avro

মস্তকটিকা :

পতন শুধু নীচের দিকেই হয় না, উপরের দিকেও হয়। একে আমি বলি, ‘উর্ধ্বপতন’।
–হুমায়ুন আজাদ।।

অবতারনা:

মধ্য দুপুর। চিটচিটে গরম, ধুলো, ধোঁয়া, যানজট। ঢাকার এমন নিত্য ব্যস্ততা উপেক্ষা করে তীব্র পোঁ পোঁ পোঁ শব্দে সাইরেন বাজিয়ে ছুটছে একটি অ্যাম্বুলেন্স।

যানজটের বাহন, যাত্রী, পথচারি ও ট্রাফিক পুলিশ গলদঘর্ম হতে হতে অলস দৃষ্টিতে দেখেন দুগ্ধ-ধবল অ্যাম্বুলেন্সটিকে। এর চালকের খুব তাড়া। জরুরি ভিত্তিতে একজন মুমূর্ষু রোগিকে বাচাঁতে হবে। কারণ এইমাত্র দেশি-বিদেশি গণমাধ্যম ও অন্তর্জালে প্রকাশিত হয়েছে একজন বর্ষিয়ানের দুঃসংবাদ। আমাদের সকলের প্রিয় কাগুর ক্রনিক ব্রেইন-ডিসেনট্রি শুরু হয়েছে।

অ্যাম্বুলেন্সের ধাতব বিছানায় কাগু মিয়া চিঁ চিঁ করেন। অন্তিম দশায় রোগিকে স্যালাইন, অক্সিজেন সবই দেওয়া হচ্ছে। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স জটিল এই দুরারোগ্য ব্যাধি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন। কাগু সকলের দোয়া প্রার্থী। …

নিবেদন ইতি:

চিকিৎসার প্রথম পর্বে কাগুকে ‘জব্বর ধোলাই’ ডোজ-১ দেওয়া হয়েছে। এটি ক্রমশ ও বর্ধমান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পাদটিকা:

ফ্ল্যাশব্যাক-১

ফ্ল্যাশব্যাক-২

ফ্ল্যাশব্যাক-৩