আসছে? 🙂
সাইফুলের কবিতা মানেই ভিন্ন ধরণের কিছু। একদিন নিশ্চয় তার এই ব্যতিক্রমী কবিতাগুলো নিয়ে একটি বই হবে…।
@অভিজিৎ,
বিশিষ্ট লুলু পুরুষের উপাখ্যানকারীকে কবিতা পড়িতে দেখিয়া এই অধম যারপরনাই আনন্দিত। 😀
অনেক ধন্যবাদ অভিজিৎ দা উৎসাহের জন্য।
পড়ে ভাল লাগল। পতিতার জীবন নিয়ে সুন্দর শিল্প সৃষ্টি করা যায় সাইফুলের কবিতা তার প্রমাণ। সাইফুলের এই কবিতা পড়ে বিখ্যাত মার্কিন গীতিকার কোল পোর্টারের “Love for Sale” গানের কথা মনে পড়ে গেল। ঐ গানটা রচনাকালের সময় কিছুদিন নিষিদ্ধ ছিল আমেরিকায় ! কারণ বেশ্যাবৃত্তি পুঁজিবাদী আমেরিকায় তখনও নিষিদ্ধ ছিল এখনো আছে (শুধু নেভাডা অংরাজ্যের কোন কোন জায়গা ছাড়া)। কাজেই শুধু পুঁজিবাদের কারণে যে পতিতাবৃত্তি হয় তা নয়। যাহোক নীচে গানটির কথা তুলে দিলাম কারণ যার সাইফুলের কবিতাকে ভাল লাগবে তার এটাও ভাল লাগবে।
Love for Sale – Cole Porter
When the only sound on the empty street
is the heavy tread of the heavy feet
that belong to a lonesome cop
I open shop
The moon so long has been gazing down
on the wayward ways of this wayward town
my smile becomes a smirk, I go to work
Love for sale
appetizing young love for sale
love thats fresh and still unspoiled
love thats only slightly soiled
love for sale
who will buy
who would like to sample my supply
who’s prepared to pay the price
for a trip to paradise
love for sale
let the poets pipe of love
in their childish ways
I know every type of love
better far than they
if you want the thrill of love
I have been through the mill of love
old love
new love
every love but true love
love for sale
appetizing young love for sale
if you want to buy my wares follow me and clime the stairs
love for sale
@অপার্থিব,
গানটির কথা আগে জানতাম না, বেশ ভাল লাগল। তবে প্রথম অ্যামেন্ডমেন্টের কারণে আইনী ব্যান তো আমেরিকায় সম্ভব নয়। ওয়েব ঘেঁটে মনে হচ্ছে এবিসি এবং অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক “বাণিজ্যিক ব্যান”।
@রৌরব, @সাইফুল
হ্যাঁ এটা রেডিও ব্যানই ছিল। আমেরিকায় ফেডারাল সরকার এসব বিষয়ে জড়ায় না। যাহোক এই সুযোগে পুঁজিবাদ ও পতিতাবৃত্তি নিয়ে আমার আগের মন্তব্যের একটু বাড়তি ব্যাখ্যা দেই। পতিতাবৃত্তি সম্ভব হয় মুক্ত বাজার ব্যবস্থায়। তবে সেটা বৈধ হবে কিন সেখানে সমাজব্যবস্থা বা মূল্যবোধেরও ভূমিকা আছে। আমেরিকা যৌন স্বাধীনতার ব্যাপারে বেশ উদার হলেও পতিতাবৃত্তির ব্যাপারে বেশ রক্ষণশীল। সেখানে মারিজুয়ানা পর্যন্ত নিষিদ্ধ। সৌদি আরব পুঁজিবাদী দেশ হলেও সেখানেও পতিতাবৃত্তি নিষিদ্ধ।
@অপার্থিব দা,
সত্যি অনেক ভালো লাগল আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন অপার্থিব দা।
লিখিয়া যান ভাই লিখিয়া যান
@রিমন,
পড়িয়া যান ভাই পড়িয়া যান।
@রিমন,
মন্তব্য লেখার আগেই ভুলে ক্লীক করে ফেলছিলাম। 🙁
যাই হোক, রিমন ভাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য। মুক্ত-মনায় আপনি মনে হয় নতুন। স্বাগতম জানালাম সবার আগে। 😀
পতিতা ব্যবসা কি পুঁজিবাদের আবির্ভাবের আগে ছিল না?
প্রেম বাণিজ্যের ব্যাপারে আমার কোন আপত্তিই নেই, বরং ব্যাপারটা বর্তমান সময়ের প্রেক্ষিতে খুব প্রয়োজনীয়ই মনে হয়। তবে ইউরোপ বা আমেরিকাতেও নারীরাই এক্ষেত্রে পণ্য, আর পুরূষেরা খরিদ্দার। উল্টোটাও আছে, তবে পরিমাণে খুব কম।
সম্ভবতঃ পুরূষবাদী চিন্তা থেকে মুক্তি পেতে আমাদেরকে আরো কয়েক যুগ অপেক্ষা করতে হবে।
@র্সূয,
পুরূষবাদী চিন্তা বলে সত্যি কি কিছু বাস্তবে আছে ? আমার তো মনে হয় এটার অস্তিত্ত্ব কেবল কল্পনা রাজ্যে ।
@র্সূয,
সুজন ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নের আলোচনার জন্য আরেকটা পোষ্ট দেখি দেয়া যায় নাকি। কয়েক দিন যাবত খুবই ব্যস্ত আছি।
ঢাকায় ওই দিন মজাই হইছিলো কি কন? 😉
@সাইফুল,
ঢাকায় ওই দিন মজাই হইছিলো কি কন?
আবার জিগায়?
আপনার কবিতার অপেক্ষাই ছিলাম । প্রেম বানিজ্য আসলে আমার প্রিয় বিষয় গুলোর অন্যতম। বিনে পয়সার প্রেমের নানা রকম মানসিক জটিলতা , মামলা -মোকদ্দমা ইত্যাদির কারনে আমাদের ইউরোপে প্রেম বানিজ্য দিন দিন জনপ্রিয়তা লাভ করছে । সামাজিক ও আইনগত স্বীকৃতি তো রয়েছেই ।
@সংশপ্তক,
অপেক্ষায়? বলেন কি? :-/ 😀