ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশে রাত সাড়ে আটটার দিকে ফেসবুক ব্যান করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন–বিটিআরসি’র উর্দ্ধতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাত সাড়ে ৯ টায় গ্রামীণ ফোনের মোবাইল ভার্সন ও প্রক্সি সার্ভার দিয়ে ফেসবুকে লগইন করা গেছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ডটকম-এর প্রতিষ্ঠা ব্যক্তিমালিকানায়, ২০০৪ সালে। তবে বাংলাদেশে এটি ব্যাপক আকারে জনপ্রিয়তা বছর আটেক আগে। অনলাইনে বিনামূল্যে নিজের প্রোফাইল বানানো, ছবিসহ নিজের মনের কথা প্রকাশ, বন্ধু-বান্ধাব তৈরি, চ্যাটিং, প্রিয় ব্যাক্তিত্ব বা সাইটের নামে ফ্যানকাব খোলা–ইতাদি সুবিধার কারণে এর একটি বড় ব্যবহারকারী ছাত্র-ছাত্রীরা। ইন্টার সাইট পরিসংখ্যানকারী এলেক্সা ডটকম-এর তথ্য অনুযায়ী, ফেসবুক বাংলাদেশে দ্বিতীয় জনপ্রিয় ওয়েব সাইট। সার্চ ইঞ্জিন গুগলের পরেই এর স্থান।
ফেসবেকার্স ডটকম-এর তথ্যমতে, বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় আট লাখ ৭৬ হাজার, ২০জন। প্রায় ছয় লাখ ৪২ হাজার ৯২০জন পুরুষ ও দুই লাখ ২২ হাজার ৪৪০ জন নারী ব্যববহারকারী। চলতি মাসের (২৮ মে পর্যন্ত) পরিসংখ্যান অনুযায়ী, এক মাসেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৬০ হাজার।
ফেসবুকে বিশ্বের প্রধান ভাষাগুলোর পাশাপাশি বাংলাতেও অ্যাকাউন্ট খোলা ও ভাব বিনিময়ের সুযোগ আছে। সেখানে রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তসহ বাঙালির গর্ব নানা ব্যক্তির নামে ফ্যানকাব। এমন কি বিভিন্ন দেশি-বিদেশী তাঁরকার নামে রয়েছে একই রকম ফ্যান কাব। আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তো বটেই এমনকি অনলাইন একাধিক বাংলা পত্রিকা ও ব্লগের রয়েছে গ্রুপ। এছাড়া মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে একাধিক গ্রুপ রয়েছে এই সাইটে। গ্রুপগুলো জনমত গঠনে বিনামূল্যে তাদের প্রচার চালায় ফেসবুকে।
ফেসবুকে ‘৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বার দল’ নামক গ্রুপের অধিকারী ও ব্লগার মাহমুদুল হাসান রুবেল একজন পুরনো ফেসবুক ব্যবহারকারী। বাংলাদেশে এই সাইটটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার খবরে তিনি বলেন, ‘আমরা ১২৫ জন গ্রুপ সদস্য ফেসবুক ব্যবহার করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রায় ৪ লাখ গণসাক্ষর সংগ্রহ করেছি। এখন সাইটটি এদেশে বন্ধ করে দেওয়ায় আমাদের কাজ বেশ খানিকটা বাধাগ্রস্থ হবে।’
ফেসবুককে কখনই বন্ধ করে রাখা সম্ভব নয়
জনগনের(!) ভোটে হ্মমতায় এসে ধরাকে সরা জ্ঞান করছে বর্তমান সরকার। বর্তমান সরকার শুধু ইশু নিয়ে বেঁচে আছে।যেমনঃ বঙ্গবন্ধু হত্যাকান্ড, পিলখানা বিদ্রোহ, নাম পরিবর্তন, যুদ্ধাপরাধীদের বিচার সহ আরও অনেক।আসল উন্নয়ন এর খবর নাই। এইটাও কি তাদের একটা ইশু? ফেইসবুক বন্ধ করে কি দেশের মানুসের মুখ বন্ধ করতে পারবে? কতো বার? কয়টা সাইট বন্ধ করবে? কয়…..টা? যা বলার মানুস বলবেই। কয়েকটা কাঠমোল্লা,মুর্খের কথা শুনে এই কাজ করাতে মনে হচ্ছে সরকার সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দিচ্ছে! যদি তাও না হয়, তাহলে বলতে হবে এটি রাজতন্ত্রের দেশ, গনতান্ত্রিক নয়। বাক্ স্বাধীনতা আজ বিলুপ্ত!!!!!!
বাংলাদেশের মহামান্য সরকার ফেসবুক নিষিদ্ধ করেছেন। বাংলা নামের দেশটি যে আসলে পাকিস্তান থেকেই উদ্ভুত হয়েছে, তা বোধ হয় আমরা ভুলতে পারি না। পাকিস্তানকে অনুসরণ না করলে আমাদের পেটের ভাত বোধ হয় কখনোই হজম হয় না, জেনেটিক ট্রেন্ড বোধ হয়। কি আর করা।
যা হোক, দেশের এই ক্রান্তি লগ্নে চিপা দিয়া কিভাবে দেশে ফেসবুক ব্যবহার করা যায় তার কিছু উপায় দেওয়া গেল। আমার নিজের কোন ফেসবুক একাউন্ট নেই। কাজেই আমি নিজে প্রক্রিয়াগুলো ব্যবহার করে দেখিনি। তবে এগুলো দিয়ে অন্য সাইটে ঢুকা গেলে ফেসবুকেও ঢুকা যাবে বলে মনে হয়।
১) প্রক্সি ব্যবহার: অনেকেই প্রক্সি ব্যবহার করে ফেসবুকে যে ঢুকা যায় তা জানেন। আমাদের মইনুল রাজু এমনি একটি প্রক্সির লিঙ্ক দিয়েছেন এখানে । এধরনের অনেক প্রক্সিই আছে ইন্টারনেটে। সেগুলো ব্যবহার করা যাবে। তবে প্রক্সি ব্যবহারের সময় সতর্কতা হল, অজানা অচেনা প্রক্সি ব্যবহার না করাই ভাল। অনেক ম্যাল ওয়্যার, কুকি কিংবা ভাইরাস ডাউনলোড হতে পারে আপনার পিসিতে, যদি প্রক্সি প্রোভাইডারের সেরকম কোন ‘সৎ উদ্দেশ্য’ থাকে। কাজেই আপনার কোন বন্ধু অনেকদিন ধরেই কোন প্রক্সি ব্যবহার করছেন, সেরকম কোন কিছুর খোঁজ পেলে তবেই ব্যবহার করুন। কেবল গুগুলে সার্চ মেরেই প্রক্সি দিয়ে ঢুকে যাবেন না দ্যা করে (তখন অভিজিৎদারে গালাইলেও লাভ হবে না তেমন) 😀
২) আল্ট্রাসার্ফ নামে একটা সফট ওয়্যার আছে ইন্টারনেটে সেটা ডাউনলোড করা যাবে এখান থেকে। সেটা ব্যবহার করে অনেকেই ঢুকতে পারছেন ফেসবুকে।
৩) আল্ট্রা সার্ফের মতোই freegate নামে আরেকটা সফটওয়্যার আছে। সেটা দিয়েও ফেস বুক এক্সেস করা যায়। ইন্টারনেট এক্সপ্লোরারে এমনিতেই আসবে, আর যারা মজিলা ফায়ারফক্স ইউজ করছেন তারা অপশন –> ইন্টারনেট সেটিংস এ যান। সেখান থেকে চেঞ্জ করুন এবং “use proxy”অপশন সিলেক্ট করুন। ফ্রিগেট ডাউনলোড করা যাবে এখান থেকে।
৪) tor browser ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে। এটা ডাউনলোড করা যাবে এখান থেকে।
দেখেন কার জন্য কোনটা কাজে দেয়। কিন্তু আবারো বলছি, কোনটাই আমি ব্যবহার করে দেখিনি। ( একে তো ফেসবুক একাউন্টই নেই, তার উপর মার্কিন মুল্লুকে যেহেতু কোন সাইটই নিষিদ্ধ নয়, তাই এর প্রইয়োজন বোধ করিনি)।
@অভিজিৎ,
ধন্যবাদ অভিজিৎ দা। সব থেকে মজার ব্যপার হল মহামান্য সরকার ঘোষনা দিয়েও ফেসবুক ব্যানই করতে পারলনা ঠিকমত.. :rotfl: :laugh: :hahahee: :lotpot: ।
এবং তারা যে কত বড় অকর্মণ্য তাও বোধ হয় তারা অনুধাবন করতে পারলনা পুরোপুরি… :clap2: 😛
আপডেট: ব্লগার মাহবুব মূর্শেদ http://www.bikolpofacebook.ning.com- নামে নতুন একটি ফেসবুক খুলেছেন। এর ব্যানারের নীচে লেখা: ব্যান তুলে নাও, ফেসবুক খুলে দাও! :yes:
http://www.torproject.org/easy-download.html.en
fb তে ঢোকার জন্য এই লিংকটা খুব ভাল কাজ করছে।
লিংক থেকে tor browser টা সবাই নামিয়ে নিন।
ডাবল ক্লিক করে কোথাও unzip করার পর ওই ফোল্ডারে ঢুকে start tor browser এ double click করেন। তখন tor enabled firefox রান হবে। যেটা দিয়ে সবজায়গায় ঢোকা যাবে।
সবাই হাসিনা সহ বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মুখে থুথু আর গু ছিটান আর enjoy করুন…cheers!!!!!
@মিঠুন,
😛 😛 😛
একটু আগেই বিবিসির প্রত্যুষা অনুষ্ঠানে বাংলাদেশে ফেসবুক বন্ধ করা প্রসঙ্গে ডঃ জাফর ইকবালের মন্তব্য শুনলাম। তাঁর সাথে আমরা অনেকেই একমত হবো যে – বাংলাদেশের প্রশাসনে একটা গ্রুপ এমন কাজ করছে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যাতে তরুণ সমাজ এই সরকারের ওপর বিরক্ত হয়ে ওঠে। ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম। বেশির ভাগই ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগ। কেউ একজন চিঠি লিখে যদি সেখানে কারো নামে সমালোচনা করে, কারো ব্যঙ্গচিত্র আঁকে তাহলে কি তা বন্ধ করার জন্য পুরো ডাকবিভাগই বন্ধ করে দেয়া হবে?
মুফতি আমিনী ক’দিন আগে আস্ফালন করেছেন যে বাংলাদেশে ‘পাকিস্তানের মতই’ ফেসবুক নিষিদ্ধ করে দিতে হবে। সরকার তাই করলো। তবে পাকিস্তান ইতোমধ্যেই তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাংলাদেশেও এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে শীঘ্রই। তবে যা হবার তা তো হয়ে গেছে। আধুনিকতায় আমরা এখন পাকিস্তানের পর্যায়ে নেমে এসেছি। এরপরের লক্ষ্য হয়তো আফগানিস্তান।
কোনদিন সেল ফোনও বন্ধ করে দেওয়া হয় সেটাও দেখার বাকি।
বেশী কিছু লাগবে না, নবীজিকে জড়িয়ে কিছু ঐতিহাসিক সহি হাদীস বেনামে অনেকের কাছে টেক্সট মেসেজ হিসেবে পাঠিয়ে দিলেই হবে। ব্যাস, অমনি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাঘার কারনে দেশের সকল মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে।
এই না হলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা।
আর কইও না মিয়া। ওরা মনে করে ওরাই চালাক আর ব্যাবাকতে বলদ।
মিঠুন ভাইরে এইডার কতা কইছি। দেহি হেয় কি করতে পারল নাকি। এহন হাসিনার মুহে থুথু মারার সব থেইকা ভাল উপায় হইল এই টাইপের সফটওয়্যার দিয়া সারাদিন ফেসবুকে ঢুইক্কা বইয়া থাহা।
মাথায় কতটা কম বুদ্ধি নিয়ে এরা দেশ চালায় চিন্তা করা যায়না। আমাদের ডিপার্টমেন্টের ল্যাব এ সঙ্গত কারণে ফেসবুক ব্লক করা থাকে কিন্তু সেটার আমরা থোরাই কেয়ার করি, ultrasurf সবার পেনড্রাইভেই থাকে। আপনারাও এটা রাখুন।
আমার ভয় হচ্ছে মুক্ত-মনাও ব্লক করে দেয়া হতে পারে, মুক্তমনা,ধর্মকারী এসব সাইটের মডারেটর, ডেভেলপার এদের ধরার চেষ্টা হতে পারে 🙁 । কবে যে কি হয়…….
গালি দিতে ইচ্ছা করছে।
ধন্যবাদ এডমিন,
প্রতিবাদী ব্যানার টানানোর জন্য।
@মিঠুন, :yes:
@বিপ্লব রহমান, সমকালের খবরটা পড়ে মনে হচ্ছে এখানে আসলে আরও কোন কাহিনী আছে। বলছে ‘এদিকে গত কয়েক দিন থেকে ফেসবুক বন্ধ করার জন্য মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলসহ আরও কয়েকটি সংগঠন দাবি জানিয়ে আসছিল।’ এরা কেন দাবী জানাচ্ছিল ফেসবুক বন্ধের? আবার এই ‘আটক রডিনকে আইটি প্রযুক্তিতে অভিজ্ঞ একজন বিকৃত রুচির মানুষ’ বলে ধারণা করার কারণ কি? এর ছদ্মনামগুলো দেখেও অবাক হলাম, এর কি কোন জামাতি কানেকশান আছে নাকি? মুহম্মদের কার্টুন আঁকা নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু ৮-১০ দিন আগের কথা, এটার কারণে এত দিন পরে ফেসবুক বন্ধ করে দেওয়াটা কেমন যেন অদ্ভুত ব্যাপার বলে মনে হচ্ছে। এটাকে ব্যবহার করে অন্য কোন কারণে কি ফেসবুক বন্ধ করার হয়ে থাকতে পারে?
@বন্যা দি,
দুই নেত্রীর ব্যাঙ্গচিত্র একটি ক্যামোফ্ল্যাজ। মৌলবাদ তোষণই নেপথ্য কথা। তীব্র ধীক্কার জানাই। :no:
নারায়ে তকবির, আল্লাহু আকবর। দুনিয়ার মুসলিম এক হও। আমরা হবো তালেবান বাংলা হবে আফগান। ডিজিটাল বাংলাদেশ নিপাত যাক। :laugh: :rotfl:
@ভবঘুরে,
হ! আসেন, রাম দা, থুক্কু রহিম দা শান দেই। 😉
কথাটা কোথায় জানাবো বুঝতে না পেরে জানাছি সবাইকে। এই মাত্র জানতে পারলাম বাংলা দেশে ফেসবুক ব্যান করা হয়েছে। নবীর অবমাননার কারনে নাকি? আবার হাসিনা বলে ডিজ়িটাল বাংলাদেশ হায় পোড়া কপাল :-Y
@একা,
আমার তো মনে হয় এমন দিন বেশী দুরে নেই যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এসব বন্দ করে দিয়ে খালি মসজিদ , মাদ্রাসা(কওমী) , মক্তব চালু রাখা হবে। জ্ঞানের সব কিছুই যখন কোরানে আছে তখন ফালতু ইহুদি নাছারা কাফেরদের রচিত কিতাব ও বিদ্যা পড়ে দোজখে যাওয়ার ঝুকি সরকার নেবে কেন ? জনগনের বেহেস্তে যাওয়ার রাস্তা সুগম করার মহান দায়িত্ব তো জননন্দিত সরকারের ঘাড়েই বর্তায়, না কি ? বলুন, আলহামদুলিল্লাহ
এই মুহূর্তে মুহাম্মদকে ছাড়া দুনিয়ার রাজনীতি অচল। 🙂
@আতিক রাঢ়ী,
ওরে, সব সত্যি কথা বলতে নেই রে! 😛
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সংবাদ পড়ুন [লিংক]
—
হায় রে ডিজিটাল বাংলাদেশ!! 😛
@বিপ্লব রহমান, লিংকে DU-র ভিসির বক্তব্যটা ঠিক বুঝলাম না। কি বলতে চায় সে? বুয়েটের লুৎফুল কবিরের ধরি-মাছ-না-ছুঁই-পানি মার্কা মন্তব্য দেখে আরো বিরক্ত লাগছে।
@রৌরব,
ঢাঃবিঃ ভিসি মহোদয় তো সরাসরি এই পদক্ষেপ সমর্থন করছেন বলেই মনে হল। উনি মনে হয় আরো আগেই ব্যান করা আশা করছিলেন।
বুয়েট প্রতিনিধির মনে হয় বিদেশে মত প্রকাশের স্বাধীনতা সম্বন্ধে কোন ধারনা নেই, উনি যে ধরনের পদক্ষেপ নিতে বলেছেন তা নিতান্তই হাস্যকর।
এই হল সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত প্রতিনিধিবৃন্দ।
শেখ হাসিনার সরকারে মুখে থুথু মেরে আমি সেই সন্ধ্যা থেকেই ফেসবুকে আছি। অন্য কোন দিন এত সময় থাকা হয় না। আজকে শালার কেমন জেদ চেপে গেল। কাম নাই হুদাই লগ ইন কইরা বইয়া আছি।
@সাইফুল ইসলাম,
আপনি কি দিব্যি কাজ চালিয়ে যেতে পারছেন?
থুথু না, এক দলা কুত্তার গু ছিটাত চাই আমি। :-Y
@মিঠুন,
আবার জিগায়।
ultrasurf এই সফটওয়্যারটা নামিয়ে নিন। install করার পরে exe ফাইলটা ওপেন করুন। আর দেখুন মজা কাকে বলে। 😀
@সাইফুল ইসলাম,
অনেক ধন্যবাদ ভাই।
@মিঠুন,
কি হইল মিঠুন ভাই। আমার দাওয়াই এর কি অবস্থা? কাম করতাছে তো?
না করলে জানান।
আমি তো পুরা মজা লইতাছি। আগে যেমন ইউজ করছি এখন ও তেমনই। 😀
@সাইফুল ইসলাম,
কাজ হচ্ছে। কিন্তু ওযাল পোস্ট করতে পারছিনা তো।
@সাইফুল ভাই,
আমার অফিস এর পিসি তে কিছু সাইট ছাড়া বাকি গুলাতে ঢুকা যায় না। আপনার এই সফটওয়্যারটা একটা যাদু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরো একটা সাহায্য চাই। আমার অফিস এর পিসি তে বাংলা অনেক পেপার, ব্লগ ওপেন হয় কিন্তু বাংলা দেখা যায় না। কোনো কিছু install করা ও সম্ভব না। কোন উপায় আছে কি?
Probably, you can access facebook indirectly through the site http://www.vtunnel.com
I didn’t check it yet, but it should work.
~Cheers
@মইনুল রাজু,
ওয়াও, ঢোকা যাচ্ছে….অনকে ধন্যবাদ আপনাকে।
@মিঠুন,
আমি তো এইটা try করলাম কিন্তু security check এর ক্ষেত্রে আটকিয়ে যাচ্ছি. ঔইখানের word তো আসতেছেই না।
@রনবীর,
http://www.hidemyass.com চমৎকার একটা কাজের জিনিষ! 😛
@বিপ্লব রহমান,
এইটা দিয়েও ঢুকা গেল না। পরে কি আবার এগুলা দিয়া ঢুকার system ও বন্ধ করে দিছে?
@রনবীর,
এটা দিয়ে আমিও আর ঢুকতে পারছিনা। সাইফুল ভাইয়েরটা ট্রাই করতাছি এখন।
মুক্তমনায় একটা প্রতিবাদী ব্যানার দাবী করছি। সচলে করা হয়েছে, সিসিবিও দিবে। এই প্রতিবাদ চলুক। নিজেকে পাকিবাসী মনে হচ্ছে।
প্রতিবাদী ব্যানার চাই।
@মিঠুন এবং রায়হান,
খুব তাড়াহুড়া করে করে একটা ব্যানার করে দিলাম। জরুরী কাজে বাইরে যেতে হচ্ছে। এসে আবার বাকিটা …।
অন্যদের সাজেশন থাকলে জানাতে পারেন।
@অভিজিৎ,
ধন্যবাদ অভি দা।
@অভিজিৎ দা,
:yes:
@অভিজিৎ দা,
ধন্যবাদ।
হাসিনা-খালেদা কার্টুন নয়, আসলে পাকিস্তানী কারন। ধর্মীয়।
স`রকারী্ভাবে জানানো হয়েছে।
দুই নেত্রীর কার্টুন মনে হয় কো-ইন্সিডেন্স।
@আদিল মাহমুদ,
আসল কারণ এটাইঃ
@স্বাধীন,
কার্টুনটা মুক্তমনাতে প্রকাশ করতে দোষ কী?
দেখি, কী এমন জিনিষ যা সরকারের এত বদহজমের কারণ!
@নৃপেন্দ্র সরকার,
তারপর কি চান এই ছূতায় বাংলাদেশে মুক্তমনা নিষিদ্ধ করা হোক?
@আদিল মাহমুদ,
ঠিক। দুই নেত্রীর ব্যাঙ্গচিত্র একটি ক্যামোফ্ল্যাজ। 😛
হাসিনা এবং খালেদার ব্যাঙ্গাত্মক ছবি আকার জন্য তাহলে তো পত্রিকাগুলোকেও বন্ধ করতে হয়। এখন দেখুন ধর্মকে নিয় ব্যাঙ্গ করার জন্য মুক্তমনাকেও বন্ধ করা হয় কি না। দেশ যে একদল চাটুকার নিয়ে চলছে সেটারই প্রমান পাওয়া যায়। হায়রে হাসিনা, জয় আর বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ!
মোবাইল এ grameenphone এর নেট দ্বারা তো লগ ইন করা যায়।এটা ও কি বন্ধ করে দেবে ??
@জাকারিয়া রনি,
নেপথ্যে হাঁটু-বুদ্ধি থাকা বিচিত্র না। 😎
তাহলে ফেসবুক ব্যান হল হাসিনা খালেদা’র ব্যাঙ্গাত্মক ছবি আঁকার জন্য নাকি পাকিস্তানের মুরুব্বীদের খুশী করার জন্য? আপনার দেওয়া তথ্য অনুযায়ী তো মনে হচ্ছে দু’টো কারণকে একসাথে করেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, আমাদের রাজনীতিবিদরা সাধারণ গনতন্ত্র এবং ডিজিটাল বাংলাদেশ এর ধোঁয়া তোলেন। প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করার অভিযোগে নাকি মাহাবুব আলম রডিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান বা বিরোধী দলীয় নেতাদের ব্যাঙ্গাত্মক ছবি আঁকা তো খুব সাধারণ একটা বিষয়,উন্নত বিশ্বের দেশগুলোতে অহরহ সেটা করা হয়,এটা তো জনগনের গনতান্ত্রিক অধিকারেরই অংশ হওয়ার কথা।
এই তো মাত্র কয়েকদিন আগে ২১ শে মে পাকিস্তানের লাহোরে “Everybody Draw Muhammad Day’ এর আহবান জানানোর অপরাধে জনপ্রিয় সামাজি নেটওয়ার্কিং সাইট ফেসবুককে ব্যান করা হয়। এতদিন ভাবছিলাম, যাক এগুলো শুধু পাকিস্তানেই সম্ভব,আমাদের দেশ হয়তো এগুলোর উর্দ্ধে উঠতে পেরেছে। কিন্তু কোথায় কি, অনেকেই মনে করছেন আসলে ভিতরে ভিতরে এই কারণেই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা এবং খালেদার ব্যাঙ্গাত্মক ছবি আঁকার বিষয়টা আজুহাত মাত্র।এই একুশ শতকে বসে গনতান্ত্রিক একটা দেশে এই দু’টো কারণের একটাকেও ফেসবুক বন্ধ করার পিছনে গ্রহণযোগ্য কারণ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। সেটা কি আমাদের রাজনীতিবিদরা বোঝেন?
@বন্যা দি,
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশে রাত সাড়ে আটটার দিকে ফেসবুক ব্যান করা হয়েছে।
শুনেছি, ঐ খোমাখাতায় নাকি মো. (দ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়েছিল; এতে মোল্লারা নাকি সরকারের উপর নাখোশ ছিলেন।… :brokenheart:
পড়ুন:
নারায়ে তাকবির…
খবরটা আগেই আমার ব্লগে পেয়েছি। আমার ব্লগে যাবার সুবাদে আজকাল আর এমনকি দেশের কোন পত্রিকাও পড়ার দরকার পড়ে না, সাথে সাথেই খবর পাওয়া যায়।
তবে সেখানে বলা হয়েছে হাসিনা-খালেদা দুজনের ছবিরই কার্টুক আঁকার দায়ে বন্ধ করা হয়েছে। ধর্মীয় কোন যোগ জানি না।
আমেরিকায় দেখেছি তাদের অতি সম্মানের আব্রাহাম লিংকন থেকে শুরু করে ওবামা এদের সবাইকে নিত্য নানান কমেডিয়ান ক্যারিক্যাচার করেন, কার্টুনের তো কোন হিসেব নেই। নবী রসূল কেউই বাদ পড়েন না। আমাদের দুই মাননীয় নেত্রীর মান এদের সবার থেকে উপরে, এক্কেবারে ঈশ্বরের সমতূল্য।
পুলিশ র্যাব দিয়ে পিটিয়ে নাহয় একজন কার্টুনিষ্টকে পেটানো যায়। কিন্তু দেশের কোটি মানুষ যে উঠতে বসতে এদের চৌদ্দ পুরুষ ধরে গালি দেয় তা কিভাবে বন্ধ করা যাবে? গায়ের জোরে সম্মান আদায় করা যায়?
পাকিস্তানী আদর্শ এভাবে আওয়ামী সরকারের হাতে বাস্তবায়ন হবে দেখে আরো খারাপ লাগল।
@আদিল মাহমুদ,
ভাইয়া, আমি দিশেহারা। আমি FB তে সন্ধা থেকে ঢুকতে পারছিলামনা। বিপ্লবদার লেখাটা পড়ে জানলাম। আমি বুঝিনা বাংগালী এত ছাগল হয় কিভাবে? রাগে আমার শরীর রি রি করতাছে। অসহায়ের মত আংগুল চোষা ছাড়া আর কি করতে পারি?
@মিঠুন,
আমি বুঝিনা, ব্যংগ ছবি প্রকাশ হলেই কি এটা বন্ধ করতে হবে? প্রথম আলো তেই তো প্রতিদিনই খালেদা, হাসিনার কার্টুন আকছেন শিশির ভট্টাচাযর্। কই সেগুলোতো বন্ধ হচ্ছেনা।
@আদিল মাহমুদ,
আসুন মুজাহিদ নামা পড়ি:
[লিংক] 😛
আমি বাকরুদ্ধ। কি বলব কি করব কিছু বুঝতে পারছি না। অসহায়ের মত লাগছে। কোথায় যাব আমরা??????????????????????????
@মিঠুন,
আবার জিগস? আম্রা ডিজিটাল হৈতেছি! :-Y
পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচারের দায়ে যুবক গ্রেফতার [লিংক]