মস্তকটিকা :
পতন শুধু নীচের দিকেই হয় না, উপরের দিকেও হয়। একে আমি বলি, ‘উর্ধ্বপতন’।
–হুমায়ুন আজাদ।।
অবতারনা:
মধ্য দুপুর। চিটচিটে গরম, ধুলো, ধোঁয়া, যানজট। ঢাকার এমন নিত্য ব্যস্ততা উপেক্ষা করে তীব্র পোঁ পোঁ পোঁ শব্দে সাইরেন বাজিয়ে ছুটছে একটি অ্যাম্বুলেন্স।
যানজটের বাহন, যাত্রী, পথচারি ও ট্রাফিক পুলিশ গলদঘর্ম হতে হতে অলস দৃষ্টিতে দেখেন দুগ্ধ-ধবল অ্যাম্বুলেন্সটিকে। এর চালকের খুব তাড়া। জরুরি ভিত্তিতে একজন মুমূর্ষু রোগিকে বাচাঁতে হবে। কারণ এইমাত্র দেশি-বিদেশি গণমাধ্যম ও অন্তর্জালে প্রকাশিত হয়েছে একজন বর্ষিয়ানের দুঃসংবাদ। আমাদের সকলের প্রিয় কাগুর ক্রনিক ব্রেইন-ডিসেনট্রি শুরু হয়েছে।
অ্যাম্বুলেন্সের ধাতব বিছানায় কাগু মিয়া চিঁ চিঁ করেন। অন্তিম দশায় রোগিকে স্যালাইন, অক্সিজেন সবই দেওয়া হচ্ছে। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স জটিল এই দুরারোগ্য ব্যাধি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন। কাগু সকলের দোয়া প্রার্থী। …
নিবেদন ইতি:
চিকিৎসার প্রথম পর্বে কাগুকে ‘জব্বর ধোলাই’ ডোজ-১ দেওয়া হয়েছে। এটি ক্রমশ ও বর্ধমান বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পাদটিকা:
ধন্যবাদ অভিজিৎ দা ও বিপ্লব দা’কে।
ভাষা উন্মুক্তির প্রশ্নে আমরা এমন একটা অবস্থানে চলে এসেছি যে, এখন আর চুপ করে থাকার কোন সুযোগ মনে হয় আমাদের নেই, যদি বাঙালি হিসেবে মাতৃভূমি ও মাতৃভাষা নিয়ে আমাদের ন্যুনতম টান ও আবেগ এখনো থেকে থাকে।
ভাষার প্রশ্নে বাঙালি কখনো আপোস করে না, এটা যারা ভুলে যায় তাদেরকে তা মনে করিয়ে দেয়াটা জরুরি।
@রণদীপম বসু,
দ্রষ্টব্য : নির্বাচন কমিশন ও পাইরেটেড সফটওয়্যার বিতর্ক
@ বিপ্লব রহমান,
দেশে থাকলে কি হতো জানি না, কিন্তু এই ফোনেটিক্স এবং ইউনিকোড ভিত্তিক সফটওয়ারগুলো না থাকলে আমরা যারা বাইরে থাকি তাদের পক্ষে বাংলা লেখা সম্ভব হতো না। অনেক ধন্যবাদ আপনাকে এ বিষয়টা নিয়ে পোষ্ট দেওয়ার জন্য। আচ্ছা বিজয়ের কি ইউনিকোডভিত্তিক কোন ভার্সান আছে?
@রাহাত খান,
না নেই; এখানেই বিজয়-এর যাত্রা আটকে আছে। আর বিজয়ের যাত্রা যেখানে শেষ, সেখানেই অভ্র-র যাত্রা শুরু। উপরন্তু মেহেদীসহ অভ্রর কোডাররা এখন কাজ করছেন, কিভাবে অফলাইনে ইউনিকোড তথা অভ্র ব্যবহার করা যায়।…
আপনাকেও অনেক ধন্যবাদ। :rose:
@বিপ্লব রহমান, আচ্ছা বিজয়ের জন্য আলাদা কি বোর্ড লাগে জানি, কিন্তু এর এমন কোন ভার্সান কি আছে যেখানে নরমাল ইংলিশ কি বোর্ডই ব্যবহার করে লেখা যায়?
@বন্যা দি,
ঠিক তা নয়। একই কি-বোর্ড ব্যবহার করে বিজয়, অভ্র, ইউনিবিজয়, ফোনেটিক, প্রভাত লেখা সম্ভব। এ জন্য কি-বোর্ড লে-আউট-এর সেটআপ পরিবর্তন করতে হবে। এর আগে ডাউন লোড করতে হবে নির্দিষ্ট ফ্রন্ট ও কি-বোর্ড প্যাকেজ।
অনেক ধন্যবাদ। :rose:
জব্বর কাগু একসময় বিজয়ের মূল নির্মাতা কোন সন্দেহ নেই, কিন্তু তিনি আজ বাংলার উন্মুক্ত প্রসারের বিরুদ্ধে নিঃসন্দেহে প্রধানতম অন্তরায়। তিনি যে কোন প্রকারে ক্ষমতা কুক্ষিগত রেখে নিজের বিজয়কে তালগাছে তুলে রেখেছেন, আর ক্ষমতার দাপট দেখিয়ে অন্য তরুণেরা যারা ভাষার প্রসারে এগিয়ে এসেছেন, তাদের হুমকি ধামকি দিয়ে নিজের গোদা পায়ের তলায় পিষ্ট করে চলেছেন। তার সাম্প্রতিক আগ্রাসণ শুরু হয়েছে অভ্র সফটওয়ারটি নিয়ে। কাগু আজ আমাদের এগুবার পথে মূর্তিমান বিভীষিকা।
আমি এই মন্তব্যের মাধ্যমে বিজয় বনাম অভ্রের লড়াইয়ে অভ্রের নির্মাতা মেহেদীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। যারা কয়েকদিন ধরে ঘটতে থাকা কাগু বনাম মেহেদীর লড়াই সম্বন্ধে জানতে চান, তারা রণদীপম বসুর ব্লগে বিজয় বনাম অভ্র বিতর্ক, ভাষা উন্মুক্তির লক্ষ্যটাই নির্ধারণ করে দিলো লেখাটি পড়ে নিতে পারেন, আর দেখতে পারেন সেভ অভ্র সাইটটি।
আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে, অভ্র শুধু ইন্টারনেটে বাংলা ভাষা প্রসারে শুধু আলোই জ্বালায়নি, সেই সাথে আমাদের দেখিয়েছে কিভাবে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি করা যায়। জয়তু মেহেদী।
@অভিজিৎ দা,
চরম সহমত। গণমাধ্যমে এ কথা আমিই বোধহয় প্রথম হাড়ে হাড়ে টের পেয়েছি। …
একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে দৈনিক কালের কণ্ঠে ‘কতদুর এগোল বাংলা : আইটিতে বাংলার জয়জয়কার’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের দিন (১৯ ফেব্রুয়ারি) সকালে জব্বর কাগু আমাকে টেলিফোন করে ওই প্রতিবেদনে ‘চোর মেহেদীর অভ্রর পক্ষে সাফাই গাওয়ায়’ খুব একচোট গালাগাল করলেন। তিনি শুধু এখানেই থেমে থাকেননি। পরে আমার কাগজটির তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভাগীয় সম্পাদককেও ফোন করে আমার ও অভ্র-মেহেদীর বিরুদ্ধে এন্তার বিষদগার করেছেন। :no:
বড় মানুষদের এইসব ছোটলোকামী আমাকে ভাবায়। ভাগ্যিস আমি পন করেছি, কক্ষনো এইরকম বড় হবো না! :yes:
@অভিজিৎ দাদা
অভ্র শুধু ইন্টারনেটে বাংলা ভাষা প্রসারে শুধু আলোই জ্বালায়নি, সেই সাথে আমাদের দেখিয়েছে কিভাবে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি করা যায়। জয়তু মেহেদী।
অভ্র না হলে আমার দ্বারা জীবনে বাংলা টাইপ করা সম্ভব হতনা। আমি তাই মনে করি ,আমি কেনো
সবার একই অবস্থা ,বিশেষ করে যারা বাইরে থাকেন তাদের জন্য আরো প্রযোজ্য ।এখন একটা কাজ বাকি আছে ।ওটা হচ্ছে এম,এস ওয়ার্ডের মত বানান শুদ্ধিকরণ আবিষ্কার । মনে হয় ওদিন আর বেশী দূরে নয় ।
@আফরোজা আলম,
:yes:
[…] সচলায়তন, সামহোয়ারইন, আমারব্লগ, মুক্তমনা, ফেসবুক, টেকটিউন সহ অন্যান্য […]
:lotpot: :yes:
@নিটোল, 😀
কাগুদের দিন শেষ। এরশাদ চাচ্চুর শরীর বলে লবণশূণ্য হয়া গেছে। অভ্রের দম্ভে কাগুর শরীর রক্তশূণ্য হওয়া তো এখন শুধু সময়ের ব্যাপার। ফেসবুকে কাগুর প্রোফাইলে দেখলাম উনি ও উনার বন্ধুবান্ধবরা দল বেধে সবাই পিছলাচ্ছেন।
@পৃথিবী,
ওরে, সব সত্যি কথা বলতে নেই রে! 😉
ভবষ্যতে উনাকে আর কেউ ‘মজব্বর’ নামে চিনবে ন। উনার নাম হবে -কা গু। কি আশ্চর্য!!!
@সৈকত চৌধুরী,
😛 😛 😛
হার্ট এ্যটাকের খবরটা সত্যি হইলে চ্রম খুশি হইতাম!! :lotpot:
আমি মুক্তমনায় এই লেখার জন্য অপেক্ষা করছিলাম! সিনিয়র কারো থেকে আসুক সেটাই চাওয়া ছিল। আশা পূর্ন হল।
অভ্রকে আবার আবার এবং বার বার স্যলুট!!! :guru: :yes:
@তানভী,
এতো হাইসেন না রে ভাই। কাগু এখন অন্তিম দশায়, আর আপ্নে কি না…ছিক! 😀