তোমাকে আজ জবাব দিয়ে যেতে হবে হে মানব সন্তান
মহাকাল তোমার দরজায় কড়া নাড়ছে
বন্ধ জানালার ফাকে উদ্ভাসিত একফালি উজ্জ্বল রোদ
তোমার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আজ তোমার অতীত কুকীর্তি
নষ্ট পচা গলা বর্তমান আর
যদি পার,
তাহলে ভবিষ্যতের আনুষাঙ্গিকতার জবাব দিতে হবে।
আপাত অলৌকিক কালের পরীক্ষা
অত্যন্ত লৌকিক উপায়ে সম্পাদন করা হবে
অমানবিকতার কালো তীরে শুরু হবে মানবিক বিকিরণ
আপাত পরাজিত নিঃসঙ্গ সম্রাট হবে সরব দর্শক
কিংবদন্তির প্রাসাদে নামবে মিছিল ভাঙা নীরবতা
ভোর হবে না তোমার রাজত্বে পুনর্বার কখনই
পৌনঃপুনিক আঁধারে ঢাকবে তোমার নীরব মূহুর্ত
আজ তোমাকে কিম্ভুত হতে হবে আবশ্যিকভাবে।
আজ তোমাকে জবাব দিয়ে যেতে হবে হে মানব সন্তান।।
আপনি কি মানুষকে তার অতীত কৃতকর্মের জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন?
এই লাইনটা বেশ ইন্টারেস্টিং লাগলঃ
কারণ কিম্ভূত বললে নানাবিধ আকার মনে ভেসে ওঠে। 🙂
@দীপেন ভট্টাচার্য,
পড়ে কি মনে হচ্ছে? 🙂
😀
ভাল লাগলো কবিতাটা। বানানগুলো সংশোধন করে নিয়েন। এটাই আমার তরফ থেকে প্রথম এবং শেষ ফ্রি সার্ভিস। 🙂
বিকিরন> বিকিরণ
ভাঙ্গা> ভাঙা
নিরবতা> নীরবতা
নিরব> নীরব
আধার> আঁধার
আবশ্যিক ভাবে> আবশ্যিকভাবে
@ফরিদ আহমেদ,
জো হুকুম জনাব। 😀
@সাইফুল ইসলাম,
ভালো লাগল। আপনি এডিটে গিয়ে বানান শুদ্ধ করে নিতে পারেন।