তোমাকে আজ জবাব দিয়ে যেতে হবে হে মানব সন্তান
মহাকাল তোমার দরজায় কড়া নাড়ছে
বন্ধ জানালার ফাকে উদ্ভাসিত একফালি উজ্জ্বল রোদ
তোমার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে।

আজ তোমার অতীত কুকীর্তি
নষ্ট পচা গলা বর্তমান আর
যদি পার,
তাহলে ভবিষ্যতের আনুষাঙ্গিকতার জবাব দিতে হবে।

আপাত অলৌকিক কালের পরীক্ষা
অত্যন্ত লৌকিক উপায়ে সম্পাদন করা হবে
অমানবিকতার কালো তীরে শুরু হবে মানবিক বিকিরণ
আপাত পরাজিত নিঃসঙ্গ সম্রাট হবে সরব দর্শক

কিংবদন্তির প্রাসাদে নামবে মিছিল ভাঙা নীরবতা
ভোর হবে না তোমার রাজত্বে পুনর্বার কখনই
পৌনঃপুনিক আঁধারে ঢাকবে তোমার নীরব মূহুর্ত
আজ তোমাকে কিম্ভুত হতে হবে আবশ্যিকভাবে।

আজ তোমাকে জবাব দিয়ে যেতে হবে হে মানব সন্তান।।