উপভোগের সমস্ত যন্ত্রণা
সবুজ শরীরে মাখিয়ে
মত্যুর গন্ধ কর্পূরের মতো ওড়ে ।
কখন উদ্ববিগ্ন পাখি ঢোকে
এ বিরাণ ঘরে ,
ডানা ঝাপ্টায়
অনুভবের অস্তিত্বে
যখন আমার মৃত্যু হলো ,
পীড়িত মাঝের ঝাঁক
জানালো শেষ বিদায় ।
নিমেষে বাড়িয়েছি হাত
ব্যগ্র অস্থির ,উজ্জ্বল
লক্ষ্যভ্রষ্ট তারকার দিকে ।
বেশ ভাল লাগল। আরও লিখুন।
@সাইফুল ইসলাম,
আপনাকে ধন্যবাদ।আর একজন পাঠক পেলাম। 🙂
@আফরোজা আলম,
😀
Very Niceeeee, Darun laglo pore
@Dipti,
এই কবিতায় এইটাই প্রথম মন্তব্য পেলাম,যেখানে দেখা যায় পাঠক পড়েছে ৫৭ জন।
যাই হোক,তোমার বাংলা না জানায় ইংরাজিতে মন্তব্য করেছ।আশাকরি মুক্ত-মনা কর্তপক্ষ বিষয়টা অনুধাবন করবেন। বিদেশে থেকে তোমার বাংলা শেখা কোন ব্যপার না,যেখানে অভ্র আছে ।
তুমি খুব শিঘ্র অভ্রতে বাংলা শিখে ফেলো । তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আফরোজা আলম,
আপনার কবিতায় বেশ ক’টি বানান ভুল রয়েছে। এমনকি কবিতার শিরোনামেও বানান ভুল ছিলো। মডারেটরের পক্ষ থেকে শিরোনামের বানানটি ঠিক করে দেয়া হল।
শব্দটি লক্ষ্য ভ্রুষ্ঠ নয়, লক্ষ্যভ্রষ্ট
এ ছাড়াও নীচের বানানগুলো ঠিক করতে অনুরোধ করা হচ্ছে –
উদবিঘ্ন (উদ্বিগ্ন)
অস্তিত্ত্বে (অস্তিত্ব)
ব্যাগ্র (ব্যগ্র)
লক্ষ্য ভ্রুষ্ট (লক্ষ্যভ্রষ্ট)
এরকম আরো বানান ভুল থাকতে পারে, আপনি দেখে ঠিক করে নিন।
এত বানানভুল সমৃদ্ধ লেখা প্রকাশ মুক্তমনা নীতিমালার পরিপন্থী।
@মুক্তমনা এডমিন,
দুঃখিত লেখাটি পোষ্ট করার পরে আমার ইন্টারনেট সংযোগ ছিলনা সারাদিন এমন কি রাত পর্যন্ত ,আমি ভুলগুলো শুধরাতে পারিনি তাই।